21/10/2025
"তুলনা" এই কথাটার মধ্যে একটা হিংসা একটা প্রতিযোগিতা একটা পার্থক্য বুঝা যায়। তাই যতটা সম্ভব অন্যের সাথে তুলনা করা বাদ দিতে হবে। আমরা নিজেই নিজের তুলনা। অন্যের সাথে তুলনা না করে অন্যের সুখে না জ্বলে নিজে কিভাবে থাকবো ভালো সেভাবেই চলতে হবে। অন্যের ভালো দেখে নিজেকে সুখী করার চেষ্টা করতে হবে। এই প্রচেষ্টা যদি সবাই করে তাহলে সবাই মনের শান্তি পাবে ভালো থাকবে।