14/11/2024
আমি একটা হাদিসে পড়ছি কুরআন শিক্ষা কর এবং অন্যকে শিক্ষা দাও কিন্তু প্রশ্ন হল এটা হুজুরদের আরবি পড়াতে বললে আগে কত টাকা দিতে হবে এই কথা আসে কেন মাদ্রাসায় পড়াতে গেলে বেতন দিতে হয় অনেক গরিব ছেলে মেয়ে আছে যাদের সামর্থ্য বাহিরে আমি আমার মেয়েকে ভর্তি ছাড়া একদিন মাদ্রাসায় পাঠালাম পরের দিন হুজুরের নিষেধ ভর্তি ছাড়া মাদ্রাসায় আসবেনা তাহলে হুজুররা হাদিস পড়ে কি শিক্ষা দেয় আর কি শিক্ষা পায় জানি তাদের সংসার চলতে হবে তাই বলে কি সামর্থ্যের বাহিরে ডিমান্ড চাওয়া কি ঠিক আপনারা বলেন