29/08/2024
আলহামদুলিল্লাহ😌
একটা দেশের স্টুডেন্ট মুভমেন্টে অন্য একটি দেশের ইন্টেলিজেন্স এজেন্সির স্নাইপার আসলো। পোলাপান হার না মেনে লাশের সংখ্যা বাড়িয়ে গেলো।
দুই হাত মেলে দাঁড়িয়ে যাওয়া এক আবু সাইদকে গুলি করলো। এরপর প্রতি মিছিলের সামনে হাত মেলে দিয়ে একেকজন আবু সাইদ হতে লাগলো।
পানি খাওয়ানো একটা মুগ্ধকে মেরে ফেললো। অলিতে-গলিতে পানির বোতল হাতে নিয়ে শত মুগ্ধ বেরিয়ে আসলো।
ভার্সিটিগুলোতে নেট বন্ধ। অলিগলিতে সব ওয়াইফাই পাসওয়ার্ড ওপেন করে দেওয়া হলো।
শেষমেশ আর কিছুতে না পেরে পানি ছেড়ে বন্যা বানালো। সারাদেশ থেকে হাজার হাজার অপেশাদার রেসকিউ টিম এগিয়ে আসলো।
বন্যার ফলে খাদ্যসঙ্কট দেখা দিল। ফান্ড কালেকশনে শত শত সংগঠন নেমে আসলো। এক টিএসসির ফান্ডেই আজকের জমা আশি লাখের কাছাকাছি।
পুকুরের পানি ছাদে উঠেছে। ছেলেপেলে ট্রাকভর্তি নৌকা নিয়ে হাজির।
ট্রাক্স নিতে জ্বালানি লাগবে। পেট্রোল পাম্পে জ্বালানি ফ্রিতে দেওয়া হচ্ছে।
ফাস্ট রেসকিউর জন্য স্পিড বোটের দরকার। কর্ণফুলী শিপিং কোম্পানি বোট দিচ্ছে।
ত্রাণ কিনতে টাকার দরকার। সবার অবস্থান থেকে সাহায্যে ত্রাণ বক্স ভরে উঠছে।
ত্রাণ কর্মীদের যাতায়াতের গাড়ি দরকার। একুশে এক্সপ্রেস ফ্রি'তে টিকেট দিচ্ছে।
যোগাযোগের জন্য ফোনে নেট দরকার। অপারেটর কোম্পানি ফ্রিতে নেট দিচ্ছে।
দেবার জন্য উদাহরণ দরকার? ছোট্ট এক বাচ্চা ছেলে ওমরাহ'র জন্য জমানো সাড়ে চৌদ্দ হাজার টাকা ত্রাণ বাক্সে দিয়ে দিচ্ছে।
অভূতপূর্ব দৃষ্টান্ত দরকার? পিচ্চি ইহান তিন বছরের জমানো পয়সা প্লাস্টিকের ব্যাংক সহ বাক্সে দিয়ে দিচ্ছে।
সম্প্রীতির চিহ্ন দরকার? দুর্গাপূজার ফান্ড থেকে একটি ইসলামিক সংগঠনের ত্রাণ তহবিলে ত্রাণ কেনা টাকা আসছে।
অসীম নিদর্শন দরকার? সারাদিন পরিশ্রম করে পাওয়া ৪০০ টাকার সবগুলোই ত্রাণ তহবিলে দিতে ওমর ফারুক নামে এক রিক্সা চালক ছুটে আসছে।
ভালবাসা ও সম্প্রীতির নিদর্শন দরকার? বন্যায় ভেসে যাওয়া হিন্দু ভাইবোনেরা আশ্রয় পেয়েছে মসজিদের ভিতর। পরম মমতায় তাদেরকে আগলে রেখেছে নিজ পরিবারের মতো।
মানসিকতা দরকার? সারাদিন ভিক্ষা করা প্রতিবন্ধীটাও তার ভিক্ষার ভাগ থেকে ত্রাণবাক্সে টাকা ফেলছে।
কি ভেবেছেন? এ জাতি এতই ভঙ্গুর?
এতই অথর্ব? এতই ঠুনকো? হাজার বছর ধরে জীবনযুদ্ধে সংগ্রাম করা এই জনপদ বৃটিশদের কামানে টলেনি। পাকদের গোলায় ধ্বসেনি। স্বৈরাচারের ভয়ে দমেনি। ভারতের আগ্রাসনে গুটিয়ে যাবে? তাদের কাছে হাতজোড় করবে?
ভুল। ফারাক্কার জল দেখতে দেখতে আমরা বন্যায় অভ্যস্ত হয়ে গেছি। সীমান্তে ঝুলন্ত ফালানিকে দেখতে দেখতে আমরা মরতে শিখে গেছি। আবরার ফাহাদদের দেখতে দেখতে আমরা এক নিভু শিখা থেকে একশো প্রজ্জ্বলিত আলোর জন্ম নিতে শিখে গেছি।
যতই স্ট্রাটেজি বদলান লাভ নেই।
কারণ, এ জাতি হারতে শিখেনি।
এ জাতি হারতে জানেনা।
চমৎকার!!!
Copy