Sanvi-Aariv's family Blog

Sanvi-Aariv's family Blog অসংখ্য ধন্যবাদ আমার প্ৰিয় ভাই বোনকে যারা এইমাত্র আমার পেইজে প্রবেশ করেছেন ❤️🌹🌹🌹

19/09/2025

মন মাঝি খবরদার।

সমাজে বা সংসারে বাস করতে হলে কিছু মানুষ তোমায় ভালোবাসবে আবার কিছু মানুষ তোমায় অবহেলা করবে। তাই বলে সকলের প্ৰিয় হওয়ার চেষ...
09/09/2025

সমাজে বা সংসারে বাস করতে হলে কিছু মানুষ তোমায় ভালোবাসবে আবার কিছু মানুষ তোমায় অবহেলা করবে। তাই বলে সকলের প্ৰিয় হওয়ার চেষ্টা করোনা কারণ সকলের প্রিয় হওয়ার চেষ্টায় নিজের অস্তিত্ব শেষ হয়ে যায়। নিজেকে ভালোবেসে নিজের জন্য বাঁচতে শিখো।

সবাই যদি ভালো থাকো তাতেই আমি সুখী, আমি মানুষ একজনই তোমরা না হয় বেশি। চাওয়া পাওয়ার এই দুনিয়ায় কেউ কারো মন মতো নয়,বিশ্বাসে...
04/09/2025

সবাই যদি ভালো থাকো তাতেই আমি সুখী, আমি মানুষ একজনই তোমরা না হয় বেশি। চাওয়া পাওয়ার এই দুনিয়ায় কেউ কারো মন মতো নয়,বিশ্বাসে যদি টিকে থাকে কেউ তাতেই কি বা ক্ষতি।আমি আছি আমার মতো দিব্যি হাঁসি খুঁশি। শুভ সকাল।

03/09/2025

বুদ্ধিতে কেউ কম নয় দেখি কে বোকা হয়।

01/09/2025

মনিটাইজেশন পাওয়ার পর যা ইনকাম হচ্ছে তা কমতে শুরু করে যদি কোন কারণে কাজ বন্ধ রাখি। আপনাদের কি তাই হচ্ছে?

সন্তান যখন জয়ী হয় তখন জিতে যায় মা,আমরা চাই না তারা হেরে যাক। তাই সন্তান কে পজেটিভ ভাবনায় রাখা উচিত। তাঁদের বিশ্বাস দেওয়া...
22/08/2025

সন্তান যখন জয়ী হয় তখন জিতে যায় মা,আমরা চাই না তারা হেরে যাক। তাই সন্তান কে পজেটিভ ভাবনায় রাখা উচিত। তাঁদের বিশ্বাস দেওয়া উচিত তারা পারবে, তাঁদের কারো সাথে তুলনা না করে বলা উচিত "তুমি পারবে আমার বিশ্বাস কারণ তুমি সবার মাঝে সেরা।" ゚viralシfypシ゚viralシalシ

দিনশেষে একজন প্রিয় মানুষের কথা ভাবুন, কিছু ভালো সময় চিন্তা করুন, কিছু হারিয়ে যাওয়া মানুষ চিন্তা করুন, প্রিয় মানুষ হ...
21/08/2025

দিনশেষে একজন প্রিয় মানুষের কথা ভাবুন, কিছু ভালো সময় চিন্তা করুন, কিছু হারিয়ে যাওয়া মানুষ চিন্তা করুন, প্রিয় মানুষ হারিয়ে গেলে কেমন লাগে সেটা ভাবুন। দেখবেন কারো প্রতি রাগ,অভিমান সব চলে গেছে। একটা দিন সুন্দরভাবে শুরু হচ্ছে। মনটা হালকা লাগছে। শুভরাত্রি সবাইকে।

আমাদের বাড়ির বড় জামাই।তৃপ্তি নিয়ে খাবার শেষ করলেন।শেষে মিষ্টি টকের বাটিটা শেষ করবেন। এমন জামাই হলে রাঁধতে ও ভালোলাগে খ...
19/08/2025

আমাদের বাড়ির বড় জামাই।তৃপ্তি নিয়ে খাবার শেষ করলেন।শেষে মিষ্টি টকের বাটিটা শেষ করবেন। এমন জামাই হলে রাঁধতে ও ভালোলাগে খাওয়াতেও ভালো লাগে।

19/08/2025

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

বাঘ মামা আমায় কানে কানে কিছু বলল। বলল সবাই কমেন্ট করে না গেলে সবার ঘাড় মটকাবে। তাই তাড়াতাড়ি কাজটা করে ফেলো 😆😆😆
17/08/2025

বাঘ মামা আমায় কানে কানে কিছু বলল। বলল সবাই কমেন্ট করে না গেলে সবার ঘাড় মটকাবে। তাই তাড়াতাড়ি কাজটা করে ফেলো 😆😆😆

16/08/2025

আপনাকে যদি জীবন থেকে হারিয়ে যাওয়া একজনকে ফিরিয়ে দেওয়া হয় তখন আপনি কাকে ফেরত চাইবেন?

Address

Fenchuganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanvi-Aariv's family Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category