My life story

My life story �Alhamdulillah is everything �
(2)

লিফট নষ্ট হয়ে আছে এক সপ্তাহ।স্টুডেন্টেরা থাকে ছয়তলায়। আজকে পড়ানোর পর স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে, " মিস আপনার কি ছয় তলায় উঠ...
24/05/2025

লিফট নষ্ট হয়ে আছে এক সপ্তাহ।
স্টুডেন্টেরা থাকে ছয়তলায়। আজকে পড়ানোর পর স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে, " মিস আপনার কি ছয় তলায় উঠতে নামতে কষ্ট হয়? " আমি বললাম কষ্ট তো একটু হয়ই!
স্টুডেন্ট বললো মিস আসেন আপনাকে একটা জিনিস শিখায়া দেই, তাহলে আর বেশি কষ্ট হবেনা।" স্টুডেন্ট আমার সাথে সাথেই আসলো।

চারতলায় আসার পর একটা ফ্লাটের কলিং বেল টিপেই স্টুডেন্ট দৌড় দিল নিচের দিকে!
আমিও কোনো উপায়ন্তর না দেখে স্টুডেন্টের সাথে দৌড়তে বাধ্য হলাম!

নামার পর স্টুডেন্ট বলে, মিস দেখছেন, এখন একটু কষ্ট হইলেও মজা পাইছেন না? এখন থেকে নামার সময় চারতলায় আর উঠার সময় দু-তলায় কলিংবেল টিপে দৌড় দিবেন, তাহলে মজাও পাইবেন আর সময়ও কম লাগবে! আর মজা পাইলে আসলে কষ্টকে কষ্ট মনে হয় না।!!!

আমি পুরাই হতভম্ব!🙂
©

ঠিক এই কারণেই_বাড়ির বউরা কখনো প্রেমিকা হতে পারে না।🖤প্রেমিকা যখন প্রেমিকের জন্য রূপচর্চা করতে ব্যস্ত,তখন বাড়ির বৌ তার স্...
22/05/2025

ঠিক এই কারণেই_
বাড়ির বউরা কখনো প্রেমিকা হতে পারে না।🖤
প্রেমিকা যখন প্রেমিকের জন্য রূপচর্চা করতে ব্যস্ত,তখন বাড়ির বৌ তার স্বামীর যত্ন নিতে বা খাবার বানাতে ব্যস্ত!
পরিবারের সবার কেয়ার করতে করতে,কখন যে নিজের কথা ভুলে যায়,সে নিজেও জানেনা।💙
সেই কবে চুল আঁচড়িয়েছে সেটাও হয়তো মনে নেই!
দিনশেষে গন্ধযুক্ত পোশাক পরিধানে তার দিন কাটে!পারফিউম কি জিনিস,সেটা বোঝার মতো সময় সুযোগ তার কোনোটাই হয়না!
অথচ_
একটাই আফসোস কি জানেন?
যার জন্য তার এতো আয়োজন,সেই দিনশেষে তার গন্ধযুক্ত চেহারা দেখে ভ্রু কুচকায়!কাটা-পোড়া শরীরে সে কোমলতা,খুঁজে পায়না!

কি অদ্ভুত না এদের গল্পটা!
হ্যা কিন্তু এটাই বাস্তব!
আমরা স্ত্রী নামক সে নারীর কষ্টটা কখনোই বুঝি না!💔

#বৃষ্টিবারি🌸
#ফেসবুক #জীবন #আসুনমায়াছড়াই

21/05/2025

জবান আর নীতি ঠিক রাখিস
এডির বহুত দাম,,,,,!

তুমি যে সবই বুঝো ওইটা আমি জানি।but তুমি যেটা বুঝো না সেইটাই হলাম আমি!!! Mls osha
20/05/2025

তুমি যে সবই বুঝো ওইটা আমি জানি।
but তুমি যেটা বুঝো না সেইটাই হলাম আমি!!!

Mls osha

20/05/2025
তাঁর সন্তান মানুষ করার সিক্রেট।অনেকদিন পর ভদ্রলোকের সাথে দেখা। তাঁকে আমি খুব পছন্দ করতাম। কারণ এত স্বজ্জন লোক খুব কম হয়।...
17/05/2025

তাঁর সন্তান মানুষ করার সিক্রেট।

অনেকদিন পর ভদ্রলোকের সাথে দেখা। তাঁকে আমি খুব পছন্দ করতাম। কারণ এত স্বজ্জন লোক খুব কম হয়। আরেকটি কারণ হলো, তাঁর দুছেলেই ছিল সেরা ছাত্র। আমি খুব আগ্রহ নিয়ে তাঁর বাচ্চাদের কথা শুনতাম।
সময় পেরিয়ে গেছে প্রায় এক যুগ। তিনি অনেক আগেই সত্তর পেরিয়েছেন। কিন্তু শরীরের টানটান ভাব অটুট, বরং চেহারায় এক ধরনের নতুন আভা দেখা যাচ্ছে, যা আগে দেখিনি। এটাসেটা আলাপ করার পর জিজ্ঞেস করলাম, আচ্ছা,আপনার ছেলেরা কী করছে?
তিনি বললেন, 'উপরওয়ালার কৃপায় বড়োটি বুয়েট থেকে বের হয়ে এমআইটি থেকে পিএইচডি করেছে। ছোটোটিও বছর খানেক আগে বুয়েট থেকে রেকর্ড মার্ক নিয়ে ফার্স্ট হয়ে সেখানেই জয়েন করেছে। তবে এখন শিকাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। পড়া শেষে ফিরে আসবে।'
শুনে আমার খুব ভালো লাগল। জিজ্ঞেস করলাম, 'আপনি কেমন আছেন?'
'খুব ভালো, বছরের একটি সময় ওদের সাথে কাটাই, বাকি সময় দেশে আগের কোম্পানিতেই চাকুরি করি। মালিক আমাকে ছাড়েননি।'
কিছুটা লজ্জা ভেঙে বললাম,আচ্ছা, 'এই যে আপনার বাচ্চারা এত ভালো করছে এর সিক্রেট কী?'
তিনি বললেন, 'কোনো সিক্রেট নেই তবে কিছু উপদেশ আছে। আগ্রহী হলে বলতে পারি।'
'অবশ্যই বলুন।'
আচ্ছা, শুনুন তাহলে....,
১. খান বা না খান বাচ্চাদের সেরা শিক্ষকের কাছে পড়াবেন। মনে রাখবেন, টাকা দিয়ে সেরা শিক্ষক পাওয়া যায় না, সেরা শিক্ষক জ্ঞান ও মন যার ভালো তিনি।

২. তাদের শরীর ঠিক রাখার সব ব্যবস্থা নেবেন। সামান্য অসুস্থ হলেও ভালো ডাক্তারের কাছে নেবেন।

৩. সব সময় উপরওয়ালার কাছে সন্তানের শান্তির জন্য প্রার্থনা করবেন। আসলে শান্তির চেয়ে বড় সাফল্য আর নেই।

৪। বাচ্চাদের সামনে ঝগড়া করবেন না। বাবা-মার ঝগড়া হচ্ছে টর্নেডো। তা বাচ্চার ভবিষ্যত উড়িয়ে নিয়ে যায়।

৫। প্রয়োজনে কঠোর হবেন। বাবা-মা দরকারে শক্ত না হলে সন্তানের ভবিষ্যত 'নরম' হয়ে যায়।

৬। তাদের গতিবিধি খেয়াল রাখবেন। আমার ছেলেরা টেম্পু চরে স্কুল/ কলেজে যাওয়ার সময় তারা জানতো না যে, পেছনের টেম্পুতে আমি তাদের ফলো করছি। সব কাজ ফেলে আমি এটা করতাম, কারণ, একটা বয়স পর্যন্ত এভাবে নজর রাখার দরকার আছে।

৬। বাচ্চাদের জন্য একটি উপদেশই যথেষ্ট, তাহলো, 'তুমি মানুষ, পশু নও, তাই তোমাকে মানুষের আচরণ করতে হবে, পশুর নয়।'

৭। স্ত্রীকে ধন্যবাদ দেবেন। কারণ আসলে বাচ্চারা মানুষ হয় মায়ের হাতে, বাবারা তেমন সময় দিতে পারেন না।

একটানা কথা বলে তিনি দম নিলেন। তারপর বললেন, 'বাচ্চা মানুষ করার জন্য এগুলোই যথেষ্ট,আর কিছু লাগবে না।'
ভদ্রলোক হাসছেন, তাতে এক ধরনের আলো, আমি সে আলোয় ডুবে যাচ্ছি।

(আমি সবসময় সফল বাবা-মাদের কাছে তাঁদের সিক্রেট কী তা জিজ্ঞেস করি। লেখাটি শেয়ার করা যাবে)

#আসুনমায়াছড়াই

   #জীবন
17/05/2025


#জীবন

 #জীবন  #ফেসবুক
16/05/2025

#জীবন
#ফেসবুক

Address

Fatikchari
4350

Website

Alerts

Be the first to know and let us send you an email when My life story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share