28/05/2024
আলহামদুলিল্লাহ।🥰
📢আরও একটি লারাবেল ওয়েবসাইটের ডেটালেয়ার এনাবল এবং কনভারশন এপিয়াই সেটাপ কাজ সম্পন্ন করলাম।
Website URL: https://lajabab.com/
👉👉চলুন একনজরে দেখে নিই সার্ভার সাইট ট্র্যাকিং কিভাবে করে:
📢প্রথমত, ওয়েবসাইট থেকে ডেটা লেয়ার এনাবল করতে হয়। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জন্য একটা প্লাগিন থাকে সেটা দিয়ে সহজে করা যায়। এছাড়া শপিফাই বা কাস্টম মেইড ওয়েবসাইট গুলার জন্য জাবাস্ক্রিপট কোড দিয়ে করতে হয়।
গোগল ট্যাগ ম্যানেজার দিয়ে ব্রাউজার সাইট থেকে ফেসবুক কে ডেটা পাঠাতে হয়। Page view, View Content, Add to cart, Initiate Checkout, Purchase এই ইভেন্টে গুলার জন্য ভেরিয়েবল, ট্রিগার, ট্যাগ সেটাপ করে ডেটা পাঠাতে হয়।
এমনকি এই ইভেন্ট গুলাতে প্রোডাক্টের ইনফরমেশন পাঠাতে হয়। যেমন: content ids, content category, content name, content type, contents, currency, value
এইখানে কন্টেন্ট বলতে প্রোডাক্ট কে বুঝায় ফেসবুক। তাই ফেসবুক কে কন্টেন্ট নামে প্রোডাক্টের ইনফরমেশন পাঠাতে হয়।
📢ব্রাউজার থেকে সেটাপ করার পর সার্ভার সাইট থেকে ডেটা পাঠাতে হয়। সার্ভার থেকে ডেটা পাঠালে তখন ফেসবুক সব ধরণের অডিয়েন্সের ডেটা পায়। যেমন: আইফোন ইউজার, সাফারি, ব্রেভ, অপেরা, মজিলা, ক্রোম সহ যে কোন ব্রাউজার ইউজার কারীদের ডেটা ফেসবুক পায়। তখন ফেসবুক এডস টা আরো ভালো অপটিমাইজ করে এবং সঠিক অডিয়েন্স দিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করা যায়। বি.দ্র: সার্ভার সাইট টা প্রিমিয়াম। গুগগ ক্লাউড বা স্টেপ আয়ো প্ল্যাটফর্ম ব্যবহার করে এই সেটাপ করতে হয়। প্রতিমাসে সর্বনিম্ন চার্জ ২০ ডলার।
📢ডেটা লেয়ার এনাবল, ব্রাউজার সাইট, সার্ভার সাইট এই তিনটা জিনিস কমপ্লিট সেটাপ হইলে ফেসবুক প্রফার ডেটা পায়। আপনার এডস টা আরো ভালো অপটিমাইজ হয়। ধীরে ধীরে এডস কস্ট কমে আসে। রিটার্গেট করা যায়। এই প্রসেস কে বলা হয়: সার্ভার সাইট ট্র্যাকিং/ কনভারশন এপিয়াই।
💡𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐂𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧𝐬 𝐀𝐏𝐈 📈(𝐂𝐀𝐏𝐈) setup with 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐓𝐚𝐠 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐫 🎯(𝐆𝐓𝐌) in a Custom made website without the help of developer.💪