AminVlog

AminVlog মানুষের মাঝে মনুষ্যত্ব জাগাতে চাই! সবাই ভালো থাকবেন সবসময় সব জায়গায়।

আপনার ব্যার্থতার জন্য আপনি অন্যকে দোষারপ করতেই পারেন! কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন আপনার কৃতকর্মের জন্যই আপনার...
19/06/2025

আপনার ব্যার্থতার জন্য আপনি অন্যকে দোষারপ করতেই পারেন! কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন আপনার কৃতকর্মের জন্যই আপনার আজকের এই ব্যার্থতা।😊

আপনি আপনার জীবনের সময়গুলো যেভাবে অতিবাহিত করবেন আপনার জীবন সেভাবে গড়ে উঠবে।😊
18/06/2025

আপনি আপনার জীবনের সময়গুলো যেভাবে অতিবাহিত করবেন আপনার জীবন সেভাবে গড়ে উঠবে।😊

**🚀 অহংকার vs আত্মবিশ্বাস: পার্থক্যটা বুঝলে জীবন বদলে যায়!**  অহংকার আর আত্মবিশ্বাস—দুটোই মনে হয় "আমি পারি!" বলছে, কিন্ত...
06/06/2025

**🚀 অহংকার vs আত্মবিশ্বাস: পার্থক্যটা বুঝলে জীবন বদলে যায়!**

অহংকার আর আত্মবিশ্বাস—দুটোই মনে হয় "আমি পারি!" বলছে, কিন্তু **একটা আপনাকে ডুবোয়, অন্যটা ভাসায়!** 🌊

✅ **আত্মবিশ্বাস** = "আমি শিখছি, আমি বাড়ছি!" (মাইন্ডসেট গ्रोথ)
❌ **অহংকার** = "আমিই সব জানি!" (এগো-এর ফাঁদ)

**জীবনের সত্যি কথা:**
- অহংকারী মানুষ **একা হয়ে যায়**, আত্মবিশ্বাসী মানুষ **লিডার হয়ে ওঠে**।
- অহংকার **শত্রু বাড়ায়**, আত্মবিশ্বাস **সমর্থন বাড়ায়**।

💡 **প্রো টিপ:** সত্যিকারের স্ট্রENGTH আসে বিনয় থেকে—**"যত বড় হও, তত নত হও!"** (গাছের মতো!)

📌 **কমেন্টে বলুন:** আপনি কোনটা বেশি দেখেন—অহংকার নাকি আত্মবিশ্বাস? 👇

#লাইফ_লেসন #মাইন্ডसेट_ম্যাটার্স ্রেন্ডস #সেল্ফ_অ্যাওয়ারনেস

**📍 শেয়ার করুন যদি বিশ্বাস করেন—বিনয় আর কনফিডেন্সই আসল পাওয়ার!**


-

এভাবেই যেন হাসি-খুশির মধ্যে দিয়ে কে'টে যায় বাকি জীবন!😊
31/05/2025

এভাবেই যেন হাসি-খুশির মধ্যে দিয়ে কে'টে যায় বাকি জীবন!😊

সবাই সময়ের কাজ সময়ে করুন এবং ধারাবাহিকভাবে পরিশ্রম করুন দেখবেন আপনার সফলতা কেউ রুখতে পারবেন।😊
28/05/2025

সবাই সময়ের কাজ সময়ে করুন এবং ধারাবাহিকভাবে পরিশ্রম করুন দেখবেন আপনার সফলতা কেউ রুখতে পারবেন।😊

জীবনে সফল হওয়া অবশ্যই আনন্দের। দীর্ঘদিনের পরিশ্রম আর চেষ্টার ফল যখন পাওয়া যায়, তখন মন ভরে ওঠে। কিন্তু এই সাফল্যের শিখরে ...
25/05/2025

জীবনে সফল হওয়া অবশ্যই আনন্দের। দীর্ঘদিনের পরিশ্রম আর চেষ্টার ফল যখন পাওয়া যায়, তখন মন ভরে ওঠে। কিন্তু এই সাফল্যের শিখরে পৌঁছে অনেকেই একটি ভুল করে বসেন – অহংকারী হয়ে ওঠা।

মনে রাখবেন, অহংকার পতনের মূল। যখন আমরা নিজেদেরকে অন্যের চেয়ে বড় ভাবতে শুরু করি, তখন আমরা নতুন কিছু শেখা বন্ধ করে দেই। চারপাশের মানুষজনের পরামর্শ বা সমালোচনা আমাদের আর ভালো লাগে না। আমরা মনে করি, যা করছি সেটাই ঠিক।

কিন্তু জীবন বহমান। সাফল্যের এই পথ সবসময় মসৃণ থাকে না। অহংকার যখন আমাদের গ্রাস করে, তখন আমরা আত্মতুষ্টিতে ভুগতে থাকি। সময়ের পরিবর্তন বা প্রতিযোগীদের অগ্রগতি আমরা আর টের পাই না। আর এই অসচেতনতাই এক সময় আমাদের সাফল্যের শিখর থেকে টেনে নামিয়ে আনে।

অতীতে এমন অনেকেই ছিলেন যারা আকাশছোঁয়া সাফল্য পেয়েও শুধুমাত্র অহংকারের কারণে ধরাশায়ী হয়েছেন। তাদের ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

সাফল্য অর্জন যেমন কঠিন, তেমনই সেই সাফল্য ধরে রাখাও কঠিন। আর তা ধরে রাখার মূল মন্ত্র হলো – বিনয়ী থাকা, শেখা চালিয়ে যাওয়া এবং নিজের ভুলগুলো স্বীকার করার সাহস রাখা।

তাই, জীবনে যখনই সাফল্যের ছোঁয়া পান, মাথা উঁচু করে নয়, বরং আরও নম্র হোন। মনে রাখবেন, সাফল্যের আসল সৌন্দর্য বিনয়ের মাঝেই লুকিয়ে থাকে।

আপনার এই বিষয়ে কী মনে হয়? কমেন্ট করে জানান। 👇

#সাফল্য #অহংকার #পতন #জীবন #অনুপ্রেরণা #মোটিভেশন #বাংলা_মোটিভেশন

07/05/2025

যাকে আল্লাহ যেমনই রেখেছেন, সব সময় মন থেকে বলুন আলহামদুলিল্লাহ!

সবার দিনটি আনন্দে কাটুক, শুভ সকাল।😊❤️
06/05/2025

সবার দিনটি আনন্দে কাটুক, শুভ সকাল।😊❤️

সবার সুন্দর একটি সপ্নে বিভোর হয়ে রাতটি কাটুক!😍শুভ রাত্রি।
05/05/2025

সবার সুন্দর একটি সপ্নে বিভোর হয়ে রাতটি কাটুক!😍শুভ রাত্রি।

05/05/2025

অন্যের সুখে সুখী আর অন্যের দুঃখে দুঃখী হওয়ার মাঝেই মুলত প্রকৃত সুখ!

কাউকে ভালবেসে না পেলে হতাশ হয়ে অযাচিত কোন সিদ্ধান্ত নিতে যাবেন না! সৃষ্টিকর্তা হয়তো আপনার সেই প্রিয় মানুষশটার চেয়েও আপনা...
05/05/2025

কাউকে ভালবেসে না পেলে হতাশ হয়ে অযাচিত কোন সিদ্ধান্ত নিতে যাবেন না! সৃষ্টিকর্তা হয়তো আপনার সেই প্রিয় মানুষশটার চেয়েও আপনার জন্য Better কাউকে ঠিক করে রেখেছেন- আলহামদুলিল্লাহ

যখন আপনি দেখবেন আপনি সত্যি কথা বলার পরও আপনার সমালোচনা হচ্ছে তখন নিরব থাকুন! আপনার এই নিরাবতাই এক সময় আপনার বলা সত্যি কথ...
05/05/2025

যখন আপনি দেখবেন আপনি সত্যি কথা বলার পরও আপনার সমালোচনা হচ্ছে তখন নিরব থাকুন! আপনার এই নিরাবতাই এক সময় আপনার বলা সত্যি কথাটি প্রতিষ্ঠিত হবে।

Address

Salamatpur, Kamarkhali, Modhukhali
Faridpur
7851

Alerts

Be the first to know and let us send you an email when AminVlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share