
04/08/2025
📢 সেবার মাধ্যমে মানবতার ছোঁয়া 🕊️
"Helping Organization" এর পক্ষ থেকে আমরা একটি মানবিক উদ্যোগ নিতে যাচ্ছি—
💖 ফরিদপুরের বৃদ্ধাশ্রম এবং অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম।
👵👶
সমাজের এই অবহেলিত শ্রেণির মানুষগুলো আমাদের একটু ভালোবাসা, যত্ন ও সহানুভূতির অপেক্ষায় থাকে।
আমরা চাই তাদের মুখে হাসি ফোটাতে, তাদের পাশে দাঁড়াতে—একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে।
🌟 আপনারাও থাকতে পারেন এই মহতী উদ্যোগের অংশীদার।
যোগ দিন আমাদের সঙ্গে—হোক সেটা সময়, সাহায্য কিংবা শুভকামনায়।
📅 কার্যক্রমের তারিখ ও সময় খুব শিগগিরই জানানো হবে।
আসুন, হাত বাড়িয়ে দিই—মানবতার টানে।
#মানবতারপাশে #বৃদ্ধাশ্রম #অনাথশিশু #সেবাইধর্ম