Fatikchhari News24

  • Home
  • Fatikchhari News24

Fatikchhari News24 সত্যের সন্ধানে সারাক্ষণ
(2)

রহস্যঘেরা উদ্ধার: নিখোঁজ সামিরা ফিরে এলেও পরিবার নিশ্চুপডেস্ক নিউজ:চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার এলাকা থেকে...
16/07/2025

রহস্যঘেরা উদ্ধার: নিখোঁজ সামিরা ফিরে
এলেও পরিবার নিশ্চুপ
ডেস্ক নিউজ:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার এলাকা থেকে নিখোঁজ হওয়া ১২ বছরের কিশোরী সামিরাকে অবশেষে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬জুলাই) ভোররাত ৩টার দিকে তাকে অজ্ঞাত স্থান থেকে উদ্ধার করা হলেও উদ্ধার প্রক্রিয়া ও অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানায়নি তার পরিবার।

গত ১৪ জুলাই সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল সামিরা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার দিশেহারা হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়।

তবে কিশোরীকে কোথা থেকে ও কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি। স্থানীয়দের মতে, উদ্ধার ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবরণ।

বিষয়টি নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, ঘটনাটি সাধারণ নিখোঁজ নয় পেছনে থাকতে পারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা গোপন রাখতে চাইছে পরিবার।

উল্লেখ্য, সামিরা নিখোঁজ হওয়ার সময় নিয়ে গতকাল স্থানীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়।
উদ্ধার হলেও রহস্য রয়ে গেছে সেই অন্তর্ধান এবং ‘নীরব প্রত্যাবর্তনের’ নেপথ্যে আসলে কী ঘটেছিল?

এলাকাবাসী পুলিশসহ সবার সহযোগিতায় মেয়েটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

16/07/2025

কেরানিগঞ্জে অসহায় মানুষেদের কাছ থেকে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজদের ধরে খাম্বার সঙ্গে বেঁধে রাখলো শিক্ষার্থীরা।

16/07/2025
ফটিকছড়ির বিবিরহাট থেকে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির ছাত্রী সামিরা (১২)-এর সন্ধানে পুলিশ গত রাত থেকে জোর তৎপরতা চালাচ্ছে। সি...
15/07/2025

ফটিকছড়ির বিবিরহাট থেকে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির ছাত্রী সামিরা (১২)-এর সন্ধানে পুলিশ গত রাত থেকে জোর তৎপরতা চালাচ্ছে। সিসিটিভি ফুটেজে সামিরার গতিবিধি পর্যালোচনা করে করিম নামের এক ব্যক্তির যোগসাজশের বিষয়টি সামনে এসেছে। পরিবারের অভিযোগ, তিন সন্তানের জনক করিম ফুসলিয়ে সামিরাকে নিয়ে গেছে।

নিখোঁজ সামিরার বয়স ১২ বছর। তার বাবার নাম আবছার, যিনি বিবিরহাট বাজারের একজন ব্যবসায়ী। গতকাল ১৪ই জুলাই সন্ধ্যায় বিবিরহাট বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান (বাস স্টেশন) থেকে একটি কাজে বাজারের ভেতরে পাঠানো হলে সেখান থেকেই সে নিখোঁজ হয়।

সামিরার এক আত্মীয় জানান, পেশায় সবজি বিক্রেতা করিম নিয়মিত সামিরার বাবার দোকানে আসা-যাওয়া করত এবং সেখান থেকেই তাদের পরিচয় হয়। সিসিটিভি ফুটেজে করিমের সঙ্গে সামিরার গতিবিধি ধরা পড়ার পর পুলিশ তাকে সন্দেহের তালিকায় রেখেছে এবং নিবিড়ভাবে নজরদারি করছে। পুলিশ গতকাল রাত থেকেই নিখোঁজ সামিরাকে উদ্ধারের জন্য এবং করিমকে আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

যদি কেউ সামিরার খোঁজ পেয়ে থাকেন, অনুগ্রহ করে ০১৮১৫৬৩৪৩২৮ নম্বরে (মেয়ের মামা) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মেয়েটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

ফটিকছড়ি উপজেলায় বিদ্যুৎ লাইনে বড় ত্রুটি:সম্মানিত বিদ্যুৎ গ্রাহকবৃন্দ,আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফটিকছড়ি ...
15/07/2025

ফটিকছড়ি উপজেলায় বিদ্যুৎ লাইনে বড় ত্রুটি:

সম্মানিত বিদ্যুৎ গ্রাহকবৃন্দ,
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফটিকছড়ি উপজেলায় বিদ্যুতের প্রধান লাইনে বড় ধরনের ত্রুটির (ফল্ট) কারণে বিদ্যুৎ সরবরাহ বর্তমানে বন্ধ রয়েছে।

ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর ফটিকছড়ি জোনাল অফিস থেকে জানানো হয়েছে যে, ত্রুটি মেরামতে কিছুটা সময় লাগতে পারে।

ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতি-০২
ফটিকছড়ি জোনাল অফিস।

15/07/2025

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দেখা মিলে ফটিকছড়ির ১৮টি চা বাগানে।

বিস্তারিত তুলে ধরছেন: Mohammad Yeasin

ফটিকছড়িতে কিশোরী নি/খোঁ/জ! সামিরা (১২) নামের একটি মেয়ে নি/খোঁ/জ হয়েছে।পরিচয়:নাম: সামিরাবয়স: ১২ বছরপিতা: আবছার (বিবিরহাট ...
14/07/2025

ফটিকছড়িতে কিশোরী নি/খোঁ/জ!

সামিরা (১২) নামের একটি মেয়ে নি/খোঁ/জ হয়েছে।

পরিচয়:
নাম: সামিরা
বয়স: ১২ বছর
পিতা: আবছার (বিবিরহাট বাজারের ব্যবসায়ী)
ঠিকানা: বিবিরহাট

আজ সন্ধ্যায় বিবিরহাট বাজারে মেয়েটির বাবার ব্যবসা প্রতিষ্ঠান (বাস স্টেশন) থেকে একটি কাজে বাজারের ভেতরে পাঠানো হলে সেখান থেকেই সে নি/খোঁজ হয়।

যোগাযোগ:যদি কেউ সামিরার খোঁজ পেয়ে থাকেন অনুগ্রহ করে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন:
01815634228 (মেয়ের মামা)

মেয়েটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন। পোস্টটি শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন।

গণ-অভ্যুত্থান সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রয়াস, একক কৃতিত্বের দাবি অযৌক্তিক: উমামা ফাতেমাগত বছর জুলাই মাসে শুরু হওয়া গ...
13/07/2025

গণ-অভ্যুত্থান সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রয়াস, একক কৃতিত্বের দাবি অযৌক্তিক: উমামা ফাতেমা

গত বছর জুলাই মাসে শুরু হওয়া গণ-অভ্যুত্থানকে সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফসল আখ্যায়িত করে এর অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা বলেছেন যে, এই আন্দোলনে কোনো একক ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের একক কৃতিত্বের দাবি তোলা সম্পূর্ণ অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন যে, গণ-অভ্যুত্থান কোনো একক নেতার নির্দেশনায় পরিচালিত হয়নি।
'প্রথম আলো'কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে উমামা ফাতেমা, যিনি শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, গণ-অভ্যুত্থানের বিভিন্ন দিক এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন। বর্তমানে তিনি নিজেকে এই আন্দোলন থেকে সরিয়ে নিয়েছেন।
গণ-অভ্যুত্থানে একক কৃতিত্বের দাবিকে অযৌক্তিক আখ্যায়িত করে উমামা ফাতেমা বলেন, "যেহেতু আমরা কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানার ব্যবহার করিনি, সেহেতু গণ-অভ্যুত্থানে একক কৃতিত্বের দাবি তোলা একেবারেই ভুল।" তিনি স্পষ্ট করেন যে, "আমি মনে করি, এনসিপি বা কোনো একটি রাজনৈতিক দলের এককভাবে 'জুলাই গণঅভ্যুত্থান' দেওয়ার অধিকার নেই।" তার মতে, যদি এমন দাবি করা হয়, তাহলে তা অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে।
আন্দোলনের প্রকৃতি তুলে ধরে তিনি বলেন, "গণ-অভ্যুত্থানে শুধু শিক্ষার্থীদের একটি অংশ জড়িত ছিল, এমনটা বলা অন্যায়। কারণ এটি ছাত্র, যুবক, তরুণ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কৃষক, শ্রমিক-সব শ্রেণির মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছিল।" তিনি আরও উল্লেখ করেন যে, এই আন্দোলনে কোনো একক সংগঠন বা নেতা ছিল না, এমনকি কোনো একক স্লোগানও ছিল না, যা এর স্বতঃস্ফূর্ত ও গণমুখী চরিত্রকে নির্দেশ করে।
বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে উমামা ফাতেমা সমালোচনামুখর হয়ে বলেন, "বিভিন্ন রাজনৈতিক দল, তারা মূলত সুবিধা নিতে চাচ্ছে। তারা তাদের আদর্শগত অবস্থানেও থাকে না। তার মতে, এই দলগুলো গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে।
ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উমামা ফাতেমা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, "নির্বাচন সামনে চলে আসলে, তখন সরকারের সম্মতি পেছনে পড়ে যায়। এ কারণে অগ্রবর্তী সরকারের আমলেই কিভাবে ক্ষমতা হস্তান্তরিত হওয়া উচিত বলে আমি মনে করি।"
গণ-অভ্যুত্থানের অল্প কিছুদিন পরই তিনি ছাত্র ফেডারেশন ছেড়েছিলেন বলে জানান। তার উপলব্ধি হয়েছিল যে, "দেশকে নতুন বছর নিয়ে তোলার সময় এসেছে। তখন নির্দিষ্ট কোনো সংগঠন নয়, আমি দেশের জন্য কাজ করতে চেয়েছিলাম।" তিনি আরও বলেন, "প্রত্যেক ব্যক্তি তাদের নিজেদের অবস্থান থেকে যতটুকু ভূমিকা রেখেছে, সেই পরিমাণই কৃতিত্ব দাবি করতে পারে।"
গণ-অভ্যুত্থানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে উমামা ফাতেমা বলেন, "আন্দোলনকারী জনগণ থেকে আমি আশাবাদী। এই জনগণই ভবিষ্যতে দেশের ইতিহাস পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।"

জাফতনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক রায়হান ও পৌরসভা যুবলীগ নেতা টিটু গ্রে/ফ/তা/র
13/07/2025

জাফতনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক রায়হান ও পৌরসভা যুবলীগ নেতা টিটু গ্রে/ফ/তা/র

ফটিকছড়িতে রাস্তাঘাট দখল করে ব্যবসা ও যত্রতত্র পার্কিংএর দায়ে ৮জনকে অর্থদন্ডমোহাম্মদ জিপন উদ্দিন:ফটিকছড়ি সদর বিবিরহাট বাজ...
13/07/2025

ফটিকছড়িতে রাস্তাঘাট দখল করে ব্যবসা ও যত্রতত্র
পার্কিংএর দায়ে ৮জনকে অর্থদন্ড
মোহাম্মদ জিপন উদ্দিন:

ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারে রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা ও যত্রতত্র পার্কিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৩ জুলাই (রবিবার) বিবিরহাট বাজার ও তৎসংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: নজরুল ইসলাম।

অভিযানে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ০৮ জন ব্যক্তিকে মোট ১১৫০০/ (এগারো হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড মো: নজরুল ইসলাম।

13/07/2025

অভাব-অনটনের মধ্যে জমিদারের নাতনি, জৌলুস হারিয়েছে জমিদার ঐতিহ্যের স্থাপত্য||

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মানবিকে ৩য় ফটিকছড়ির বুশরাডেস্ক নিউজ:ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ...
11/07/2025

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মানবিকে ৩য় ফটিকছড়ির বুশরা
ডেস্ক নিউজ:

ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মানবিক বিভাগে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে।

তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। Fatikchhari News24 পরিবারের পক্ষ থেকে তার জন্য শুভ কামনা রইল।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Fatikchhari News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share