7 Minutes Bangla

7 Minutes Bangla আমি একজন আইনজীবী, ফলো দিয়ে রাখতে পারেন। মানুষ উপকৃত হতে পারে এরকম আইনী বিষয়ে ভিডিও কন্টেন্ট তৈরী করি।

07/11/2025

এটা আবার কোন ধরণের মাছ ধরার সিস্টেম। fans

07/11/2025

ড্রোন ভিউ fans

06/11/2025

ভূমি জরিপের অনলাইন কোর্সটি মাত্র ৯৯০/- টাকায় কোর্স ঘরে বসে করে ফেলুন, যার রেগুলার মূল্য ৪০০০/- টাকা। এই অফারটি গ্রহণ করে মাত্র ৯৯০/- টাকায় কোর্সটিতে ভর্তি হতে এখনি কমেন্ট করুন।সার্ভে কমিশনের রিপোর্ট লিখার বিস্তারিত সহ সার্ভে আমিনশীপ কোর্স অনলাইন কোর্সটি করুন মাত্র ৯৯০/- টাকায়।আলহামদুলিল্লাহ, ভূমি জরিপের উপর অনলাইনে প্রশিক্ষণের কোর্সটি আজকে থেকে শুরু হয়ে গেলো। ইনশাআল্লাহ, যে কেউ ঘরে বসে এই কোর্সটি করে নিতে পারেন। এই ফ্রি-রেকর্ডের কোর্সটিতে ভর্তি হলে প্রতি শুক্রবার জুমে ক্লাস প্রবলেম সলভ ক্লাসে অংশ নিতে পারবেন। কোর্সটিতে মোট ৩০ টি ক্লাস থাকবে, অল্প কথায় বলতে গেলে সার্ভে-আমিন, দলিল লিখক, অ্যাডভোকেট কমিশনার হতে যা কিছু জানা প্রয়োজন তা সকল বিষয় আলোচনা করা হয়েছে। বি:দ্র: প্রতি সপ্তাহে ৫ টি করে ক্লাস সংযুক্ত/আপডেট করা হয়।যেকোন সমস্যায় Whatsapp এ নক দিন, 01812-993761 fans 7 Minutes Bangla Advocate-Naser Uddin Miazi

নকশা কালিকের বিভিন্ন ৭টি স্বচ্ছ স্কেলের কম্বো প্যাকেজ। বিস্তারিত কমেন্টে...
01/11/2025

নকশা কালিকের বিভিন্ন ৭টি স্বচ্ছ স্কেলের কম্বো প্যাকেজ। বিস্তারিত কমেন্টে...

"If you don't find a way to make money while you sleep, you will work until you die". ..Warren Buffet"আপনি যদি এমন কোন ব...
01/11/2025

"If you don't find a way to make money while you sleep, you will work until you die". ..Warren Buffet
"আপনি যদি এমন কোন বৈধ আয়ের পথ খুঁজে না পান, যে মাধ্যমে আপনি ঘুমাতে থাকলেও টাকা আয় হবে, তবে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে হবে।" এর বাংলা অর্থ হলো, যদি আপনি এমন কোনো রয়েলিটি বা প্যাসিব ইনকামের ব্যবস্থা তৈরি না করেন যা আপনার ঘুমন্ত অবস্থাতেও টাকা আয় করবে, তাহলে আপনাকে সারাজীবন শুধু কাজ করে যেতে হবে। এটি বোঝায় যে, নিষ্ক্রিয় ইনকাম বা রয়েলিটি ইনকাম বা প্যাসিব ইনকামের মাধ্যমে আয় করার ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার প্রত্যেকটা স্কিলকে আয়ের উৎস তৈরী করুন। যেমন বই লিখা, কন্টেন্ট তৈরী, কোন স্কিলের উপর অনলাইন কোর্স তৈরী, কিংবা সঞ্চয় ডিপোজিট করা ইত্যাদি।

ভূমি জরিপের অনলাইন কোর্সটি মাত্র ৯৯০/- টাকায় কোর্স ঘরে বসে করে ফেলুন, যার রেগুলার মূল্য ৪০০০/- টাকা। এই অফারটি গ্রহণ করে...
31/10/2025

ভূমি জরিপের অনলাইন কোর্সটি মাত্র ৯৯০/- টাকায় কোর্স ঘরে বসে করে ফেলুন, যার রেগুলার মূল্য ৪০০০/- টাকা। এই অফারটি গ্রহণ করে মাত্র ৯৯০/- টাকায় কোর্সটিতে ভর্তি হতে এখনি কমেন্ট করুন।সার্ভে কমিশনের রিপোর্ট লিখার বিস্তারিত সহ সার্ভে আমিনশীপ কোর্স অনলাইন কোর্সটি করুন মাত্র ৯৯০/- টাকায়।আলহামদুলিল্লাহ, ভূমি জরিপের উপর অনলাইনে প্রশিক্ষণের কোর্সটি আজকে থেকে শুরু হয়ে গেলো। ইনশাআল্লাহ, যে কেউ ঘরে বসে এই কোর্সটি করে নিতে পারেন। এই ফ্রি-রেকর্ডের কোর্সটিতে ভর্তি হলে প্রতি শুক্রবার জুমে ক্লাস প্রবলেম সলভ ক্লাসে অংশ নিতে পারবেন। কোর্সটিতে মোট ৩০ টি ক্লাস থাকবে, অল্প কথায় বলতে গেলে সার্ভে-আমিন, দলিল লিখক, অ্যাডভোকেট কমিশনার হতে যা কিছু জানা প্রয়োজন তা সকল বিষয় আলোচনা করা হয়েছে। বি:দ্র: প্রতি সপ্তাহে ৫ টি করে ক্লাস সংযুক্ত/আপডেট করা হয়।যেকোন সমস্যায় Whatsapp এ নক দিন, 01812-993761

15/10/2025

ভূমি জরিপের কোর্সে জয়েন করতে ভিজিট করুন মাত্র ৯৯০/- টাকায়।
ডেমো ক্লাস দেখতে পারেন এবং ভর্তি হতে পারেন নিচের লিংকে প্রবেশ করে.. https://courses.lawacademybd.com/mainamatisurvey
এখানে ঢুকে ময়নামতি সার্ভে কোর্সটি Buy করতে পারেন। অথবা আমাদের হোয়াটসপ করতে পারেন 01812-993761

ভূমির পরিমাপ ও দলিল খতিয়ান শিক্ষার অনলাইন কোর্স, ৩০ ক্লাস প্রায় ৭০টির উপরে রেকর্ডেড ভিডিও দিয়ে সাজানো হয়েছে কোর্সটি, প্র...
15/10/2025

ভূমির পরিমাপ ও দলিল খতিয়ান শিক্ষার অনলাইন কোর্স, ৩০ ক্লাস প্রায় ৭০টির উপরে রেকর্ডেড ভিডিও দিয়ে সাজানো হয়েছে কোর্সটি, প্রতি শুক্রবার রাত ৯ টায় ট্রাবলস্যুটিং ক্লাস। প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। ৯৭ জনের মত এনরোল করেছেন ইতিমধ্যে। কোর্সটির মূল্য ৪০০০/- টাকা হলেও প্রথম ২০০ জন মাত্র ৯৯৯/- টাকা জয়েন করার সুযোগ পাচ্ছেন। কোর্স রেজিষ্ট্রেশন লিংক ১ম কমেন্টে। #ল্যান্ডমার্ক

14/10/2025

ভূমি জরিপ ও দলিল খতিয়ান শিক্ষার অনলাইন কোর্স করুন ঘরে বসে

07/10/2025

ভূমি জরিপের কোর্সে জয়েন করতে ভিজিট করুন মাত্র ৯৯০/- টাকায়।
ডেমো ক্লাস দেখতে পারেন এবং ভর্তি হতে পারেন নিচের লিংকে প্রবেশ করে..
কমেন্টে দেওয়া লিংকে ঢুকে ময়নামতি সার্ভে কোর্সটি Buy করতে পারেন। অথবা আমাদের হোয়াটসপ করতে পারেন 01812-993761

07/10/2025

ময়নামতি ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স এখন ফেনীতে (সরাসরি এবং অনলাইন আলাদা ব্যাচ)
👨‍🎓👨‍🎓কোর্স শুরু: ১০ অক্টোবর ০২৫, প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত, (৩ মাস ও ৬ মাস মেয়াদী)

✅অফলাইন কোর্স ফি- ৬০০০/-

🆓 ফ্রি অফার-- নিচের লিংকে দেওয়া ১০০০/- টাকা মূল্যের অনলাইন কোর্সটি রেজিষ্ট্রেশন করে নিলে আপনার ভর্তি নিশ্চিত হবে এবং এই মহুর্ত্বেই অনলাইন রেকর্ডেড কোর্সটি পেয়ে যাবেন।
https://courses.lawacademybd.com/courses/mainamatisurvey/

💵💵বাকি ৫০০০/- অফলাইন ক্লাসে ধাপে ধাপে দেওয়ার সুযোগ থাকবে।

💠আমাদের এই কোর্সের এক্সট্রা সুবিধা কিঃ💠

✅১। প্রত্যেক ক্লাসেই লেকচার শীটের সফট কপি হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপে প্রদান করা হয়। হার্ড কপিও সংগ্রহের ব্যবস্থা আছে।

✅২। কোর্স শেষে সরাসরি ফেনী অথবা নারায়ানগঞ্জ চিটাগং রোড ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট নিতে পারবেন। যা সল্প মেয়াদী কোর্স হিসাবে অ্যাডভোকেট কমিশনার কিংবা অন্যান্য সার্ভেয়িং সেক্টরে আবেদন করতে পারবেন ( “ডিপ্লোমা ইন সার্ভে কোর্স” যেসকল ক্ষেত্রে আবশ্যক সেসকল ক্ষেত্রে আবেদন করতে পারবেন না) ।

✅৩। রয়েছে সরাসরি ক্লাস ও পরীক্ষা এবং অনলাইনে আলাদা আলাদা ব্যাচ।

✅৪। অনলাইন ক্লাসে গুলোতে ক্লাস ভার্সুয়ালি এমন ভাবে উপস্থাপন করা হয় আপনার মনে হবে আপনি মাঠে আছেন কিংবা স্কেলের ক্লাস গুলোতে মনে হবে গুনিয়া স্কেল দিয়ে আপনি নিজে মাপযোপ করছেন। যা ফটোশপের মাধ্যমে ভার্সুয়ালি উপস্থাপন করা হয়। অনলাইনের ক্লাস জুম এপে নেওয়া হয়। সরাসরির কোর্সের তুলনায় অনলাইনে খরচ কম নেওয়া হয়।

✅৫। আমাদের অ্যাডভোকেট কমিশনের কাজে আমাদের সরাসরি ক্লাস ও অনলাইন ক্লাসের সকল ছাত্রকে সরাসরি মাঠে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যালি শিক্ষার সুযোগ দিয়ে থাকি। আমাদের হোয়াটসপ গ্রুপে আমরা কমিশনের দিন তারিখ সময় ঘোষণা দিয়ে থাকি যাতে আগ্রহী ছাত্ররা আমাদের সাথে মাঠে জরিপ দেখার সুযোগ পেতে পারে।

📚📖কি কি রয়েছে এই কোর্সেঃ

💠১। আপনি সকল ধরণের খতিয়ান যেমন সি/এস, আর/এস, এস/এ, দিয়ারা, এমআর, ডিপি, বি/এ ইত্যাদি খতিয়ান চিনতে ও বুঝতে পারবেন। এছাড়াও পুরাতন খতিয়ান সমূহের সাংকেতিক হিস্যা যেমন আনা, গন্ডা, কড়া, ক্রান্তির, তিলের হিসাবসহ বর্তমান খতিয়ান সমূহের গাণিতিক ও ডিজিটাল হিস্যা বুঝতে পারবেন।

💠২। আপনি সকল ধরণের হস্তান্ত দলিল যেমন, সাফ-কবলা, হেবা, দান, বন্টন, নাদাবী দলিল, পাওয়ার অব এটর্ণি দলিল, ইত্যাদি দলিলের সব কিছু বুঝতে পারবেন এবং দলিল লিখকের কাজ কাজ করতে পারবেন।

💠৩। জমি পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করা শিখতে পারবেন, জমির পরিমাণ শতাংশ, গন্ডা, কাঠা, ইত্যাদি আঞ্চলিক এককে হিসাব করতে পারবেন।

💠৪। একটি বড় জমি হতে নি্দির্ষ্ট অংশ ভাগ করে দেওয়ার পাঁচ রকমের পদ্ধতি শিখতে পারবেন।

💠৫। জমি পরিমাপের গড় পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি, ত্রিকোণমিতিক পদ্ধতি ব্যবহার করে শুদ্ধভাবে জমি মাপা শিখতে পারবেন।

💠৬। মাটির হিসাব, কাঠের হিসাব, বালুর হিসাব, ইটের হিসাব ইত্যাদি শিখতে পারবেন।

💠৭। তুলনামূলক নকশা ট্রেসিং করার কলাকৌশল শিখতে পারবেন।

💠৮। এক কথায় আমিন/সার্ভেয়ার/দলিল লিখকদের জানা দরকার এমন সকল বিষয় সিলিবাস অনুসারে আলোচনা করা হবে। ভর্তির পর আমাদের কোর্সের কোন ক্লাসে কি আলোচনা হবে তার সিলিবাস ও আউটলাইন প্রদান করা হবে।

এই কোর্স করে আপনি নিজেকে একজন দক্ষ আমিন/সার্ভেয়ার হিসাবে গড়ে তুলতে পারবেন এবং নিজেকে বেকারত্বের অভিশাপ হতে মুক্ত করে আমিন হিসাবে সফল ক্যারিয়ার গড়ে স্বাবলিম্বী হতে পারবেন। আপনি যদি একজন চাকুরীজিবি বা পেশাজিবি ব্যক্তি হয়ে থাকেন তবে নিজ পেশার পাশাপাশি আমিন/সার্ভেয়ার হিসাবে কাজ করতে পারবেন মাসে ৭০/৮০ হাজার টাকা অতিরিক্ত উপার্জন করতে পারেন।

যেকোন তথ্যের জন্য কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন
01812993761

রুম-২২, ২য় তলা, তারানিবাস, ফুডগার্ডেন উত্তরে, ট্রাংকরোড, ফেনী। 01812993761

কোন বিষয় জানা বাকি থাকলে কল দিতে পারেন। ধন্যবাদ।

বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে নক করুন। +8801812-993761

Advocate-Naser Uddin Miazi #ভূমিপরিমাপ

05/10/2025

Address

Trank Road
Feni
3900

Telephone

+8801750151134

Website

https://www.lawacademybd.com/

Alerts

Be the first to know and let us send you an email when 7 Minutes Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share