ফটিকছড়ির আপডেট বার্তা

ফটিকছড়ির  আপডেট বার্তা 💗ফটিকছড়ির চট্টগ্রাম এর সকল খবরা খবর একদম সবার আগে পেতে পেইজে ফলো দিয়ে রাখতে পারেন। 💓

আমাদের ভবিষ্যত প্রজন্ম 🤲✅
03/08/2025

আমাদের ভবিষ্যত প্রজন্ম 🤲✅

রিকশা থেকে পড়ে গেলেন মা সন্তান। আশেপাশের মানুষ তো এগিয়ে আসলোই না। সবাই ছবি তুলতে ব্যস্ত। এই হল দেশের বর্তমান অবস্থা.🙂😭
25/07/2025

রিকশা থেকে পড়ে গেলেন মা সন্তান। আশেপাশের মানুষ তো এগিয়ে আসলোই না। সবাই ছবি তুলতে ব্যস্ত। এই হল দেশের বর্তমান অবস্থা.🙂😭

এক মর্মান্তিক সড়ক দু*র্ঘ*টনা: মায়ের মৃ*ত্যু, ছেলে হাসপাতালেএক হৃদয়বিদারক ঘটনায় ফটিকছড়িতে সড়ক দু*র্ঘট*নায় গুরুতর আ*হত হয়ে...
19/07/2025

এক মর্মান্তিক সড়ক দু*র্ঘ*টনা: মায়ের মৃ*ত্যু, ছেলে হাসপাতালে

এক হৃদয়বিদারক ঘটনায় ফটিকছড়িতে সড়ক দু*র্ঘট*নায় গুরুতর আ*হত হয়েছেন এক যুবক, যখন তিনি মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছিলেন। দুর্ভা*গ্যজ*নকভাবে, হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তাঁর মায়ের জীব*নাবসান হয়।
ঘটনাটি ঘটে যখন পশ্চিম ভূজপুরের বাসিন্দা মোহাম্মদ ওবায়দুল্লাহ তাঁর অসুস্থ মাকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেলে নিচ্ছিলেন। একই সময়ে তিনি নিজে বাইকে করে হাসপাতালের দিকে রওনা দেন। ফটিকছড়ি বিবিরহাট ১নং রোডের পাশে রাস্তায় পার্কিং করা একটি ট্রাক কাভারভ্যানের সঙ্গে তাঁর বাইকের ভ*য়াবহ সংঘ*র্ষ হয়।
এই দু*র্ঘ*টনা*র পরই জানা যায়, হাটহাজারী পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরে তাঁর মা ইন্তেকাল করেছেন।
গুরুতর আ*হত মোহাম্মদ ওবায়দুল্লাহকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এটি সত্যিই এক নিদারুণ দুঃখের মুহূর্ত। একদিকে মায়ের মৃ*ত্যু, অন্যদিকে ছেলের জীবন ঝুঁকির মধ্যে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমা মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আহত ছেলেকে দ্রুত আরোগ্য দান করেন। আমিন।

.com #
🥲🥲

ফটিকছড়িতে কাভার্ডভ্যানে ধাক্কা, মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত''''''''"'''''''''''''''''''আনোয়ার হোসেন ফরিদ""""""""'...
18/07/2025

ফটিকছড়িতে কাভার্ডভ্যানে ধাক্কা,
মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত
''''''''"'''''''''''''''''''
আনোয়ার হোসেন ফরিদ
""""""""'''''''''''''''
ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারের দক্ষিণ পাশে আনোয়ার আলী স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে পেছন দিক থেকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ ১৮ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে চট্টমেট্রো (১২-৯৮১২) নম্বরের একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান এবং রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন।

পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাভার্ডভ্যানটি অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে ছিল। দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে পেছন থেকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলটির মালিক বা আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য গাড়ির নম্বর চট্টমেট্রো ১২-৯৮১২ চিনে থাকলে বা আহতদের শনাক্ত করতে কেউ সহায়তা করতে পারলে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

14/07/2025

ওয়াজ করছেন আবুল কালাম বয়ানী হুজুর্

ফটিকছড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪ যুবক==========আনোয়র হোসেন ফরিদ=========চট্ট...
11/07/2025

ফটিকছড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই মোটরসাইকেলের
মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪ যুবক
==========
আনোয়র হোসেন ফরিদ
=========
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের ধাক্কায় চারজনই ছিটকে সড়কে পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন উপজেলার নানুপুর ইউনিয়নের বাসিন্দা মো. মুন্না (২০) ও আব্দুল্লাহ (২০), অপর দুইজন আবু হায়দার রনি (৩৫) এবং শাহ আলম (৪০)। তবে রনি ও শাহ আলমের সঠিক ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, চারজনেরই মাথা, মুখমণ্ডল ও হাত-পায়ে গুরুতর আঘাত রয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর থেকে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। স্থানীয়দের মতে, অসাবধানতা ও অতিরিক্ত গতির কারণে এমন দুর্ঘটনা ঘটছে প্রায়ই।

এসএসসির পরীক্ষার রেজাল্ট জানার জন্য কমেন্ট অপশনেনাম,রোল নাম্বার, রেজিষ্ট্রেশন নাম্বার,কোন বোর্ড হতে দিয়ে রাখুন। অগ্রিম ধ...
10/07/2025

এসএসসির পরীক্ষার রেজাল্ট জানার জন্য কমেন্ট অপশনে
নাম,
রোল নাম্বার,
রেজিষ্ট্রেশন নাম্বার,
কোন বোর্ড হতে দিয়ে রাখুন।

অগ্রিম ধন্যবাদ GPA-5, A+ পাওয়া ভাই বোনদের। ❣️❣️❣️

কর্ণফুলীতে পড়ে আছে এক তরুণের লাশ,চরলক্ষা ৬নং ওয়ার্ড গোয়ালপাড়া। কর্ণফুলী,চট্টগ্রাম।(মৃত ব্যাক্তির কোন সন্ধান পাওয়া যায়নি)...
09/07/2025

কর্ণফুলীতে পড়ে আছে এক তরুণের লাশ,
চরলক্ষা ৬নং ওয়ার্ড গোয়ালপাড়া।
কর্ণফুলী,চট্টগ্রাম।
(মৃত ব্যাক্তির কোন সন্ধান পাওয়া যায়নি)
সন্ধান পেতে সহযোগিতা করুন।📌📌📌

09/07/2025

গাউছুল আজম মাইজভান্ডারী। ❤️🥰🆎

#শান্তির #নীড় 🆎❤️

হাটহাজারী কাচারি রোডের বি.এম. স্টোরের পাশে এক ব্যক্তি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন (প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক...
07/07/2025

হাটহাজারী কাচারি রোডের বি.এম. স্টোরের পাশে এক ব্যক্তি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন (প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক হয়েছে)।

পরিচয় এখনো জানা যায়নি।
চারপাশে উৎসুক মানুষের ভিড়, কিন্তু কেউ জানে না তিনি কে—
হয়তো কারো প্রিয় বাবা, কারো ভাই, কারো একমাত্র উপার্জনক্ষম মানুষ।

যদি আপনি চিনে থাকেন, দয়া করে এগিয়ে আসুন। না চিনে থাকলে একটা শিয়ার করেন,
একটি পরিবারের অজানা কষ্টের খবর হয়তো আপনার মাধ্যমে পৌঁছে যেতে পারে।

সৌদি আরবের মৃত্যু হওয়ায় ছোট ভাই রুবেলের লাশ আনতে গিয়ে বড় ভাই ওসমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছেন। আল্লাহ তাদের পরিবার ক...
05/07/2025

সৌদি আরবের মৃত্যু হওয়ায় ছোট ভাই রুবেলের লাশ আনতে গিয়ে বড় ভাই ওসমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছেন।

আল্লাহ তাদের পরিবার কে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুক।

ফটিকছড়িতে চা শ্রমিক কিশোরীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার""""""''''''''''''আনোয়ার হোসেন ফরিদ"""""""""""...
05/07/2025

ফটিকছড়িতে চা শ্রমিক কিশোরীকে বঁটি দিয়ে
কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার
""""""''''''''''''

আনোয়ার হোসেন ফরিদ
"""""""""""""
চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগানে কাজ করা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের বঁটির কোপে সুপ্তা মাঝি (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে। শনিবার (৫ জুলাই) ভোরে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুপ্তা মাঝি ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। অভিযুক্ত রতন দাশ (৩৭) সম্পর্কে তার চাচাতো ভাই। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে রতন দাশকে গ্রেপ্তার করেছে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, নিহত সুপ্তা ও অভিযুক্ত রতন একই বাড়িতে বসবাস করতেন। রতন চাইতেন, সুপ্তা যেন চা বাগানের কাজ ছেড়ে দিয়ে সেলাইয়ের কাজ শেখে। তবে সুপ্তা এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো।
তিনি আরও জানান, শনিবার গভীর রাতে কথাকাটাকাটির একপর্যায়ে রতন ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Address

Fatikchari
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ফটিকছড়ির আপডেট বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share