ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota বৃহত্তর ফটিকছড়ির সকল খবরাখবর জানতে পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।

29/08/2025

ফটিকছড়ি উপজেলার ১৪নং নানুপুর ইউনিয়নের রহমত বাড়িতে মানুষের উপচে পড়া ভিড়। অবশেষে ধরা পড়েছে মেছো বাঘ। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

24/08/2025

কথা হচ্ছে নিহত মাহিন যদি চুরি করেও থাকে তবে সেটার জন্য আইন-আদালত আছে। এমনকি ইসলামী দণ্ডবিধিতে পর্যন্ত চুরের হাত কাটার কথা আছে। সেখানে এভাবে মারতে মারতে মেরে ফেলা জগণ্য অপরাধ। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

22/08/2025

কাঞ্চননগরে গভীর রাতে চোর সন্দেহে ৩ কিশোরকে গণপিটুনির ভিডিও। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

খাগড়াছড়ি শাপলা চত্বর ব্রিজ সংলগ্ন স্থানীয় দোকানের পেছনে বাক্সবন্দী নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।সকালে পথচারীদের ন...
19/08/2025

খাগড়াছড়ি শাপলা চত্বর ব্রিজ সংলগ্ন স্থানীয় দোকানের পেছনে বাক্সবন্দী নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সকালে পথচারীদের নজরে আসলে প্রসাশনকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

ফটিকছড়িতে প্রবীণ আলেমের উপর সন্ত্রাসী হামলা : বিভিন্ন সংগঠন এবং সচেতন মহলের নিন্দা শুক্রবার (১৫ই আগস্ট) ফটিকছড়ি বখতপুর র...
16/08/2025

ফটিকছড়িতে প্রবীণ আলেমের উপর সন্ত্রাসী হামলা : বিভিন্ন সংগঠন এবং সচেতন মহলের নিন্দা

শুক্রবার (১৫ই আগস্ট) ফটিকছড়ি বখতপুর রাইদারবাড়ি নিবাসী, প্রবীণ আলেমেদ্বীন, মাওলানা ক্বারী আব্দুস সালাম-এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে জানা গেছে।

মূলত জায়গা-জমির বিরোধের জের ধরে এ ঘটনা হয়েছে বলেও জানা যায়।
শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতকারী-সন্ত্রাসী মারাত্মকভাবে হামলা চালায় তার উপর।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী, সামাজিক ও ধর্মীয় সংগঠন সহ বিভিন্নস্থরের সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছেন। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

সাবেক সচিব মাহফুজুল হকের ইন্তেকাল : তৃতীয় জানাজা শেষে শুক্রবার ফটিকছড়িতে দাফন ফটিকছড়ির কৃতি সন্তান,বাংলাদেশ সরকারের  অ...
13/08/2025

সাবেক সচিব মাহফুজুল হকের ইন্তেকাল : তৃতীয় জানাজা শেষে শুক্রবার ফটিকছড়িতে দাফন

ফটিকছড়ির কৃতি সন্তান,বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব, মোহাম্মদ মাহফুজুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৩ই আগস্ট) রাতে রাজধানীর একটি জিম সেন্টারে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানাযার নামাজের সূচী :

প্রথম জানাজা (ঢাকা)
• তারিখ : বৃহস্পতিবার, (১৪ই আগস্ট)
• সময় : রাত ৯টা (বাদ এশা)
• স্থান : সার্কিট হাউস জামে মসজিদ প্রাঙ্গণ, কাকরাইল (প্রধান বিচারপতির বাসভবনের সংলগ্ন)

দ্বিতীয় জানাজা (চট্টগ্রাম)
• তারিখ : শুক্রবার, (১৫ই আগস্ট)
• সময় : দুপুর ২টা (বাদ জুমা)
• স্থান : নতুন পাড়া, পিএইচপি কটন মিলের পিছনে, পারিবারিকভাবে প্রতিষ্ঠিত জামে মসজিদ

তৃতীয় জানাজা ও দাফন (ফটিকছড়ি গ্রামের বাড়ি)
• তারিখ : শুক্রবার, (১৫ই আগস্ট)
• সময় : বিকেল ৫টা ৩০ মিনিট (বাদ আসর)
• স্থান : বাবুনগর, আজম ক্লাব, ফটিকছড়ি, চট্টগ্রাম।

তৃতীয় জানাজা শেষে তাকে দাফনস্থ করার কথা রয়েছে। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

13/08/2025

ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার কাঁচাবাজারে নতুন ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে।

পক্ষে বিপক্ষে মতামতের ছড়াছড়ি। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

ভূজপুরে চালকের ঘুমে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে : আহত ৩ জনভূজপুর মির্জারহাট বাজারের দক্ষিণ পাশে মাছ ভর্তি ফিশারির গাড়...
10/08/2025

ভূজপুরে চালকের ঘুমে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে : আহত ৩ জন

ভূজপুর মির্জারহাট বাজারের দক্ষিণ পাশে মাছ ভর্তি ফিশারির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ৩ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
আহতদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চালকের ঘুমের কারণে এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

দেশের হতদরিদ্র, এতিম সুবিধাবঞ্চিত ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেলো আল মানাহিল ফাউন্ডেশনের ৩ কোটি ৭০ লাখ ২৪ হাজ...
09/08/2025

দেশের হতদরিদ্র, এতিম সুবিধাবঞ্চিত ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেলো আল মানাহিল ফাউন্ডেশনের ৩ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকার অনুদান : চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা

দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত প্রায় ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের হতদরিদ্র, এতিম শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বহুমুখী সেবামূলক সংগঠন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

ফাউন্ডেশনের ঢাকাস্থ অফিসে আনুষ্ঠানিকভাবে এসব চেক শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীলদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বর্তমান সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা, ড. আ ফ ম খালিদ হোসাইন সাহেব।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প -১) আনোয়ার হোসেন, বেফাক-এর মহাসচিব আল্লামা মাহফুজুল হক, ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন সহ আরো অনেকে। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

08/08/2025

রাউজান উত্তরসর্ত্তায় অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামী সন্ত্রাসী নুর উদ্দিন গ্রেফতার। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

চট্টগ্রাম শহরগামী যাত্রিরা বিকল্প পথ ব্যবহার করুন অতিবৃষ্টির কারনে চট্টগ্রাম শহরের ব্যস্ততম সড়ক ২নং গেইট থেকে অক্সিজেন ...
07/08/2025

চট্টগ্রাম শহরগামী যাত্রিরা বিকল্প পথ ব্যবহার করুন

অতিবৃষ্টির কারনে চট্টগ্রাম শহরের ব্যস্ততম সড়ক ২নং গেইট থেকে অক্সিজেন যাওয়ার পথে স্টারশিপ ব্রিজ অংশের সড়ক দেবে গেছে। যার কারণে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীদের।

যারা গুরুত্বপূর্ণ কাজে চট্টগ্রামের পথে, আপনারা বিকল্প সড়ক ব্যবহার করুন। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

 #অভিনন্দন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ পেয়েছেন ফটিকছড়ি জাফতনগরের কৃতি সন্তান মুবি...
04/08/2025

#অভিনন্দন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ পেয়েছেন ফটিকছড়ি জাফতনগরের কৃতি সন্তান মুবিন চৌধুরী। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

Address

Fatikchari
4350

Telephone

+8801870054300

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share