আমাদের ফটিকছড়ি-Amader Fatickchari

আমাদের ফটিকছড়ি-Amader Fatickchari *আমাদের ফটিকছড়ি, ফটিকছড়ি আমাদের*

23/02/2025
জেলা প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় ২১/০৬/২০২৩খ্রি:  রোজ: বু...
21/06/2023

জেলা প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় ২১/০৬/২০২৩খ্রি: রোজ: বুধবার, উত্তর পাইন্দং হিল ফ্রেশ এগ্রো ছাগলের খামারে দিনব্যাপী 'ছাগল ভেড়া খামার ব্যবস্থাপনা উত্তম চর্চা' বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুচয়ন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আলমগীর হোসেন, মনিটরিং অফিসার ফারজানা শিকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: নাজিম উদ্দিন। অত্র দপ্তরের ভি এফ রুবেল বড়ুয়া, এলএফএ জামিউল ওসমান, নাঈমা আক্তার, এলএসপি নেজাম উদ্দিন, শওকত আলী, ফারুক উর রশিদ এবং বিভিন্ন ইউনিয়ন হতে আগত আগ্রহী খামারীবৃন্দের উপস্থিতি ছিল প্রাণবন্ত।

02/11/2022

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের সর্বশেষ আপডেটঃ--

কে এম টেকঃ
নৌকা- ৯৮২
মোবাইল- ২৫৯

দমদমাঃ
নৌকা- ৬৬৫
দমদমা- ২৩২

লাল মাঝি পাড়াঃ
নৌকা- ১০৭৬
মোবাইল- ৩৫৬

পালপাড়াঃ
নৌকা- ৪৭০
মোবাইল- ৭০

ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসাঃ
নৌকা- ৪৮২
মোবাইল- ২০৮

মনিরুল উমূল বারীয়া ইসলামিয়া মাদরাসাঃ
নৌকা- ৩৫৮
মোবাইল- ৩৪৭

ধুরুং আতরিয়া সেন্টার
নৌকা ৪৬৯
মোবাইল ২৮৬

16/05/2022

===========একটি হারানো বিজ্ঞপ্তি===============

আজ বিকাল ৫ টার দিকে পশ্চিম সুন্দরপুর টু বিবিরহাট ২ নং রাস্তায় Jobaer Raihan Jihan এর মোবাইল হারিয়ে গেছে।

মডেল---- (A37.), গোল্ডেন কালার।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন কাইন্ডলি এই নাম্বারে(01811595860, 01867730110)যোগাযোগ করবেন।
ধন্যবাদ।।।

যে ভাবে হু হু করে জিনিসপত্রের দাম বাড়ছে, বেশি দিন নয়, মানুষ এভাবেই বাজার করবে।😂
10/05/2022

যে ভাবে হু হু করে জিনিসপত্রের দাম বাড়ছে, বেশি দিন নয়, মানুষ এভাবেই বাজার করবে।😂

10/05/2022
জনরোষ খুবই ভয়ঙ্কর। একবার সৃষ্টি হলে সহজে তা থামানো যায় না। রাজনীতির দাপট, ক্ষমতার মসনদ ও অহঙ্কার মুহুর্তেই ধ্বংস হয়ে যায়...
10/05/2022

জনরোষ খুবই ভয়ঙ্কর। একবার সৃষ্টি হলে সহজে তা থামানো যায় না। রাজনীতির দাপট, ক্ষমতার মসনদ ও অহঙ্কার মুহুর্তেই ধ্বংস হয়ে যায়। ঐ রোষ ঘুর্ণিঝড়ের চেয়েও শক্তিশালী। মুুহুর্তেই সব তছনছ করে ফেলে। সাধারণ জনগণ ঘুমিয়ে থাকার কারণে তারা তুচ্ছতাচ্ছিল্য স্বরে কথা বলার সুযোগ পায়। জনতার শক্তি কি! আজ শ্রীলঙ্কার ঘটনায় পুরো বিশ্ববাসী দেখছে। দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের অবস্থা কুকুর, বিড়াল, শিয়ালের চেয়েও খারাপ হয়। ক্ষুদ্র, ক্ষুদ্র শক্তিগুলো এক হলে পৃথিবীর কোন শক্তিই তাদের দমাতে পারে না। এ ঘটনায় তা প্রমাণ করে।

সাম্প্রতিক শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে এদেশের দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের শিক্ষা নেওয়া জরুরী। ভাল হতে পয়সা লাগে না। দেশ ও দেশের মানুষের কথা ভেবে রাজনীতি করলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায়। কিন্তু দুর্নীতি করে অবৈধ টাকার পাহাড় গড়েও কোন লাভ হয় না। তাসের ঘরের মত যে কোন সময় ভেঙ্গে যেতে কতক্ষণ! তখন একুল ওকুল দুকুলই শেষ হয়। প্রকৃতপক্ষে ধন-সম্পদ মানুষকে সুখ দিতে পারে না। মানুষের মনের সুখই প্রকৃত সুখ।

শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। মুসলিম হয়েও দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীরা কুরআন-সুন্নাহর কথা বুঝতে চায় না। সবার বুঝা উচিত, দুনিয়ার লোভ-মোহ ত্যাগ করতে পারলেই প্রকৃত বাদশাহীর সুখ মিলে। যাদের ক্বলব নষ্ট হয়ে হয়ে গেছে তারা এসব কথা বুঝতে পারবে না। প্রকৃত সূফী ও আউলিয়ায়ে কিরামগণই প্রকৃত বাদশাহ্। তাই তথাকথিত দুনিয়ার রাজা, বাদশাহ্, এমপি, মন্ত্রী এমনকি পশুপাখিরাও তাঁদের কদমে লুটে পরে দুআ নেয়। কবি কত সুন্দর লিখেছেন, 'কি মুহাম্মদ সে ওয়াফা তুনেতু হাম তেরে হ্যায়, ইয়ে জাঁহা চীজ হে কিয়া লৌহ কলম তেরে হ্যায়।' অসমাপ্ত।

বি.দ্র. এ লিখা কোন সরকারকে উদ্দেশ্য করে নয়। সব দুর্নীতিবাজ নেতাদের সতর্ক করতে এ লিখা। কারণ দুনিয়াবী নেতারা জনতার মার খেয়ে ছেঁড়া কাঁথা হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহপ্রদত্ত ক্ষমতার যারা অধিকারী হয় তারা দুনিয়া আখিরাত সবখানে প্রকৃত সম্মানের অধিকারী হয়ে থাকে। প্রমাণিত।

ইউপি নির্বাচন ২০২১ আপডেটঃ- ফটিকছড়িতে ১৪ ইউপির জন্য ৫ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্...
01/10/2021

ইউপি নির্বাচন ২০২১ আপডেটঃ-

ফটিকছড়িতে ১৪ ইউপির জন্য ৫ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।
আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করার শেষ সময়
নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর ।

20/09/2021
انا لله وانا اليه راجعون. سقي الله ثراه وجعل الجنة مثواهআজ চট্টগ্রামের দুই নক্ষত্রের বিদায়😥😥😥১. পীর সাহেব গারাংগিয়া হযরত...
19/08/2021

انا لله وانا اليه راجعون. سقي الله ثراه وجعل الجنة مثواه

আজ চট্টগ্রামের দুই নক্ষত্রের বিদায়😥😥😥

১. পীর সাহেব গারাংগিয়া হযরত শাহ হাফেজ মাওলানা মাহমুদুল হাছান ছিদ্দিকী আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১:৪৫ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন।

২. হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব হুজুর ইন্তেকাল করেছেন,,,
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ উভয়কেই জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন

১৯ আগস্ট ২০২১ তারিখ হতে সড়কে সকল প্রকার গণপরিবহন চলাচল সংক্রান্ত।
19/08/2021

১৯ আগস্ট ২০২১ তারিখ হতে সড়কে সকল প্রকার গণপরিবহন চলাচল সংক্রান্ত।

Address

Fatikchari
4350

Telephone

+8801518376900

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ফটিকছড়ি-Amader Fatickchari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের ফটিকছড়ি-Amader Fatickchari:

Share