প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম।

প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম। Stay connected for the latest news and developments in this vibrant area.

Priyo Bagan Bazar page, a vibrant area in
Fatikchhari, Chattogram, is a trusted source for news and updates about the local community, businesses, events and happenings.

বিস্তারিত কমেন্টে...
17/09/2025

বিস্তারিত কমেন্টে...

ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উবু হয়ে আছে, সে আমার ভাই।  আর যিনি শুয়ে আছেন, তিনি আমার মা। সকালে মা-ছেলে বেশ চ্যাঁচামে...
17/09/2025

ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উবু হয়ে আছে, সে আমার ভাই। আর যিনি শুয়ে আছেন, তিনি আমার মা।

সকালে মা-ছেলে বেশ চ্যাঁচামেচি করছে। ঝামেলার কারন গত ২ মাস আমার টিউশন ছিল না, সো বাসাভাড়া জমে গেছে। তাই ভাই-ভাবি চাচ্ছে আম্মার কানের দুলটা বিক্রি করে সেই টাকা পরিশোধ করতে। কিন্তু আমি দুলটা বিক্রি করতে দিচ্ছি না। ৪ আনার দুলটা এখন বিক্রি করলে সর্বোচ্চ ১৮/২০ হাজার টাকা পাবে। কিন্তু বানাতে গেলে ৪০ হাজার লাগবে মিনিমাম। তারচেয়েও বড় কথা এই দুলটা আম্মার বিয়ের। স্বাভাবিকভাবেই এটা আম্মার খুব ইমোশনের জিনিস। তাই আমি দিতে চাচ্ছি না। তো এটা নিয়েই চিল্লা মিল্লি করে ভাইয়া না খেয়েই বের হয়ে গেছিল। বাসায় ফিরসে রাত ১১ টায়। আর আম্মা সারাদিন ছেলের জন্য না খেয়ে বসে আছে। 🫠 মায়েরা এতো নরম কেন হয়!!!!

তো ভাইয়া বাসায় এসেই জিজ্ঞেস করতেছে আম্মা কই? বললাম শুয়ে পড়ছে। তারপর এসে দেখি এই সুন্দর দৃশ্য। ✨ আম্মার পায়ে ধরে বসে আছে, মাফ চাচ্ছে বারবার। তারপর মা-ছেলের মিটমাট করিয়ে দিলাম। পরে দুজনেই একসাথে খাওয়া দাওয়া করসে। 🐸

সুন্দর মোমেন্টটা ক্যামেরাবন্দি করে রাখলাম। ✨🤍

বাগানবাজার ইউনিয়ন চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী মোহাম্মদপুর জাগরণ সংঘ। বিস্তারিত কমেন্টে...
17/09/2025

বাগানবাজার ইউনিয়ন চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী মোহাম্মদপুর জাগরণ সংঘ। বিস্তারিত কমেন্টে...

16/09/2025

মুষলধারে বৃষ্টি- জীবনের সব সোনালি কৃতিত্ব, অর্জন, সম্মান ধুয়ে মুছে যাচ্ছে মহাকালের পথে ।
সাদা কাফনে মুড়িয়ে থাকলেও সব দেখছেন। কিন্তু কারো কাছে জিজ্ঞেস করার মতো শব্দ নেই, বোঝানোর মতো প্রার্থনা নেই।

কী অদ্ভুত জীবন। মৃত্যুরই কেবল নীরব নিশ্চিততা আছে, বাকি সব কিছুই যেন অপেক্ষা

বাগান বাজারের রফিকুল ইসলাম রাব্বির ইস্টার্ন ব্যাংক পিএলসিতে যোগদানবাগান বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিকনছড়া গ্রামের  আলী...
15/09/2025

বাগান বাজারের রফিকুল ইসলাম রাব্বির ইস্টার্ন ব্যাংক পিএলসিতে যোগদান

বাগান বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিকনছড়া গ্রামের আলী আশ্রাফ এবং আব্দুল মান্নানের বড় ভাই আমিনুল ইসলামের ছোট ছেলে রফিকুল ইসলাম রাব্বি। দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে যোগদান করেছেন। তিনি গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যোগ দেন।

রফিকুল ইসলাম রাব্বি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

তার এ সাফল্যে পরিবার, প্রিয়জন এবং স্থানীয় এলাকাবাসী গর্বিত হয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, রফিকুল ইসলাম রাব্বি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ব্যাংক খাতে উজ্জ্বল ভূমিকা রাখবেন।

গত একমাসে ১২ লাখ বা ১.২ মিলিয়ন মানুষ আমাদের লেখালেখি পড়েছে মানে ভিউ করেছে। আমরা কোন কনটেন্ট ক্রিয়েটর না। বাগান বাজার ইউন...
15/09/2025

গত একমাসে ১২ লাখ বা ১.২ মিলিয়ন মানুষ আমাদের লেখালেখি পড়েছে মানে ভিউ করেছে। আমরা কোন কনটেন্ট ক্রিয়েটর না। বাগান বাজার ইউনিয়নের মত জায়গা থেকে আপনাদের ভালো লাগা বা খারাপ লাগার তথ্য সবার সামনে উপস্থাপন করতে পারা আমাদের ক্ষুদ্র অর্জন। ৮-১০ জন এডমিন বিভিন্ন ব্যস্ততা থাকার পর এলাকার সুখ, আনন্দ ও কষ্টের তথ্য উপস্থাপন করেন যা আপনারা পড়েন ও ইতিবাচক ও নেতিবাচক কমেন্ট করেন। আমরা আনন্দিত হই। কোন মিডিয়া হাউজ না হয়েও একটা প্রেশার গ্রুপ হিসেবে আমাদের পেইজ কাজ করে এটা ভেবেই ভালো লাগছে। আগামী দিনেও আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান থাকবে।

বারৈয়ারহাট-রামগড় সড়ক দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন যাত্রী ও স্থানীয়রা। সড়কের বিভিন...
14/09/2025

বারৈয়ারহাট-রামগড় সড়ক দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন যাত্রী ও স্থানীয়রা। সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত ও খানাখন্দে যান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে সংস্কার ও সেতু নির্মাণ কাজ শুরু হলেও ঠিকাদাররা মাঝপথে কাজ ফেলে চলে যান। ফলে সড়কের অবস্থা দিন দিন করুণ হয়ে পড়ছে। বাজার এলাকায় গর্তে পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠছে।

এতে যাত্রী ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যবসায়িক পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, শিক্ষার্থী ও রোগী পরিবহনেও দেখা দিচ্ছে সমস্যা।

জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকার জন্য এই সড়কের গুরুত্ব অনেক। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও অনিয়মের কারণে একটি গুরুত্বপূর্ণ সড়ক আজ কার্যত অচল হয়ে পড়েছে।

ফটিকছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন হেয়াকোর কামাল উদ্দিনফটিকছড়ি প্রেসক্লাবের শূন্যপদে অনুষ্ঠিত নির্বাচন...
13/09/2025

ফটিকছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন হেয়াকোর কামাল উদ্দিন

ফটিকছড়ি প্রেসক্লাবের শূন্যপদে অনুষ্ঠিত নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল উদ্দিন (দৈনিক দিনকাল)। শনিবার (১৩ সেপ্টেম্বর) ফটিকছড়ি প্রেসক্লাব শূন্য পদের নির্বাচন ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি সৈয়দ মো. মাসুদের ইন্তেকালে সভাপতি পদটি শূন্য হয়। এরপর বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এসএম মোরশেদ মুন্না (দৈনিক পূর্বকোণ) পদত্যাগ করে সভাপতি পদে প্রার্থী হন। ফলে সিনিয়র সহ-সভাপতি পদও শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

যথাযথ প্রক্রিয়া শেষে সভাপতি পদে এসএম মোরশেদ মুন্না এবং সিনিয়র সহ-সভাপতি পদে মো. কামাল উদ্দিন—দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার ফখরুল ইসলাম চৌধুরী তাদের নির্বাচিত ঘোষণা করেন।

পরবর্তীতে জেলা পরিষদ ডাক বাংলোতে নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটির কোনো পদ শূন্য হলে ৪৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

চাকসু নির্বাচনে প্রার্থী হচ্ছেন হেয়াকোর মির্জা আরফান উদ্দিনআসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নি...
13/09/2025

চাকসু নির্বাচনে প্রার্থী হচ্ছেন হেয়াকোর মির্জা আরফান উদ্দিন

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও হেয়াকোর সন্তান মির্জা আরফান উদ্দিন। তিনি ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী।

নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “আমার বিশ্ববিদ্যালয় জীবন অল্প কয়েকদিনের হলেও আমি উপলব্ধি করেছি আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পিছিয়ে আছি। শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ আবাসন, পর্যাপ্ত মেডিকেল সুবিধাসহ নানা সমস্যা সমাধানে প্রয়োজন একজন শক্তিশালী প্রতিনিধি।”

সম্প্রতি জোবরায় ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা থাকলে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ থাকত না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নাজুক অবস্থার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মির্জা আরফান উদ্দিন জানান, তিনি কারো প্রতিদ্বন্দ্বী হয়ে প্রার্থী হচ্ছেন না; বরং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করতে চান। তার ভাষায়, “আমার কোনো নির্দিষ্ট ইশতেহার নেই, সকলের দেওয়া ইশতেহার গুলোই আমার ইশতেহার। সামনের পথচলায় সবাইকে সঙ্গে নিয়েই এগোতে চাই।”

শিক্ষার্থীদের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা পেলে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা আরফান উদ্দিন।

শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফারহাদের মৃত্যুতে শোকের ছায়াচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শান্তিরহাট উচ্...
13/09/2025

শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফারহাদের মৃত্যুতে শোকের ছায়া

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. ফারহাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাত্র অল্প বয়সেই এভাবে প্রাণ হারানোয় পরিবার, সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, ফারহাদ পড়াশোনায় মনোযোগী ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও সহপাঠীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

৪৪তম বিসিএসে ডাক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাগান বাজারের মো: খালিদ মামুন মজুমদারের গল্প আসছে প্রিয় বাগান বাজারের পেইজে।বাগ...
13/09/2025

৪৪তম বিসিএসে ডাক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাগান বাজারের মো: খালিদ মামুন মজুমদারের গল্প আসছে প্রিয় বাগান বাজারের পেইজে।

বাগান বাজারের মো: খালিদ মামুন মজুমদার ৪৪তম বিসিএসে ডাক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রিয় বাগান বাজার পেইজ থেকে আসছে তাঁর স্বপ্নপূরণের পথচলার ভিডিও। 🎥

👉 সাথে থাকুন, অনুপ্রেরণার গল্প ছড়িয়ে দিন।

'তুমি (আওয়ামী লীগ) অধম, তাই বলে আমি (বিএনপি) উত্তম হবো না কেন?'ভেবেছিলাম ডাকসু নির্বাচন নিয়ে কিছুই লিখব না, কিন্তু বিএ...
12/09/2025

'তুমি (আওয়ামী লীগ) অধম, তাই বলে আমি (বিএনপি) উত্তম হবো না কেন?'

ভেবেছিলাম ডাকসু নির্বাচন নিয়ে কিছুই লিখব না, কিন্তু বিএনপি-পন্থী অনেক ফেসবুক যোদ্ধার নিজেকে না-সুধরানোর মনোভাব দেখে লিখতে বাধ্য হচ্ছি। প্রথমেই আমি আমার ব্যক্তিগত একটি তিক্ত অভিজ্ঞতা দিয়ে শুরু করছি।

আমাদের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ১নং বাগান বাজার ইউনিয়নের একেবারে দূরবর্তী ও দুর্গম একটি প্রান্তিক এলাকায় অবস্থিত। আমাদের বাড়ির পাশ দিয়ে একটি সরু (চিকন) খাল বয়ে গেছে—রুপাই খাল। লোকমুখে প্রচলিত আছে, এই ‘চিকন খাল’-এর নাম অনুসারে আমাদের গ্রামের নামকরণ করা হয়েছে চিকনের খিল।

জনপ্রতিনিধিদের অবহেলা ও অনিচ্ছার কারণে এই খালের উপর কোনো ব্রিজ নির্মিত না হওয়ায় স্বাধীনতার ৫ যুগ পরেও হাজার হাজার মানুষকে এ খালটি হেঁটে পার হয়ে বহু কষ্টে পাহাড় বেয়ে আমাদের গ্রামে পৌঁছাতে হয়। তাই বর্ষার সময় যেমন চীনের দুঃখ হোয়াংহো নদী, আমাদের দুঃখ ছিল এই চিকন খাল (রুপাই খাল)। এত সমস্যা থাকা সত্ত্বেও আমরা উন্নত কোনো এলাকায় বাড়ি না বানিয়ে এই পিছিয়ে পড়া পাহাড়ি জনপদের মানুষকে ভালোবেসে পিতৃভিটায় প্রকৃতির ঋণ শোধ করার জন্য ছোট্ট একটি বাড়ি বানিয়েছি। ঐ পাহাড়ি জনপদের মানুষ কিংবা আমরা এই দুঃখটাকে মেনে নিতাম, কারণ বর্ষাকাল তিন থেকে চার মাসের বেশি স্থায়ী থাকত না। তাই বাকি সময়টা হাজারো ভালোলাগার স্মৃতি নিয়ে প্রাকৃতিক পরিবেশে ঐ পাহাড়ি জনপদের মানুষ বেশ আনন্দেই দিনাতিপাত করছিল।

ঐ গ্রামের মানুষের দুঃখ ও সমস্যার সূত্রপাত মূলত আওয়ামী লীগের কিছু পাতি নেতার অবৈধ বালি উত্তোলনের মাধ্যমে শুরু হয়। তবে যেহেতু বালি উত্তোলন খুব সীমিত পরিসরে ছিল, তাই ওই এলাকার মানুষ সরাসরি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। তারপরও যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এর প্রতিকারের জন্য নানা তদবির করেও ব্যর্থ হয়েছেন।

শেখ হাসিনা ৫ই আগস্ট পালিয়ে যাওয়ার পর বালু উত্তোলনকে কেন্দ্র করে আমাদের এলাকায় একজন কৃষককে হত্যা এবং আমার আপন মামাতো ভাইকে নির্মমভাবে পেটানোসহ আরো বহু অপ্রীতিকর ঘটনা ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দূরদূরান্ত থেকে বিএনপির নেতা-কর্মীদের ভাড়া করে এনে আমাদের এলাকার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ রুপাই খালে অন্তত ৩০০-৪০০ গজ পরপর বালি উত্তোলনের ড্রেজার মেশিন বসিয়ে পুরো পাহাড়ি জনপদকে বিপন্ন করে দেওয়ার এক হীন চেষ্টা অব্যাহত রেখেছে। তারা এমনভাবে বালি উত্তোলন করছে যে খুব শীঘ্রই আমাদের বাড়িসহ অন্তত ৫০টি বাড়ি ও বিঘার পর বিঘা কৃষিজমি বিপন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুঃখজনক হলেও সত্য, এই কাজটির সাথে বিএনপির যেসব নেতাকর্মী জড়িত তারা উচ্চশিক্ষিত থেকে শুরু করে অশিক্ষিত—সবাই অন্তর্ভুক্ত। এবং সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দকে আমি বহুবার অনুরোধ করেছি এ অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য। কিন্তু তারা আমাকে একটাই যুক্তি দেন—যেহেতু আওয়ামী লীগের আমলেও অবৈধ বালু উত্তোলন হয়েছে, তাই এখন অবৈধ বালু উত্তোলনে কোনো সমস্যা নেই 🥲।

এখন আপনাদের কাছে আমার প্রশ্ন—তারা অধম ছিল, তাই বলে আপনারা উত্তম হবেন না কেন?

আপনারা প্রশ্ন করতে পারেন, ডাকসু নির্বাচনের সাথে আমার বাড়ির পাশের খালে বালু উত্তোলনের সম্পর্ক কী? এর উত্তর হলো, এটি কেবল আমার গ্রামের চিত্র নয়—এটি সারা বাংলাদেশের চিত্র। বিএনপি নেতাকর্মীরা গত এক বছরে অবৈধভাবে বালু উত্তোলন, অবৈধ মাটি উত্তোলন, অবৈধ পাথর উত্তোলন (সিলেটের ভোলাগঞ্জ) এবং নানান চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে যুক্ত হওয়ার কারণে ছাত্রদলের একজন পরিচ্ছন্ন নেতা এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথ কাঁপানো জুলাই যোদ্ধা আবিদকেও খুব বাজেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হতে হয়েছে। তাই বিএনপি যত হম্বিতম্বি করুক না কেন, তাদের চাঁদাবাজি ও টেন্ডারবাজি যদি অব্যাহত থাকে তবে সামনে বিএনপির জন্য মহা চ্যালেঞ্জ অপেক্ষা করছে—যে চ্যালেঞ্জের কাছে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিএনপি আওয়ামী লীগের মতো নতুন একটি ন্যারেটিভ তৈরি করেছে। সেই ন্যারেটিভের কারণেই হাসিনা তার পতন ডেকে এনেছিল। আর তা হলো—যাকে তাকে রাজাকার ট্যাগ দেওয়া, পাকিস্তানি ট্যাগ দেওয়া, বট বাহিনী বলে কটাক্ষ করা, লুঙ্গির নিচে লুকিয়ে থাকা নেতা বলে উপহাস করা।

একটি কথা মনে রাখা উচিত—ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শুধু নিজ বিশ্ববিদ্যালয়ের খবর নিয়ে পড়ে থাকে না; বরং তারা সারাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তাদের নেতা নির্বাচন করেছে। এখানেই বিএনপির বয়স্ক নেতৃবৃন্দ তরুণদের পালস বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বাংলাদেশকে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় রাখতে হলে বিএনপিকে জামায়াত, এনসিপিসহ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই।

মো: কবির হোসেন,
লেকচারার (ইংরেজি বিভাগ) ৩৫ তম বিসিএস, চট্টগ্রাম কলেজ।

Address

Fatikchari
4440

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম।:

Share