ATiF n AMaN

ATiF n AMaN আসসালামু আলাইকুম।
এই ছোট্ট পেইজে সবাই কে স্বাগতম। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।

23/06/2025

"শেষ জামানায় একজন মুমিনের জীবনের নিরাপত্তার জন্য দুইটি শক্তিশালী দূর্গ রয়েছে !

✅১ - সুরা বাকরাহ।
✅২- সুরা কাহাফ।

সুরা বাকারাহ হলো জ্বীন যাদু বদ নজর হাসাদের প্রভাব থেকে নিরাপত্তার জন্য। আর সুরা কাহাফ জুম্মার দিনের তিলাওয়াত এর ফায়দা হলো : ভয়ঙ্কর দা ][জ্জা[] লি ফিতানার প্রভাব থেকে নিরাপত্তার জন্য।

✅রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘তোমরা নিজেদের ঘরকে কবরে পরিণত করো না, যে ঘরে সূরাহ্ আল বাক্বারাহ্ পাঠ করা হয় সেখানে শায়তান প্রবেশ করতে পারে না।’ (হাদীসটি সহীহ। সহীহ মুসলিম ১/২১২, ৫৩৯, মুসনাদ আহমাদ ২/২৮৪, ৩৩৭, জামি‘ তিরমিযী ৫/২৮৭৭, নাসাঈ ৫/১৩/৮০১৫।

✅আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যেমনভাবে নাজিল করা হয়েছে, সেভাবে যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, তার জন্য সেটা নিজের স্থান থেকে মক্কা পর্যন্ত আলো হবে এবং যে শেষ দশ আয়াত পড়বে, সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার ওপর কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারবে না। (সুনানে নাসাঈ, হাদিস নং : ১০৭২২)

18/02/2025
জিব্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়"হাদিসটা আমাদের সবসময় সামনে রাখা উচিতঃসাহাল ইবনে সায়াদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ...
30/12/2024

জিব্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়"হাদিসটা
আমাদের সবসময় সামনে রাখা উচিতঃ

সাহাল ইবনে সায়াদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ (জিহ্বা) এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ (লজ্জাস্থান) হেফাজতের নিশ্চয়তা দেবে বা নিজ দায়িত্বে নিরাপদ রাখতে পারবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।"
(বুখারীঃ ৬৪৭৪)

জিব্বা দিয়ে যে পাপগুলো আমরা করি

১। কারও নাম খারাপ করে ডাকা/নাম ব্যঙ্গ করা,,
২। খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা,,
৩। অশ্লীল ও খারাপ কথা বলা,,
৪। কাউকে গালি দেয়া,,
৫। কারও নিন্দা করা,,
৬। অপবাদ দেয়া,,
৭। চোগলখুরী করা,,
৮। বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেয়া,,
৯। মোনাফিকী করা ও দুই মুখে (দ্বিমুখী) কথা বলা,,
১০। বেহুদা ও অতিরিক্ত কথা বলা,,
১১। বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা,,
১২। কারও গীবত করা,,
১৩। খারাপ উপনামে ডাকা,,
১৪। কাউকে অভিশাপ দেয়া,,
১৫। কাউকে সামনা-সামনি বা সম্মুখে প্রশংসা করা,,
১৬। মিথ্যা স্বপ্ন বলা,,
১৭। অনর্থক চিৎকার বা চেঁচামিচি করা,,,
১৮। জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহণ করা বা খাওয়া,,,
১৯। জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোন ভঙ্গি করা বা দেখানো।

মহান আল্লাহ সকল মুমিন মুসলমানদের মুখ তথা জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন,
আমিন🤲

আপনি যে সমস্যা বা কষ্টে আছেন, লক্ষ্য করলে দেখবেন সেই একই সমস্যায় আপনার আশেপাশে আরও বহু মানুষ আছে। যদি চান আপনার সমস্যাটা...
29/12/2024

আপনি যে সমস্যা বা কষ্টে আছেন, লক্ষ্য করলে দেখবেন সেই একই সমস্যায় আপনার আশেপাশে আরও বহু মানুষ আছে। যদি চান আপনার সমস্যাটা কেটে যাক, তাহলে একই সমস্যায় নিপতিত কাউকে হেল্প করুন।

সাংসারিকভাবে যদি আপনি অশান্তিতে থাকেন, তাহলে এরকম কষ্টে যারা আছে, তাদের সংসার জোড়া লাগানোর চেষ্টা করুন। আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে এমন অসুস্থ ব্যক্তিকে হেল্প করুন, যে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না।

যদি আপনি চান, আল্লাহর ঘরে আসবেন, তাহলে এমন কাউকে এই ঘরে আসার ব্যবস্থা করুন, যার এখানে আসার তীব্র ইচ্ছা থাকলেও আসতে পারছে না।

আমাকে অনেকেই জিজ্ঞেস করে, ভাই আপনি যে এতবার মক্কা মদিনাতে আসেন, কী আমলের কারনে আসেন। বিশ্বাস করেন, আমার এমন বিশেষ কোনই আমল নেই। এতটাই গুনাহে জর্জরিত এক মানুষ আমি, আমার গুনাহগুলো যদি আল্লাহ ঢেকে না রাখতেন, কারো সামনে মুখ দেখানোর উপায় থাকতো না।

কিন্ত তারপরও আল্লাহ যে মেহেরবানী করে নিয়ে আসেন, তার একটা কারন আমার মনে হয়, উপরে বর্ণিত আমলটি। এই বছর আল্লাহর ঘরে এমন একাধিক ভাই এসেছেন, যাদের এখানে আসার উসিলা আমি। সামনেও বেশ কয়েকজন ভাই আমার উসিলাহতেই উমরাহতে আসবেন ইনশাআল্লাহ।
না, আমি কোন টাকা পয়সা দেইনি। এক টাকাও দেইনি। কেবল পরিচিত কয়েকজন সম্পদশালী ভাইকে বলেছি, এই সমস্ত ব্যক্তিদের কথা। তাদেরকে জানিয়েছি, এই মানুষগুলো বাইতুল্লাহতে আসার জন্য কতটা পাগলপ্রায়। আল্লাহ তাআলা আপনাদের অর্থ সম্পদ দিয়েছেন, আপনারা একটু হিম্মত করলেই এই লোকগুলো আল্লাহর ঘর জিয়ারত করতে পারে।

আল্লাহর কসম! রিয়ার জন্য নয়, এ কথাগুলো এজন্য শেয়ার করা, যাতে করে কিছু ভাই বোনের ফায়দা হয়। অনেক সহিহ হাদিসেই এ কথাগুলো পাওয়া যাবে, "যে ভাই কোন মুসলিম ভাইয়ের বিপদ/কষ্ট দূর হওয়ার চেষ্টা করে, দু'আ করে, ফিরিশতারা তার জন্য দু'আ করে বলে, আল্লাহ! তোমার কষ্টও দূর করে দিক।"

কেবল কিছু বাক্য ব্যয় আর সামান্য পরিশ্রম করেই যদি ফিরিশতাদের দু'আ পাওয়া যায়, তাহলে সেটা লুফে নেওয়াই কি বুদ্ধিমানের কাজ নয়.....!!!? ©

السلام علىكم ورحمة الله وبركاته ❤️❌১/নামাজ পড়োনা তো দাঁড়ি রেখে লাভ কী। এটা তো ফ্যাশন হলো।২/পর্দা করলে কী, নামাজ তো পড়েনা...
11/12/2024

السلام علىكم ورحمة الله وبركاته ❤️

❌১/নামাজ পড়োনা তো দাঁড়ি রেখে লাভ কী। এটা তো ফ্যাশন হলো।

২/পর্দা করলে কী, নামাজ তো পড়েনা। কী আমার পর্দাবিবি।

৩/নামাজ পড়লে কী হবে, পর্দা তো করোনা। এই নামাজে লাভ কী !

৪/হিজাব পড়লে কী হবে তোমার পুরোপুরো থুতনী দেখা যায়, এটা পর্দা হলো ?

৫/তোমার যে নামাজ হয় না এটা জানো ? কারণ তুমি ভ্রু প্লাক করাে।

৬/তোমার এটা কী কোনো পর্দা হলো ? এসব হলো রঙ্গীলা পর্দা। এরচেয়ে না করাই ভালো।

৭/অমুকে নামাজ পড়ে অথচ রোজা রাখেনা, এটা কিছু হইলো? এই নামাজে লাভ কী !

৮/নামাজ রোজা করলে কী হবে। তুমিতো এক নম্বরের মিথ্যুক। তোমার নামাজ রোজা কিছুই হয়না। তোমার মতো এতো নামাজ পড়িনা কিন্তু জবানে পাকা।

৯/এতো আমল করে লাভটা কী। খাও তো সুদ। সুদী ❌ব্যাঙ্কের চাকরীর টাকায় এসব করে কোনো লাভ নাই। জাহান্নাম কনফার্ম থাকো।

👉এই জাতীয় কথা যারা বলেন তাদের বিনয়ের সাথেই বলছি।
আপনারা নিজেদের আমলে ১০০% সন্তুষ্ট তো ?❓
আপনার জান্নাতুল ফিরদাউস কনফার্ম তো ?
নিশ্চয়ই আপনি জান্নাতি কন্যা / জান্নাতী ব্যক্তি ?❓
উত্তরটা যদি 'না' হয়। তাহলে ইবলিশকে সাহায্য করা বন্ধ করুন।
আর উপরের বাক্যগুলো এভাবে বলুন...

✅⭕১/মাশাআল্লাহ, দাড়ি রাখছো দেখে ভালো লাগলো। এবার নামাজটাও ধরে ফেলো ভাই।

২/ মাশাআল্লাহ, কী সুন্দর পর্দা করছো । নামাজটা ধরলে একেবারে সোনায় সোহাগা হতো।

৩/ মাশাআল্লাহ, নামাজের মতো কঠিন একটা কাজ করতে পারছো। ইনশাআল্লাহ, শীঘ্রই হয়তো তোমাকে পর্দায় দেখবো। দোয়া করি, আল্লাহ সহজ করে দিন।

৪/হিজাবটা যদি আরেকটু এরকম করতে আপু, গলাটা দেখা যাচ্ছে তো তাই বললাম।

৫/ মাশাআল্লাহ, তুমি নামাজ পড়ো ! জানো তো, নামাজী ক্ববীরা গুনাহ থেকে বেঁচে থাকে। ভ্রু প্লাক করা কিন্তু ক্ববীরা গুনাহ। তোমার ভ্রু তো এমনিতেই মাশাআল্লাহ।

৬/ পর্দাটা রঙীন না করে কালো করলে ভালো হতো আপু। রঙীন বোরকা আকর্ষণীয় হয় জানো তো । তোমার পর্দার আগ্রহ দেখে বললাম, মনে কষ্ট নিও না।

৭/নামাজ যেমন ফরয রোজাও তেমন ফরয। আল্লাহ তোমাকে রোজার ফরয আদায় করার তৌফিক দিন।

৮/ মাশাআল্লাহ নামাজ রোজা সবই করছো। খুবই ভালো। অনুরোধ করবো ঠাট্টা করেও মিথ্যা বলোনা প্লিজ। জানো তো, মিথ্যা সব গুনাহের মা। তোমাকে আসলে মিথ্যা বলা মানায় না।

৯/ মাশাআল্লাহ, তোমার আমল দেখলে হিংসা হয়,
জানো ? তবে সাবধান, সুদ থেকে দ্রুত বেরিয়ে এসো। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের হিসাব করে, যে তার সাক্ষী থাকে তাদের সবার উপর আল্লাহর লানত। তুমি আমলদার মানুষ, তাই মনে করিয়ে দিলাম।

👉এগুলো দাওয়াতী বচন। রাসুল সাঃ এর সুন্নাহ ছিলো সুবচন এবং ভাষার মাধুর্য যা শ্রবণে অসংখ্য পথভোলা ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে।
আজ উম্মতের দাবীদার আমরা এর বিপরীত ভাষায় কথা বলার চর্চা করছি আর সবাইকে ইসলাম থেকে দুরে ঠেলে দিচ্ছি। আমরা ভুলে গেছি, মালিকী ইয়াওমিদ্দীন কেবল স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহুতা'লা। রাসুল সাঃ এর উম্মতেরা নয়। তবে তারও আগে আমরা অন্তত কনফার্মড হই যে, আমরা তাঁর উম্মত হতে পেরেছি কিনা তারপর বরং সুখস্বপ্ন দেখি।

🛑উম্মত মানে হলো অনুসরনকারী। যে রাসুল সাঃ কটাক্ষ করে কোনোদিন কাউকে একটি দুর্বাক্য বলেন নি, তার উম্মতের দাবীদার হয়ে কেউ যদি দাওয়ার নাম দিয়ে আইডি সাজায় আর বলে, আমার আইডি থেকে অমুক অমুক দলের যারা আছেন তারা বের হয়ে যান। সেই তিনি আদৌ উম্মাহর অংশ কিনা আমি জানিনা। আল্লাহ ভালো জানেন।

প্রিয় ভাই/বোনেরা, হাদীস ঘাটুন। তাহলে জানবেন..

⭕বারসীসা পথভ্রষ্ট হয়েছে।
বেশ্যা রমনী বিড়ালকে পানি পান করিয়ে জান্নাতি হয়েছে।
হামজা রাঃ এর কাতিল একজন সাহাবী হবার সৌভাগ্য অর্জন করেছে।
অনেক সাহাবী গুমরাহ হতে হতে মুরতাদও (আল্লাহর পানাহ) হয়ে গেছে।
অনেক সাহাবী রাসুল সাঃ নিকটতম থেকে দূরতম হয়ে গেছে।
অনেক সাহাবী দূরতম থেকে নিকটতম হয়ে গেছেন।

⭕কাউকে মন্দনামে ডাকার আগে একশবার ভাবুন।
রাসুল সাঃ এর কথা স্মরণ করুন। তিনি বলেছেন , " যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, নতুবা চুপ থাকে।"

⭕" অমুক খারাপ, আমি ওর চেয়ে ভালো " এরচেয়ে ধ্বংসাত্মক অনুভূতি আর নাই।

মহান আল্লাহ, আমাদের ইবলিশি ষড়যন্ত্র থেকে রক্ষা করুন, আমিন।

03/12/2024

ডিপ্রেশনে আছেন ? ইস্তেগফার করূন ! পেরেশানিতে আছেন?ইস্তেগফার করূন! রিজিকের অভাবে আছেন ইস্তেগফার করূন!দোয়া কবুল হচ্ছে না ইস্তেগফার করূন!ইস্তেগফার কে গলার মালা বানিয়ে ফেলুন! আপনার কল্পনা থাকা অসম্ভব দুয়া গুলো কবুল করার দ্বায়িত্ব স্বয়ং আল্লাহর! বেশি বেশি ইস্তেগফার করূন ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে!যতোই দূরে যাবেন যান! শেষমেষ ভেঙে চূড়ে আল্লাহর দরবারেই ফিরে আসতে হবে! আর তখন গিয়ে সিজদায় কেঁদে দুনিয়ার আসল শান্তি কোথায় সেটা খুঁজে পাবেন! এইটাই যে সবচেয়ে বড় পাওয়া,,, আলহামদুলিল্লাহ! ❤️

Address

Fenchuganj

Telephone

+8801717543435

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATiF n AMaN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ATiF n AMaN:

Share