Muhammad Omar Faruk

22/08/2024
20/08/2024

আলহামদুলিল্লাহ

আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে, আহত ছাত্রদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে

রুস্তমিয়া-হেফজ-খানা ও-এতিম-খানা  আজকের অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান । সকলে তাদের জন্য দোয়া  করব...
13/12/2023

রুস্তমিয়া-হেফজ-খানা ও-এতিম-খানা
আজকের অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান ।
সকলে তাদের জন্য দোয়া করবেন । তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা।

 #ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে। তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ৮ বছর।  #রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ২২...
12/06/2022

#ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে। তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ৮ বছর।
#রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ২২ বছর বয়সে।
তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।
#বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন ১১ বছর বয়সে। তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৫ বছর।
#দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে তখন তাঁর স্ত্রী সারদা দেবীর বয়স ছিল মাত্র ৬ বছর। #শিবনাথ শাস্ত্রী বিয়ে করেছিলেন ১৩ বছর বয়সে। তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১০ বছর।

#রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন ১৭ বছর বয়সে। তখন তাঁর স্ত্রীর বয়স ছিল ১১ বছর।
#জ্যোতিন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৯ বছর বয়সে, তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৮ বছর।
#সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ১৭ বছর বসে তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ৭ বছর।

লিনা মেদিনা!
৫ বছর ৭ মাস ২১ দিন বয়সে সন্তানের জন্ম দেয়ায় বিশ্বরেকর্ড করা সর্বকনিষ্টা মা উল্লেখ করে তার বন্ধনা করা হয়।
দ্বিতীয় কিং রিচার্ড ত্রিশ বছর বয়সে ফরাসি রাজকুমারী ৭বছর বয়সী ইসাবেলাকে বিয়ে করেন।

#পর্তুগালে রাজা ডেনিস ১২ বছর বয়সী সেন্ট এলিজাবেথকে বিবাহ করেছিলেন।
#নরওয়ের ষষ্ঠ রাজা হাকোন ১০ বছরের রাণী মার্গারেটকে বিবাহ করেছিলেন।
#এসেক্সের কাউন্ট আগ্নেসের বিয়ের পাকা কথা হয় মাত্র ৩ বছর বয়সে। ১২ বছর বয়সে তার বিবাহ হয় পঞ্চাশ বছর বয়সী সঙ্গির সাথে।
#রোমানোস ইতালির রাজকন্যা ৪ বছর বয়সী বার্থা ইউডোকিয়াকে বিবাহ করেন।

ইতিহাসের পাতায় এরকম অসংখ্য নজির আছে। এগুলো আমাদের ইতিহাসের অংশ। এসব আমাদের ভুলে যাওয়া সমীচিন নয়।

একসময় সতীদাহ প্রথা ছিল।
জীবন্ত নারীকে সহমরণে তার মৃত স্বামীর সঙ্গে চিতায় আত্মহুতি দিতে হতো।
কিন্তু সতীদাহ বা সহমরণই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। বলার অর্থ হিন্দুর প্রতি ঘৃণা ও বিদ্বেষ চর্চা করা নয়।

হিন্দু শাস্ত্রের ধূয়া তুলে হিন্দুর প্রতি ঘৃণা ও সহিংসতা একালে কেউ প্রদর্শন করে না। কারণ, সমাজ, আইন, সংস্কৃতি ও ইতিহাস ইত্যাদি সম্পর্কে আমাদের চেতনা উপলব্ধি ও বিচার ক্ষমতা অনেক বিকশিত হয়েছে। আগের মতো নেই।

ইতিহাস ও সমাজ স্থির কিছু নয়, বদলায়। ইতিহাস নিয়ে আলোচনা হবে। কিন্তু দেশ ও কাল বিবেচনায় না নিয়ে রবীন্দ্রনাথকে দোষী করলে সেটা কাণ্ডজ্ঞানের অভাব হবে।
তাই না?

তাহলে ইসলামের নবী মুহাম্মদ সা. কে নিয়ে এত বিতর্ক কেন হবে?

#বঙ্গবন্ধুর ১৩ বছর বয়সে তিন বছর বয়সি রেণুর সাথে বিয়ে হয়।
বিয়ের ৯ বছর পর বঙ্গবন্ধুর ২২ বছর বয়সে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ১২ বছর বয়সে ফুলশয্যা হয়। কেউ কেউ তো বলে ৮ বছর বয়সে বঙ্গবন্ধু তাকে বিয়ে করেন।

আয়শা রা: ৯ বছর বয়সে মুহাম্মাদ সা: এর সাথে সংসার শুরু করায় মুহাম্মদ সা: কে নিয়ে এতো বিতর্ক কেন?
আসলে রাসুলুল্লাহ সা: কে নিয়ে অহেতুক সমালোচনার প্রধান কারণ হলো তার অতুলনীয় উত্তম চরিত্র মাধুরী।
যে চরিত্রে মুগ্ধ হয়ে দেড় হাজার বছর ধরে মানুষ অনবরত ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে।
রাসূলুল্লাহ সা: কে নিয়ে বিতর্কিত করে তারা বিশ্বব্যাপী ইসলাম গ্রহনের অগ্রযাত্রা রুখে দিতে চায়।

নূপুর শর্মারা যা-ই বলুক না কেনো?
স্বয়ং আল্লাহ তায়ালা তার হাবীবের চরিত্রের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন।
اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ
কিয়ামত পর্যন্ত এই চরিত্র মাধুরী পৃথিবীর সকল মানুষের কাছে প্রধান আকর্ষণ হয়ে থাকবে। দলে দলে মানুষ মুহাম্মদ সা: এর উম্মত হবেই, হবে, ইনশাআল্লাহ।

❤ভালোবাসার প্রিয় নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম❤

09/12/2021

হায় আল্লাহ অনেক কষ্ট হয় যখন দেখি হক্কানী আলেম গুলো জেলের মধ্যে,
আল্লাহ আপনি তো কোন ফায়া কুন এর মালিক।
আল্লাহ আপনিতো আসমান জমিনের মালিক ।
অ আরশের মালিক ।
তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন 🤲🤲🤲

Address

ফটিকছড়ি
Fatikchari
CHITTAGONG

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Omar Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Omar Faruk:

Share