Golpo Hoye Jai

Golpo Hoye Jai কিছু অনুভব শব্দ হয়, কিছু ভালোবাসা গল্প হয়ে যায়। এখানে ছড়িয়ে যাবে ভালোবাসা, স্মৃতি আর হারিয়ে যাওয়া সময়ের কথা।

একদিন এক শিক্ষক তার ছাত্রদের একটা পুরনো ঘড়ি দেখিয়ে বললেন,— “এটা আমার বাবার দেওয়া, অনেক পুরনো। এর দাম কত হতে পারে বলে ম...
13/05/2025

একদিন এক শিক্ষক তার ছাত্রদের একটা পুরনো ঘড়ি দেখিয়ে বললেন,
— “এটা আমার বাবার দেওয়া, অনেক পুরনো। এর দাম কত হতে পারে বলে মনে করো?”

ছাত্ররা বলল, “হয়তো ৫০০ টাকা বা তার কম।”
শিক্ষক বললেন, “ঠিক আছে।” তারপর তিনি ঘড়িটা নিয়ে গেলেন এক জুয়েলার দোকানে। ফিরে এসে বললেন,

— “ওরা বলল, এটা ১০০০ টাকা পর্যন্ত হতে পারে।”

এরপর তিনি ঘড়িটা নিয়ে গেলেন এক সংগ্রহশালায় (museum)। ওরা বলল,
— “এটা বিরল ঘড়ি, এর মূল্য ৫০ হাজার টাকারও বেশি।”

তারপর শিক্ষক বললেন,
— “তোমাদের জীবনে সবাই তোমার মূল্য বুঝবে না। তাই ভুল জায়গায় নিজের মূল্য বোঝানোর চেষ্টা কোরো না। তুমি যদি নিজেকে সঠিক জায়গায় রাখো, তোমার আসল মূল্য তখনই সবাই বুঝবে।”

শহরটা এখনও আগের মতোই আছে… শুধু আমি একটু বদলে গেছি।অনেকদিন পর  একটু ঘুরাঘুরি
02/05/2025

শহরটা এখনও আগের মতোই আছে… শুধু আমি একটু বদলে গেছি।অনেকদিন পর একটু ঘুরাঘুরি

সে ছিল আমার স্বপ্নের মতো—সবচেয়ে আপন, অথচ ধরা ছোঁয়ার বাইরে…
26/04/2025

সে ছিল আমার স্বপ্নের মতো—সবচেয়ে আপন, অথচ ধরা ছোঁয়ার বাইরে…

25/04/2025

প্রকৃতির বুকের গভীরে হারিয়ে যাওয়া...

location :ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ, ফরিদপুর

"এক মুঠো ভালবাসা, নীল আকাশের নিচে।"location :Faridpur medical College
25/04/2025

"এক মুঠো ভালবাসা, নীল আকাশের নিচে।"
location :Faridpur medical College

Untold story
25/04/2025

Untold story

24/04/2025
🙂
23/04/2025

🙂

নীরব অনুভূতি 🌸
23/04/2025

নীরব অনুভূতি 🌸

Address

Faridpur
7850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golpo Hoye Jai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share