ফেনীর সংবাদ প্রতিদিন- Feni News Daily

  • Home
  • ফেনীর সংবাদ প্রতিদিন- Feni News Daily

ফেনীর সংবাদ প্রতিদিন- Feni News Daily ফেনীর সংবাদ প্রতিদিন সবার আগে পেতে Like ,Comments ও follow দিয়ে সাথে থাকুন ।

ফেনী জেলা বাংলাদেশের একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগ এর অন্তর্গত। ১৯৮৪ সালে ফেনী জেলা প্রতিষ্ঠিত হয়। জেলাটির আয়তন ৯২৮.৩...
11/05/2024

ফেনী জেলা বাংলাদেশের একটি জেলা। এটি চট্টগ্রাম বিভাগ এর অন্তর্গত। ১৯৮৪ সালে ফেনী জেলা প্রতিষ্ঠিত হয়। জেলাটির আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার।

এর উপজেলা সংখ্যা ৬টি। সেগুলো হলো: সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা, ছাগলনাইয়া এবং ফেনী সদর।

জনসংখ্যা ১৪৩৭৩৭১; পুরুষ ৬৯৪১২৮, মহিলা ৭৪৩২৪৩। মুসলিম ১৩৫২৮৬৬, হিন্দু ৮৩৭৭৩

১০ বছরে ফেনীতে জনসংখ্যা বেড়েছে ২ লাখ ১১ হাজার ৫২৫ জন। পরিসংখ্যান বিভাগ থেকে প্রাপ্ত জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ...

সারা শহর নোংরা...............................ফেনী র্গাল স্কুলের, ফেনীর প্রান কেন্দ্রে অবস্তিত, দুই পাশে মুল গেইটের সামনে...
08/05/2024

সারা শহর নোংরা...............................

ফেনী র্গাল স্কুলের, ফেনীর প্রান কেন্দ্রে অবস্তিত, দুই পাশে মুল গেইটের সামনে নোংরা থাকে সব সময়।

ফেনী থানার সামনের পুকুরের পাশে গন প্রশ্রাবার, সাধারণ মানুষ চলাচলে অনেক অসুবিধা, স্কুলের ছেলে মেয়েরা দেখতেছে রিকশাওলারা গন প্রস্রাব করছে, কৃষি ব্যাংক থেকে শুরু করে থানার গেইট পর্যন্ত গন প্রশ্রাব চলছে।

ফেনী শান্তি কোম্পানি রোড থেকে, ট্রাংক রোড পর্যন্ত, যন্ততত্র অব্যবস্থাপনা নৈরাজ্যে, হোটেলের সাথে মুরগীর দোকান, আবার, বরপের দোকান, সকালে বরফের দোকান থেকে পানি ছেড়েদেয়, সারা রাস্তা নোংরা থাকে।

ফেনী হক মার্কেটের সমনে সব সময় ময়লা পড়ে থাকে, সাথে গন প্রশ্রাব চলে ।

08/05/2024

ফেনীতে ভোট দিতে গিয়ে ধরা কয়েক কিশোর ।

রাস্তায় রং করে পরিবেশের ক্ষতি না করে যদি ঢাকা শহরের লোকাল বাস গুলায় এ ধরনের আলপনা   দিত তাহলে অন্তত পরিবেশটা এবং বাসগু...
18/04/2024

রাস্তায় রং করে পরিবেশের ক্ষতি না করে যদি ঢাকা শহরের লোকাল বাস গুলায় এ ধরনের আলপনা দিত তাহলে অন্তত পরিবেশটা এবং বাসগুলা দৃষ্টিনন্দন হতো। বাঙালির বুদ্ধি হলে কথা। অবশ্যই আপনার মতামত টা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন।

ফেনী রাজাঝির দিঘির পাড় সুন্দর ও মনোরম পরিবেশ।
04/04/2024

ফেনী রাজাঝির দিঘির পাড় সুন্দর ও মনোরম পরিবেশ।


ঢাকা টিটি পাড়া থেকে ফেনী স্টার লাইনের বর্তমান ভাড়া ৪৩০ টাকা নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে।যা পূর্বের ভাড়া ছিলো ৪৮০ টাকা।
04/04/2024

ঢাকা টিটি পাড়া থেকে ফেনী স্টার লাইনের বর্তমান ভাড়া ৪৩০ টাকা নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে।যা পূর্বের ভাড়া ছিলো ৪৮০ টাকা।

আমাদের একটুকরো ফেনী শহর!
30/03/2024

আমাদের একটুকরো ফেনী শহর!

ফেনী সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফপ্রতিনিধিফেনীপ্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩: ১৯সীমান্তফেনীর ছাগলনাইয়া উ...
06/02/2024

ফেনী সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
প্রতিনিধিফেনী
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩: ১৯

সীমান্ত
ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ৯৯ নম্বর পিলার-সংলগ্ন পূর্ব ছাগলনাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

এ ঘটনা জানাজানির পর আজ মঙ্গলবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে কোনো সুরাহা হয়নি। বিজিবি জানিয়েছে, বৈঠকে চোরাকারবারির অভিযোগে ২৩ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএসএফ।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে উপজেলার সীমান্তবর্তী পূর্ব ছাগলনাইয়া এলাকা থেকে এক বাংলাদেশিকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার গুঞ্জন শুনে স্থানীয় লোকজন খবর নিতে কাঁটাতারের কাছে যান। হঠাৎ বিএসএফ এসে বাংলাদেশিদের ধাওয়া দেয়। একপর্যায়ে তারা ২৩ জন বাংলাদেশিকে ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), মো. সামিন (৪০), মো. হারুন (২৩), মো. লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মো. মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম (২২), মো. হানিফ (৩৫), আবুল হাসান (৩০), মো. ইমরান (২২), মো. রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), মো. করিম (২০), ছাগলনাইয়ার মটুয়া এলাকার মো. খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মো. মাহিম (২৫), মো. হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কেউ থানায় লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেননি। তিনি খোঁজখবর নিচ্ছেন।
ফেনী ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, গতকাল রাতের ঘটনায় আজ কোম্পানি পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চোরাকারবারির অভিযোগে ২৩ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএসএফ। বিএসএফের পক্ষ থেকে আটক ব্যক্তিদের একটি তালিকা দেওয়া হয়েছে। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে ওই ২৩ বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র বিজিবির হাতে এসেছে। এ বিষয়ে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।

সূত্র: প্রথম আলো

চাউল ৭০/৮০ টাকাআলু ৪৫/৫০ টাকাআদা ৩০০ টাকা পিয়াজ ৭৫/৮০ টাকারসুন ১৮০/২০০ টাকা সয়াবিন তেল ২০০ টাকা ৬০ টাকার নিচে কোন সবজি ন...
22/01/2024

চাউল ৭০/৮০ টাকা
আলু ৪৫/৫০ টাকা
আদা ৩০০ টাকা
পিয়াজ ৭৫/৮০ টাকা
রসুন ১৮০/২০০ টাকা
সয়াবিন তেল ২০০ টাকা
৬০ টাকার নিচে কোন সবজি নাই
শাক ২০/২৫ টাকা আটি
চিনি ১৪০ টাকা
এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন

প্রত্যেকটি ঔষধের দাম বৃদ্ধি
বাচ্চাদের প্রত্যেকটি পন্যের দাম বৃদ্ধি

চারিদিকে হতাশা আয় করি দুই টাকা আর ব্যায় এর হিসাব লম্বা।😞
কোথায় যাবে এই অসহায় জনগন?

পিক..কালেক্টড 🙏

22/01/2024

আসলামুয়ালাইকুম প্রিয় ফেনীবাসী!?
কি অবস্থা আপনাদের!?
কেমন আছেন আপনারা!?!

20/08/2023

সাঈদীর জন্য দোয়া করায় ফেনীতে মসজিদের খতিবকে অব্যাহতি সৌজন্যে: মানবজমিন অনলাইন

20/07/2023

ফেনীতে আওয়ামীলীগের উন্নয়ন শোভাযাত্রায় ককটে'ল বিস্ফোর'ণের ঘটনার ও সিসি ক্যামেরার ফুটেজ।

18/07/2023

রাজধানীর বাংলা কলেজের সামনে বিএনপির পদ যাত্রায় হা'মলা ধাওয়া পাল্টা দাওয়া।

১৮ জুলাই (মঙ্গলবার) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ফেনী জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে ফেনী জেলা প্রশাসক এবং...
17/07/2023

১৮ জুলাই (মঙ্গলবার) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ফেনী জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে ফেনী জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কে অবহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য-সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন গঠন ও ইয়াকুব নবী।

18/05/2023

ফেনীতে ফেজবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আ’ত্ম’হ’ত্যা


#ফেনীরসংবাদপ্রতিদিন


Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেনীর সংবাদ প্রতিদিন- Feni News Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share