Gausia Committee Bangladesh-13No Lelang Union Shakha.

Gausia Committee Bangladesh-13No Lelang Union Shakha. وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
অর্থাৎ; তোমরা সত্যবাদীদের সাথী হও।

16/09/2025

প্রশ্ন : বায়াত কেন করা হয়..!?
=======================
বায়াত এটি একটা সরল/স্পষ্ট বিষয়। শেখ আবদুল কাদির জিলানী (رحمة الله علیه) এই পুরো অঞ্চলে এই সিলসিলার প্রসার ঘটিয়েছেন। কিন্তু মূলত এটি হযরত রাসূল করীম ﷺ এর একটি সুন্নত।
゚viralシ

আগামী শুক্রবার বাদ মাগরিব বলুয়ারদীঘি খানকাহ্ শরীফে আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন প্রথম ওফাত এ...
16/09/2025

আগামী শুক্রবার বাদ মাগরিব বলুয়ারদীঘি খানকাহ্ শরীফে আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন প্রথম ওফাত এবং তাঁর ছোট ভাই আলহাজ্ব মোহাম্মদ সাবের আহমদ 'র ফাতেহা এক সাথে হুজুর কেবলাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
-যা সাবের ভাইয়েরই প্রত্যাশা ছিল।

16/09/2025

যারা মিলাদ কিয়াম আর এসেম্বলি চেনে না। শেয়ার করে তাদের চেনার সুযোগ করে দিন।

15/09/2025

আলহাজ্ব নূর মোহাম্মদ আল ক্বাদেরী (রহ.)'র ছোট পুত্র আলহাজ্ব সাবের আহমদ এর জানাজার নামাজের ইমামতি করলেন...
পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা:জি:আ)

আলহাজ্ব সাবের আহমদের জানাযা।ইমামতি করেন পীরে বাঙ্গাল হুজুর কেবলা,সাথে ছিলেন শাহজাদা হুজুর কেবলাগণ উপস্থিত ছিলেন।
15/09/2025

আলহাজ্ব সাবের আহমদের জানাযা।
ইমামতি করেন পীরে বাঙ্গাল হুজুর কেবলা,সাথে ছিলেন শাহজাদা হুজুর কেবলাগণ উপস্থিত ছিলেন।

15/09/2025

নামাজে জানাজা
============
বা’দ এশা জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
ইমামতি করবেন আওলাদে রাসূল (দ.) পীর-ই বাঙাল, সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

15/09/2025

ইন্তেকালের পূর্বে হুজুর কেবলাগণ এসেছেন মুরিদকে দেখতে।
এই রকম দৃশ্য আমাদের দরবারেই দেখবেন।

15/09/2025

ইন্তেকাল করলেন বিকেলে,
উরশ বাতিল করলেন হুজুর রাতেই!
পীর সাবির শাহ হুজুর কে আমরা এখনো চিনতে পারিনি।

=================শোকাহত================ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন... বড় ভাই আলহাজ্ব মহসিন সাহেব রাঃ ১ম মৃত্য...
15/09/2025

=================শোকাহত================
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
বড় ভাই আলহাজ্ব মহসিন সাহেব রাঃ ১ম মৃত্যু বার্ষিকীর দিনে ছোট ভাইয়ের ইন্তেকাল। সব আল্লাহ তালার মর্জি।

গাউসে জামান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রাদ্বীয়াল্লাহু তা'য়ালা আনহু)'র খলিফায়ে আজম হযরত আলহাজ্ব নুর মোহাম্মদ আলকাদেরী রহ. এর কনিষ্ঠ সন্তান।

আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন (রহ)র ছোট ভাই।

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহ সভাপতি, জামেয়া আনজুমান ও গাউসিয়া কমিটির নিবেদিত প্রাণ খেদমতগার,

জনাব সাবের আহমদ কিছুক্ষণ আগেই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

15/09/2025

জামেয়া সম্পর্কে অজানা কিছু ইতিহাস।

- অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার (মুখপাত্র : আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ)

🚨বিশেষ ঘোষণা :🚨----------------------------বলুয়ারদীঘি পাড় খানকাহ্ শরীফে আজ (১৫-০৯-২০২৫) সন্ধ্যায় অনুষ্ঠিতব্য, আলহাজ্ব মো...
15/09/2025

🚨বিশেষ ঘোষণা :🚨
----------------------------
বলুয়ারদীঘি পাড় খানকাহ্ শরীফে আজ (১৫-০৯-২০২৫) সন্ধ্যায় অনুষ্ঠিতব্য, আলহাজ্ব মোহাম্মদ মহসিন (রহ:)'র প্রথম ওফাত বার্ষিকীর কার্যক্রম , পীরে বাঙ্গাল হুজুর কেবলা, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী) এর নির্দেশে আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ হুজুর কেবলার সম্মতিক্রমে জানিয়ে দেওয়া হবে।
(সূত্র : মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি, আনজুমান ট্রাস্ট)

উল্লেখ্য :

গাউসে জামান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রাদ্বীয়াল্লাহু তা'য়ালা আনহু)'র খলিফায়ে আজম হযরত আলহাজ্ব নুর মোহাম্মদ আলকাদেরী রহ. এর কনিষ্ঠ সন্তান,
আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন (রহ)র ছোট ভাই,
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহ সভাপতি, জামেয়া আনজুমান ও গাউসিয়া কমিটির নিবেদিত প্রাণ খেদমতগার,

জনাব সাবের আহমদ Saver Ahamed চাচা ব্রে/ন স্ট্রোক করে

এখন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তার অবস্থা খুবই সংকটাপন্ন।

কাজেই হুজুর কেবলা এই সিদ্ধান্ত নেন।

14/09/2025

১৯৩৩ সালের প্রথম ছাপানো 'মজমূয়ায়ে সালাওয়াত রাসূল ﷺ' দেখেন পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা:জি:আ)।

Address

Fatikchari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gausia Committee Bangladesh-13No Lelang Union Shakha. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share