Jamia Islamia Obaidia Nanupur-জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর

  • Home
  • Bangladesh
  • Fatikchari
  • Jamia Islamia Obaidia Nanupur-জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর

Jamia Islamia Obaidia Nanupur-জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর Jamia Islamia Obaidia Nanupur

আগামী ০৩ই অক্টোবর ২০২৫ খ্রি., রোজ জুমাবার, বীর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা নিকেতন আল জামিয়াতুল ইসলামিয়া আজাদী বাজ...
25/09/2025

আগামী ০৩ই অক্টোবর ২০২৫ খ্রি., রোজ জুমাবার, বীর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা নিকেতন আল জামিয়াতুল ইসলামিয়া আজাদী বাজার (মাদ্রাসার) বার্ষিক ইসলামী মহাসম্মেলন।
এতে দেশবরেণ্য উলামা-মাশায়েখ তাশরিফ আনিবেন। সকলের প্রতি দ্বীনী দাওয়াত রইলো।

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।😢গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, জ্ঞানের এক উজ্জ্বল প্রদীপ, আজাদী বাজার ...
23/09/2025

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।😢

গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, জ্ঞানের এক উজ্জ্বল প্রদীপ, আজাদী বাজার মাদ্রাসার প্রবীণ শায়খুল হাদীস ও নানুপুরের স্বনামধন্য উস্তায আল্লামা এমদাদুল্লাহ (রায়পুরী) দা.বা. হুজুরের শ্রদ্ধেয় শ্বশুর, আল্লামা সাখাওয়াত হোসাইন সাহেব (রহ.) আজ আমাদের ছেড়ে চলে গেছেন।

আজ সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মহান রবের সান্নিধ্যে ফিরে গেছেন। তাঁর জীবন ছিল ইলমে দ্বীনের খেদমতে নিবেদিত, আর তাঁর স্মৃতি থাকবে অসংখ্য ছাত্রের হৃদয়ে।

আমরা সবাই তাঁর জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানের দোয়া করছি। আল্লাহ তায়ালা শোকাহত পরিবারকে সবর করার তৌফিক দিন। আমীন।

ফটিকছড়ি দাওয়াহ সার্কেল-এর উদ্যোগে আয়োজিত"সিরাত কনফারেন্স ২০২৫"এউপস্থিত থাকবেন বিশিষ্ট শায়খুল হাদিস আল্লামামুফতি কুতুব উ...
20/09/2025

ফটিকছড়ি দাওয়াহ সার্কেল-এর উদ্যোগে আয়োজিত
"সিরাত কনফারেন্স ২০২৫"এ
উপস্থিত থাকবেন বিশিষ্ট শায়খুল হাদিস আল্লামা
মুফতি কুতুব উদ্দিন নানুপুরী (বারাকাল্লাহু ফি হায়াতিহি)

তারিখ: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং (শনিবার)
স্থান: বিবিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ, ফটিকছড়ি, চট্টগ্রাম।

ভাষা ও সাহিত্যের সন্ধ্যা — আরবি প্রেমিকদের জন্য এক ব্যতিক্রম আয়োজন!জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের আরবি ভাষা ও সাহি...
16/09/2025

ভাষা ও সাহিত্যের সন্ধ্যা — আরবি প্রেমিকদের জন্য এক ব্যতিক্রম আয়োজন!
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে
আগামীকাল বুধবার | সন্ধ্যা
আসুন, ভাষার সৌন্দর্যে ডুব দেই এক ব্যতিক্রমী সন্ধ্যায়। আপনি আমন্ত্রিত!

কাতারে ইসরাইলি বর্বরোচিত হামলার ঘটনায় পীর সাহেব নানুপুরীর নিন্দা...............................কাতারের রাজধানী দোহায় স...
11/09/2025

কাতারে ইসরাইলি বর্বরোচিত হামলার ঘটনায় পীর সাহেব নানুপুরীর নিন্দা...............................
কাতারের রাজধানী দোহায় স্বৈরাচারী ইসরাইলের বর্বরোচিত বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরের স্বনামধন্য মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, পীরে কামেল আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী দা.বা.।

তিনি আজ ১০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশে অবস্থানরত কাতারের রাষ্ট্রদূতের বরাবর প্রেরিত এক বার্তায় বলেন—
“আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে, গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার জালেম ইসরাইল কাতারের রাজধানী দোহায় অন্যায়ভাবে এক বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে। আমাদের জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরের ছাত্র-শিক্ষকদের পক্ষ থেকে জামিয়া কর্তৃপক্ষ এ জঘন্য ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে কাতার সরকার, সর্বস্তরের জনগণ, বিশেষত আক্রান্ত ও নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।”

পীর সাহেব নানুপুরী আরও বলেন—
“কাতারে ইসরাইলের এই হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তিচুক্তি ও শিষ্টাচারের নীতিমালা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এটি কাতারের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও স্থিতিশীলতার প্রতি সরাসরি হুমকি।”

তিনি আরও বলেন—
“আমাদের জামিয়া কর্তৃপক্ষ কাতার সরকারের প্রতি দাবি জানাচ্ছে, তারা যেন আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে বিশ্বব্যাপী মানবতার বিরুদ্ধে পরিচালিত ইসরাইলি সীমালঙ্ঘনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।”

04/09/2025

চলছে জামিয়ায় সিরাতুন্নবী সা. মাহফিল
এমন দরদী কন্ঠ কার হতে পারে?

Address

Fatikchari

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Islamia Obaidia Nanupur-জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category