15/09/2025
🚨বিশেষ ঘোষণা :🚨
----------------------------
বলুয়ারদীঘি পাড় খানকাহ্ শরীফে আজ (১৫-০৯-২০২৫) সন্ধ্যায় অনুষ্ঠিতব্য, আলহাজ্ব মোহাম্মদ মহসিন (রহ:)'র প্রথম ওফাত বার্ষিকীর কার্যক্রম , পীরে বাঙ্গাল হুজুর কেবলা, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী) এর নির্দেশে আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ হুজুর কেবলার সম্মতিক্রমে জানিয়ে দেওয়া হবে।
(সূত্র : মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি, আনজুমান ট্রাস্ট)
উল্লেখ্য :
গাউসে জামান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রাদ্বীয়াল্লাহু তা'য়ালা আনহু)'র খলিফায়ে আজম হযরত আলহাজ্ব নুর মোহাম্মদ আলকাদেরী রহ. এর কনিষ্ঠ সন্তান,
আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন (রহ)র ছোট ভাই,
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহ সভাপতি, জামেয়া আনজুমান ও গাউসিয়া কমিটির নিবেদিত প্রাণ খেদমতগার,
জনাব সাবের আহমদ Saver Ahamed চাচা ব্রে/ন স্ট্রোক করে
এখন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার অবস্থা খুবই সংকটাপন্ন।
কাজেই হুজুর কেবলা এই সিদ্ধান্ত নেন।