
01/12/2024
রাত তো মানুষ ইচ্ছে করে জাগে না ।
সবাই যদি বুকে থাকা কষ্ট গুলো বলতে পারতো
তাহলে কেউ রাত ৪/৫টা পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারতো না ।আর জীবনেও যে ব্যক্তি ধুমপান করার চিন্তাও করতো না সে রাত ৪/৫টা পর্যন্ত বারান্দায় বসে সেয় ধুমপান করতো না :? জীবনটা এমনি যা চাইবে তাই পাওয়ার কল্পনাই করা যায় না.।