
13/05/2025
একদিন এক শিক্ষক তার ছাত্রদের একটা পুরনো ঘড়ি দেখিয়ে বললেন,
— “এটা আমার বাবার দেওয়া, অনেক পুরনো। এর দাম কত হতে পারে বলে মনে করো?”
ছাত্ররা বলল, “হয়তো ৫০০ টাকা বা তার কম।”
শিক্ষক বললেন, “ঠিক আছে।” তারপর তিনি ঘড়িটা নিয়ে গেলেন এক জুয়েলার দোকানে। ফিরে এসে বললেন,
— “ওরা বলল, এটা ১০০০ টাকা পর্যন্ত হতে পারে।”
এরপর তিনি ঘড়িটা নিয়ে গেলেন এক সংগ্রহশালায় (museum)। ওরা বলল,
— “এটা বিরল ঘড়ি, এর মূল্য ৫০ হাজার টাকারও বেশি।”
তারপর শিক্ষক বললেন,
— “তোমাদের জীবনে সবাই তোমার মূল্য বুঝবে না। তাই ভুল জায়গায় নিজের মূল্য বোঝানোর চেষ্টা কোরো না। তুমি যদি নিজেকে সঠিক জায়গায় রাখো, তোমার আসল মূল্য তখনই সবাই বুঝবে।”