s_h_a_r_i_f_chowdhry

s_h_a_r_i_f_chowdhry Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from s_h_a_r_i_f_chowdhry, Digital creator, Feni.

13/04/2024

নিজেকে এত ঘৃনা করি জে অন্যরা আমাকে ঘৃণা করা শুরু করে!

28/02/2024

ফেনীতে বই মেলায় সঙ্গীত ও গানের অনুষ্ঠান ।

পৃথিবীর সব ধরনের টমেটো 🍅
15/02/2024

পৃথিবীর সব ধরনের টমেটো 🍅

14/02/2024

মানুষের সাথে আমি মিশেছি। হৃদয় দিয়ে মিশেছি। কেউ একটা কলি দিলে তার জন্য ফুলের বাগান হয়ে গেছি। মাথায় হাত রাখলেই নিজেকে আগাগোড়া জমা দিয়ে দিয়েছি। যখন খুশি যে যেভাবে চেয়েছে সে ভাবে ব্যবহার করেছে। তারা ভেবেছিলো আমি বোকা। যারা ঠকায় তারাই প্রকৃত পক্ষে ঠকে যায়। জীবনের হিসাবে আদুভাই হলেও মানুষ চেনার ক্ষেত্রে আমি দক্ষ।

আমি জানি উল্টো দিকের মানুষটা মিথ্যা বলছে, তার রঙঢং, তার সহানুভূতি, আবেগ, ভালোবাসা সব মিথ্যা। তবুও তার সাথে হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে জানান দিয়েছি তাকে বিশ্বাস করি। তার আরোও গভীরে ডুব দিয়ে আমি অপেক্ষা করেছি তার ভিতরের লুকিয়ে থাকা কুকুর দেখবো বলে।

বন্ধুমহল, আত্মীয়, প্রিয় মানুষ, পিছনে কাটি করে এসে সামনা সামনি শ্রদ্ধা ভক্তি, প্রশংসা, প্রেম, মমতা দেখিয়েছে। তাদের সাধুবাদ গ্রহন করেছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি।

তাদেরও মনে রেখেছি যারা ভিঁজিয়ে দিয়েছিল চোখ। তাদেরও মনে রেখেছি যারা হাতের গোলাপ নিয়ে খচখচ করে কাটা ফুটিয়ে দিয়েছিল বিশ্বাসের বুকে। তাদের জন্যেও বুক পেতে দিয়ে ছিলাম যারা উল্টো হাতে বন্দুকের নল তাক করেছিলো আমার দিকে। গভীর রাতে পাশ বালিশ ভিঁজিয়েছি আবার চোখ মুছে গাল টেনে হেসেছি, তবুও প্রকাশ করিনি।

আমি মানুষের সাথে যতো মিশেছি ততো মানুষ চিনেছি, স্রষ্টার দেওয়া দুইটা চক্ষু দিয়ে আমি সবচেয়ে বেশি যা দেখেছি তা আমার "সর্বনাশ" আর যারা করেছে প্রত্যেকেই ছিল আমার তথাকথিত আপন মানুষ।

14/02/2024

travelling for rangabati ✨

22/12/2023

Oh my God this is unbling this 😮🫡

তুমি কি প্রার্থনা করছো আল্লাহ্ কাছে..?
30/11/2023

তুমি কি প্রার্থনা করছো আল্লাহ্ কাছে..?

09/10/2023

তুমি যদি আয়নায় নিজের চেহারার প্রতিফলন দেখো, তবে ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি দেখতে পাবে।

বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো । তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও...
02/09/2023

বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো । তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো।বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন? অথচ তার একটি পা নেই!

লোকটি বললো মার্জনা করবেন জাহাপানা। দেখতে সাধারন হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো - আমি যখন শিকারে যাই,তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই।

আমার পাতানো ফাদের সাথে এই পাখিটিকেও বেধে রাখি। এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষন করে।

তার এই আওয়াজ শুনে ঝাকে ঝাকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাদ ।

বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন। এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাহাপনা! আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন?

তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজ্ও অমর হয়ে আছে।

""_তিনি বললেন, “যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে,তার এই পরিনতিই হওয়া উচিত”।

Address

Feni

Telephone

+8801318891737

Website

Alerts

Be the first to know and let us send you an email when s_h_a_r_i_f_chowdhry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to s_h_a_r_i_f_chowdhry:

Share