Thoughts of Roji

Thoughts of Roji Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thoughts of Roji, Faridpur.

"আমার পেইজে আপনাকে স্বাগতম।।পেইজটি ভালো লাগলে রিভিউ এবং ফলো দিতে ভুলবেন না।।মনে রাখবেন ফিডব্যাক সাথে সাথে পৌঁছে যাবে।।।


----------------_---_--_--_---_-_--_-__----------

29/07/2025

আজকে টঙ্গীতে অফিস থেকে ফেরার সময় একজন
মহিলা ম্যানহোলের ড্রেনে পড়ে গিয়েছে। অনেকদিন
যাবতই ম্যানহোলের ওই ঢাকনাটা খোলা ছিল, সিটি
কর্পোরেশনের লোকেরা গাফিলতি করে ঠিক করেনি।
আজকে হাঁটু সমান বৃষ্টির পানিতে ঢাকনা আছে কি
নাই সেটা দেখার কোন উপায় ছিল না। মহিলাটাও
প্রতিদিনকার মতই অফিস থেকে বাসায় ফিরছিল,
কিন্তু ঢাকনা না থাকায় মুহুর্তেই যেন নিচে তলিয়ে
গেল ম্যানহোলে। একজন লোক দৌড়ে এসে উনাকে
ধরতে চেয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি।
এরপর ফায়ার সার্ভিস এসেছে, সিটি কর্পোরেশনের
লোকজন এসেছে কিন্তু মহিলার লাশটা পর্যন্ত খুঁজে
পায়নি।
স্থানীয় লোকজন বলছে- ফায়ার সার্ভিসের লোকেরা
একটু খোঁজাখুজির পর না পেয়ে বসে
দেখছিল।
ফায়ার সার্ভিস দোষারোপ করছিল সিটি
কর্পোরেশনকে আর সিটি কর্পোরেশন দোষারোপ
করছিল ফায়ার সার্ভিসকে। কাজের কাজ কিছুই
হচ্ছিল না।
কিন্তু মহিলার লাশটা আর উদ্ধার হলো না। অলরেডি
২৪ ঘন্টা হয়ে গিয়েছে। মহিলাটার ২ টা জমজ বাচ্চা
আছে। ওদের নানা নানুও কেউ নেই, একদম একা।
বাচ্চাগুলো বিকেলের দিকে মায়ের জন্যে অপেক্ষা
করছিল, কিন্তু যখন পাড়াপ্রতিবেশীরা জানিয়েছে
তাদের মা ড্রেনে পড়ে মারা গিয়েছে তখন থেকে তারা
মায়ের লাশের জন্যে অপেক্ষা করছে।
কিন্তু সেই লাশও এখনো বাড়িতে এলো না ।
এদেশের বিমানে সমস্যা, রাস্তায় সমস্যা, আরও
কতকিছুতে সমস্যা।
একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। সেই পানিতে
কারেন্টের ক্যাবল পড়ে শক খেয়ে মানুষ মরে, ড্রেনে
পড়ে মানুষ মরে কিন্তু ঠিকঠাক আর হয়না।
একটু আগে এই মহিলার বোনের মেয়ে আমাকে নক
করে করুণভাবে বলছিল- একটু দেখেন না ভাইয়া
কিছু করা যায় কি-না, আমরা শুধু লাশটা চাই আর কিছু করা যায় কি-না, আমরা শুধু লাশটা চাই আর
কিচ্ছু না।
বেশি দেরি হলে পানির স্রোতে লাশটা দূরে কোথাও
চলে যাবে, আর হয়তো পাওয়া যাবে না ।
মহিলার মাত্র ৮ বছরের দুইটা জমজ বাচ্চা এত
রাতেও জেগে আছে। মা মা বলে বারবার হাউমাউ
করে কাঁদতেছে । অথচ আজকে মা বাসায় ফিরলে
এতক্ষণে খেয়ে ঘুমানোর কথা ছিল ওদের।
কিন্তু দু চোখে ঘুম নেই বাচ্চাগুলোর। জীবিত মা'য়ের
আশা করছে না, ওরা কেঁদে কেঁদে মায়ের লাশটা
চাচ্ছে শুধু।
বৃষ্টির দিনে আমরা হয়তো আরাম করে ঘুমোচ্ছি
কিংবা মুভি দেখছি কিন্তু এই বাচ্চা দুটো অপেক্ষা
করছে মায়ের লাশের জন্যে!
তাই একটু আওয়াজ তুলুন, শেয়ার করে ছড়িয়ে
দিন। মাসুম বাচ্চাগুলোকে তার মায়ের লাশটা পেতে
অন্তত সাহায্য করুন।

28/07/2025

দুই টুকরো মাংসের লোভে
কিছু মানুষ আমাকে বিয়ের চাপ দিচ্ছে 😪

27/07/2025

👀

25/07/2025
24/07/2025

•◦:মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলো।
ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "আর লাভ নেই! তোমার বন্ধু জীবিত নেই
কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'স্যার, । যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
"আমি জানতাম বন্ধু তুই আসবি💔

Tecno camon40 pro Camera power🥰
23/07/2025

Tecno camon40 pro Camera power🥰

22/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

21/07/2025

জান্নাতি ফুলেরা ঘুমিয়ে গেছে, কেউ স্কুলে ব্যাগ,বইয়ের ভাঁজে দগ্ধ অনলে।কতটা কষ্ট পেলো ঐ ফুলেরা😭🥲🥲আমি ঘুমাতে পারছিনা,যার বুক খালি হলো সে কিভাবে সইবে এই ব্যথা🥲

21/07/2025

-for-milestone😭🥲

19/07/2025

লাস্ট যে খাবারটা খেয়েছেন,তার সাথে "চৌধুরী " শব্দ টা লাগিয়ে দেন,দেখি কারটা বেশি সুন্দর হয়😁😁

নিজের টাকায় স্বপ্ন পূরণ আলহামদুলিল্লাহ Tecno Camon 40 pro✅
15/07/2025

নিজের টাকায় স্বপ্ন পূরণ
আলহামদুলিল্লাহ
Tecno Camon 40 pro✅

খুব সাধারণ হয়ে বেঁচে থাকতে চাই,বিলাসিতা দরকার নেই 👀
15/07/2025

খুব সাধারণ হয়ে বেঁচে থাকতে চাই,বিলাসিতা দরকার নেই 👀

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Roji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share