janotarmail.com

  • Home
  • janotarmail.com

janotarmail.com https://www.facebook.com/www.janotarmail [email protected]
fb.com / জনতার মেইল.কম

https://www.prothomalo.com/world/pakistan/mr7hfkncw2
16/07/2025

https://www.prothomalo.com/world/pakistan/mr7hfkncw2

গাজাকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখে ‘গভীর উদ্বেগ’ নামের বুলি ছাড়া কিছুই শোনা যায় না।

04/07/2025
https://www.prothomalo.com/bangladesh/district/80io1vhg35
04/07/2025

https://www.prothomalo.com/bangladesh/district/80io1vhg35

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার .....

04/07/2025
29/05/2025

রাজবাড়ী জেলার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে সাবেক চেয়ারম্যান শওকত হাসানের ছোট ভাই নাজমুল হাসান মিন্টুর বাড়িতে এক ভাড়াটিয়া গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে মিন্টুর স্ত্রী জানায়, আমাদের ঘরে ভাড়া থাকা লোকটি আজ দুই দিন ধরে ঘরের দরজা খুলছে না, অনেক ডাকাডাকি করে কোন সারা শব্দ পাই না। সন্দেহ হলে আশপাশের লোকজনের জানাই, মেম্বার চেয়ারম্যান ও থানা পুলিশকে জানাই। আজ বেলা ১১/১২ টার দিকে থানা পুলিশ এসে ঘরের দরজা ভাঙলে দেখি গলায় রশি দিয়ে লোকটি ঝুলছে ও তার শরীর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। সে বাসায় একাই থাকতো, শুনেছি জুট মিলে চাকরি করতো, কারো সাথে কোন ঝগড়া-বিবাদও দেখি নাই, কি কারণে এমনটি করলো বুঝতে পারছি না।

12/03/2025

দয়াল তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরী..। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি।।
( গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন)।

06/03/2025

ঘুরে এলাম- রাজশাহী জেলার ঐতিহাসিক "বাঘা শাহি মসজিদ"।
★রাজশাহী জেলা সদর হতে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত এই ঐতিহাসিক মসজিদ।
উইকিপিডিয়াসূত্রে জানা যায়;
মসজিদটি ১৫২৩-১৫২৪ সালে (৯৩০ হিজরি) নির্মাণ করেন হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরাত শাহ। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার করা হয়। সমভুমি থেকে ৮-১০ ফুট উঁচুতে মসজিদের আঙিনা।
মসজিদটিতে ১০টি গম্বুজ আছে এবং চারপাশের দেয়ালে সুন্দর কারুকার্য খচিত।
দৈর্ঘ্য ৭৫ ফুট প্রস্থ ৪২ ফুট, উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়াল চওড়া ৮ ফুট।
মসজিদটির গাঁথুনি চুন-সুরকি দিয়ে।
মসজিদের ৫টি প্রবেশদ্বার রয়েছে। এই মসজিদটি চারদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দু’দিকে দু’টি প্রবেশদ্বার রয়েছে।
মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশেই রয়েছে হজরত শাহদৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার। এ ছাড়া এ মসজিদ সংলগ্ন জহর খাকী পীরের মাজার রয়েছে। মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত।
শাহী মসজিদের পাশে একটি দিঘীও রয়েছে। জানা যায় এ দিঘিটি ৫২ বিঘা জমির ওপর। এই দিঘির চারটি বাঁধানো পাড় নির্মাণ করা হয়েছে। মসজিদের পাশে একটি জাদুঘর রয়েছে। সব মিলিয়ে সুন্দর দর্শনীয় স্থান দূরদূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে।
( ভ্রমণের তারিখঃ- ২৪/০২/২০২৫ )

02/03/2025

রাজবাড়ীর আলাদীপুরে বাবা মুর্শিদ জামাই পাগলের মাঝারে ১২৫তম বাৎসরিক ওরস শরিফ উপলক্ষে- ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে বাউল গান পরিবেশিত হয়। বাউল গান উপভোগ করেন মাঝারের ভক্তবৃন্দ, এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আগত উপস্থিত দর্শক- শ্রোতাবৃন্দ।
★ভিডিওটি ভাল লাগলে Like / Comment / Share করুন।।

02/03/2025

বাবা মুর্শিদ জামাই পাগলের মাঝারে ১২৫ তম বাৎসরিক ওরস শরীফ উদযাপিত।

01/03/2025

মুর্শিদের দরবার- ভক্তের কাবাঘর- জান্নাতের হাওয়া সেথা বয়ে যায়.. (শিল্পীঃ কামাল শেখ)।

Address


Alerts

Be the first to know and let us send you an email when janotarmail.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to janotarmail.com:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

[email protected] fb.com / জনতার মেইল.কম