
16/07/2025
রহস্যঘেরা উদ্ধার: নিখোঁজ সামিরা ফিরে
এলেও পরিবার নিশ্চুপ
ডেস্ক নিউজ:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার এলাকা থেকে নিখোঁজ হওয়া ১২ বছরের কিশোরী সামিরাকে অবশেষে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬জুলাই) ভোররাত ৩টার দিকে তাকে অজ্ঞাত স্থান থেকে উদ্ধার করা হলেও উদ্ধার প্রক্রিয়া ও অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানায়নি তার পরিবার।
গত ১৪ জুলাই সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল সামিরা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার দিশেহারা হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়।
তবে কিশোরীকে কোথা থেকে ও কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি। স্থানীয়দের মতে, উদ্ধার ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবরণ।
বিষয়টি নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, ঘটনাটি সাধারণ নিখোঁজ নয় পেছনে থাকতে পারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা গোপন রাখতে চাইছে পরিবার।
উল্লেখ্য, সামিরা নিখোঁজ হওয়ার সময় নিয়ে গতকাল স্থানীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়।
উদ্ধার হলেও রহস্য রয়ে গেছে সেই অন্তর্ধান এবং ‘নীরব প্রত্যাবর্তনের’ নেপথ্যে আসলে কী ঘটেছিল?
এলাকাবাসী পুলিশসহ সবার সহযোগিতায় মেয়েটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।