11/09/2025
কাতারে ইসরাইলি বর্বরোচিত হামলার ঘটনায় পীর সাহেব নানুপুরীর নিন্দা...............................
কাতারের রাজধানী দোহায় স্বৈরাচারী ইসরাইলের বর্বরোচিত বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরের স্বনামধন্য মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, পীরে কামেল আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী দা.বা.।
তিনি আজ ১০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশে অবস্থানরত কাতারের রাষ্ট্রদূতের বরাবর প্রেরিত এক বার্তায় বলেন—
“আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে, গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার জালেম ইসরাইল কাতারের রাজধানী দোহায় অন্যায়ভাবে এক বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে। আমাদের জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরের ছাত্র-শিক্ষকদের পক্ষ থেকে জামিয়া কর্তৃপক্ষ এ জঘন্য ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে কাতার সরকার, সর্বস্তরের জনগণ, বিশেষত আক্রান্ত ও নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।”
পীর সাহেব নানুপুরী আরও বলেন—
“কাতারে ইসরাইলের এই হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তিচুক্তি ও শিষ্টাচারের নীতিমালা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এটি কাতারের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও স্থিতিশীলতার প্রতি সরাসরি হুমকি।”
তিনি আরও বলেন—
“আমাদের জামিয়া কর্তৃপক্ষ কাতার সরকারের প্রতি দাবি জানাচ্ছে, তারা যেন আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে বিশ্বব্যাপী মানবতার বিরুদ্ধে পরিচালিত ইসরাইলি সীমালঙ্ঘনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।”