সৈয়দ ফয়সাল আহমেদ

সৈয়দ ফয়সাল আহমেদ ভালো বাসা অবিরাম ❤️🇧🇩🌾

10/10/2025

সিলেট সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক আব্দুস সামাদ -এর বড় ভাই সদ্য প্রয়াত মতিন মিয়ার কবর জিয়ারত শেষে মরহুমের পরিবারকে দেখতে ও সমবেদনা জ্ঞাপন করেন উনার বাড়িতে যান, সিলেট-৩ আসনের গণমানুষের নেতা জননেতা ব্যারিস্টার এম এ সালাম ভাই।

১০ অক্টোবর ২০২৫।
#সৈয়দফয়সলআহমেদ

09/10/2025

রোজা আর পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ।,
নাউজুবিল্লাহ।
ধর্মীয় যে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।
#সৈয়দফয়সলআহমেদ

09/10/2025

জামায়াত জোট বিএনপি’র জন্য কতটা উদ্বেগের?
#সৈয়দফয়সলআহমেদ

🌟 মানুষের ভালোবাসায় গড়া নেতা, মানবতার প্রতীক – ব্যারিস্টার এম. এ. সালামকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব 🌟 “গণমানুষে...
09/10/2025

🌟 মানুষের ভালোবাসায় গড়া নেতা, মানবতার প্রতীক – ব্যারিস্টার এম. এ. সালামকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব 🌟

“গণমানুষের নেতা” হিসেবে তাঁর পরিচিত, সংগ্রাম ও সেবা-আদর্শ —মানবতার এক অনন্য দৃষ্টান্ত যার মাঝে খুজে পাবেন, তিনি হলেন সিলেট-৩ আসনের সম্ভাব্য “ধানের শীষ” মনোনয়নপ্রার্থী ব্যারিস্টার এম. এ. সালাম।

🔷 কোন মানুষ তিনি?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
HT Syndication

আইনজীবী হিসেবে “Barrister Salam & Associates” আইন চেম্বারের অন্যতম শীর্ষ প্রতিনিধি।
barrsalam.com

তিনি দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি নিজে ও তাঁর “Bibi’s Trust” নামক সংগঠনটির মাধ্যমে মানবিক সেবামূলক কাজ করছেন — গৃহ নির্মাণ, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, শিক্ষা সহায়তা, ঈদ উপহার সহ নানান কার্যক্রম।

স্থানীয়ভাবে, তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার (রায়বান) ইউনিয়নের বাসিন্দা।

সাধারণ মানুষের পাশে যেতে, তাঁদের কথা শুনতে এবং তাদের দায়-দায়িত্ব বুঝতে তিনি সবসময় উদ্যোগী।

আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন।

📽️ তাঁর আদর্শ, সংগ্রাম ও সেবার ধারার — সবগুলো কথা পড়লে আপনার হৃদয়ে জ্বালান দেবে আশা ও বিশ্বাসের অগ্নি।

✳️ আমাদের প্রত্যাশা:

আমরা বিশ্বাস করি, একজন সুপ্রতিভ, জনবান্ধব ও ন্যায্য নেতা যদি আমাদের প্রতিনিধিত্ব করতে আসেন — তাঁর পক্ষে সাড়া দেবে হাজার হাজার মানুষ।

“Hello Forever Sylhet” পেইজ এই তথ্য শেয়ার করে ডাক দিচ্ছে — আসুন, আমরা সকলেই মিলে ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ সৃষ্টি করি ও ভোট দেই, যার প্রাপ্য।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়ী করে আসুন আমাদের সিলেট-৩ কে এক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাই।

🗣️ আপনিও বলুন — আপনার কথা আমাদের সঙ্গে শেয়ার করুন, ব্যারিস্টার এম এ সালাম সম্পর্কে আপনার অনুভূতি, মন্তব্য ও প্রশ্ন কমেন্টে লিখুন।
সবার সঙ্গে শেয়ার করুন, যাতে আরো মানুষ জানতে পারে, জানতে পারে আমাদের নেতাকে।

🌿 A Leader with Vision, Heart & Humanity — Barrister M.A. Salam 🌿

তিনি শুধু একজন রাজনীতিবিদ নন,
👉 তিনি মানুষের ভালোবাসায় গড়া একজন “Servant of the People”.
২০ বছর ধরে মানুষের পাশে — শীতবস্ত্র, ঘরবাড়ি, শিক্ষা, খাদ্য, আর ভালোবাসা নিয়ে 💚 একজন নেতা মানুষের চোখে ভরসার নাম হয়ে উঠেছেন।

✳️ আসুন, আমরা একসাথে বলি —
“ধানের শীষে ভোট দিন, মানবিক বাংলাদেশ গড়ুন।” 🇧🇩

🔗 Watch, Feel & Share this inspiring story!
শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।











09/10/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র রাজনীতিতে ত্যাগ, সাহসিকতা এবং আপোষহীন মনোভাব নিয়ে রাজপথে থেকেছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যারিস্টার এম এ সালাম।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা বিএনপির দুঃসময়ে থেকেছেন সম্মুখসারিতে, লড়েছেন সংগঠনের অস্তিত্ব রক্ষায়।

ব্যক্তিজীবনে তিনি সদালাপী, কর্মীবান্ধব এবং দলের আদর্শে অনুগত। তাঁর নিজের ভাষায় বিএনপি-ই আমার জীবন, বিএনপি-ই আমার মরণ। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন রাজনীতির মাঠে থাকতে চান।

ব্যারিস্টার এম এ সালাম এর নেতৃত্বগুণ, সাহস এবং আত্মত্যাগ আজ তাঁকে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের কাছে এক সাহসী কান্ডারীতে পরিণত করেছে। নেতৃত্ব দিয়ে আসছেন দলের বিএনপির বিগত সকল আন্দোলন-সংগ্রামে দুর্দিনে নেতা-কর্মীদের পাশে একমাত্র অভিভাবক হিসেবে ছিলেন তৃণমূলের জনপ্রিয় নেতা কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম যিনি তাঁর সাহসী নেতৃত্বে সিলেট ৩ আসনের বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনকে একত্রিত রেখে সংগঠনকে শক্তিশালী করে রেখেছেন। তৃণমূল কর্মীদের দাবি, সুসময়ে বহু অতিথি নেতার বিএনপির রাজনীতিতে দেখা গেলেও দুঃসময়ে তাদের দেখা যায়নি। দলের যে কোনো বিপর্যয়ের সময় সবার পাশে পেয়েছেন, পাশাপাশি হামলা-মামলায় আহত অবস্থায় হাসপাতালে থাকা নেতাদের খুঁজ খবর ও তাদের পাশে একমাত্র ব্যারিস্টার এম এ সালাম ছিলেন। ব্যারিস্টার এম এ সালাম এর বিকল্প নেতা সিলেট-৩ আসনে এখনো তৈরি হয়নি।

ব্যারিস্টার এম এ সালাম দুঃসময়ের সাহসী কাণ্ডারী। দেশে গণতন্ত্র ও বিএনপিকে ক্ষমতায় আনতে এ ধরনের ত্যাগী নেতাই দরকার।

বিশেষ দ্রষ্টব্য :ভিডিওটি ৫ ই আগস্টের অনেক আগে যখন বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছে।

সিলেট ৩ আসনে আগামী দিনের কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব তারেক রহমান সাহেবের সম্মানিত উপদেষ্টা ব্যারিস্...
09/10/2025

সিলেট ৩ আসনে আগামী দিনের কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব তারেক রহমান সাহেবের সম্মানিত উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন।🌾 তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীর্ষের পক্ষে হোক।🌾🇧🇩

ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে।সিলেট ৩ আসনের আমার প্রিয় লিডার ব্যারিস্টার এম এ সালাম ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন।🌾 🌾
09/10/2025

ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে।
সিলেট ৩ আসনের আমার প্রিয় লিডার ব্যারিস্টার এম এ সালাম ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন।🌾 🌾

09/10/2025

হামলায় পঙ্গু বিএনপি নেতার সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতে খোঁজ নিলেন তারেক রহমান।
#সৈয়দফয়সালআহমেদ Part 2

09/10/2025

হামলায় পঙ্গু বিএনপি নেতার সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতে খোঁজ নিলেন তারেক রহমান।
#সৈয়দফয়সালআহমেদ Part 1

09/10/2025

হামলায় পঙ্গু বিএনপি নেতার সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতে খোঁজ নিলেন তারেক রহমান।
#সৈয়দফয়সালআহমেদ

08/10/2025

তারুণ্যের আস্থার প্রতীক ধানের শীষ! 🇧🇩🌾

Address

Fenchuganj

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দ ফয়সাল আহমেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share