Fatikchhari News24

Fatikchhari News24 সত্যের সন্ধানে সারাক্ষণ
(1)

ফটিকছড়িতে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ সেনাবাহিনীর হাতে আটক-১ডেস্ক নিউজ:চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেন...
07/09/2025

ফটিকছড়িতে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ সেনাবাহিনীর হাতে আটক-১
ডেস্ক নিউজ:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ বখতিয়ার উদ্দিন মন্জু (৩৮)। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ১৯৯ রাউন্ড গুলি এবং ১৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে একটি দল লেলাং ইউনিয়নের গোপালঘাটা ও নোয়া হাট এলাকায় অভিযান পরিচালনা করে। দলটি প্রথমে নোয়া হাট এলাকার বাসিন্দা মোঃ সেলিমের বাড়িতে তল্লাশি চালায়, তবে সেখানে কিছু পাওয়া যায়নি। এরপর দলটি গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির বাসিন্দা বখতিয়ার উদ্দিন মন্জুর বাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশি অভিযানে বখতিয়ারের ঘর থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়।

ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সকল লাইনম্যান ও কারিগরি কর্মকর্তারা তাদের কাজের সরঞ্জাম জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করে...
07/09/2025

ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সকল লাইনম্যান ও কারিগরি কর্মকর্তারা তাদের কাজের সরঞ্জাম জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

এর মানে হলো, এখন কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তা মেরামত করে পুনরায় চালু করার মতো লোকবল অফিসে নেই। এতে পুরো ফটিকছড়িতে বিদ্যুৎ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

06/09/2025

হাটহাজারিতে ১৪৪ ধারা জারি

06/09/2025

পৌরসদরে হারুন সওদাগরের দালান থেকে ২ভাড়াটির মোটরসাইকেল চু/রি!
ডেস্ক নিউজ:

ফটিকছড়ি উপজেলার পিছনে পৌর সদর ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনে হারুন সওদাগর এবং হারুন সওদাগরের ভাইয়ের ২টি বহুতল ভবনের ২ ভাড়াটিয়ার মোটরসাইকেল চু/রির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভবনের পার্কিং থেকে ওয়াহেদ চৌধুরীর পালসার এন১৬০ এবং ফুলকলির মো: আশরাফের ইয়ামাহা ফাইজার এ দুজনের ২টি মোটরসাইকেল চু/রি হয়।

ভুক্তভোগী ওয়াহেদ বলেন- সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে ৩ জন যুবক দেয়াল টপকিয়ে ভেতরে ঢুকে। পরে গাড়ির তালা কেটে গাড়ি ২টি নিয়ে যায়। দালানে দারোয়ান ছিল উনি ঘুমের ঘুরে ছিলো। পৌরসদরের এমন গুরুত্বপূর্ণ জায়গায় এমন ঘটনায় আমরা শঙ্কিত।

এ ব্যাপারে ফটিকছড়ি থানায় অভিযোগ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চু/র এবং গাড়ি গুলো উদ্ধারের অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

সেই ইব্রাহিম ফটিকছড়ি থানা পুলিশের হাতে আটক!
06/09/2025

সেই ইব্রাহিম ফটিকছড়ি থানা পুলিশের হাতে আটক!

06/09/2025

খাগড়াছড়ি থেকে সরাসরি...

06/09/2025

বিশ্বের বৃহত্তম জশনে জুলুস অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে..

06/09/2025

বিবিরহাটে মহিলাদের হোমিওপ্যাথি চিকিৎসা দিতে মহিলা চিকিৎসকের যাত্রা শুরু..

#বিজ্ঞাপন #বিবিরহাট

05/09/2025

ভূজপুরে ‘কামাল ভাইকিংস স্পোর্টস গ্যালারী এন্ড ষ্টেশনারী’র শুভ উদ্বোধন

#ফটিকছড়ি #বাংলাদেশ #আন্তর্জাতিক #চট্টগ্রাম #ফটিকছড়ি #ভূজপুর #কাজিরহাট #ফটিকছড়িনিউজ২৪

05/09/2025

Address

Fatikchari

Alerts

Be the first to know and let us send you an email when Fatikchhari News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share