Wareesha Manaal

Wareesha Manaal মা - মেয়ের খুনসুটি
(1)

11/03/2024
Alhamdulillah
10/03/2024

Alhamdulillah

25/02/2024

আজ শবেবরাতের রাত ভাগ্য পরিবর্তনের আরেকটা রাত! আল্লাহ আপনার কাছে কত মানুষ কত কিছু চাইবে, সকলের মনের আশা পূরণ করিও,

আমিন! ❤️

24/02/2024

রাত হলেই মনে হয় এই পেইজএ কোন কিছু পোস্ট করি বাট দিনের বেলা মনে থাকে নাহ 😂
পেইজের নাম চেঞ্জ করে In-sha-allah খুব শীঘ্রই এই পেইজ এ একটিভ হবো।

How much love for this act of baby🥰🥰🥰
21/02/2024

How much love for this act of baby🥰🥰🥰

21/02/2024
19/02/2024
13/02/2024

যখন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না তখন থেকেই আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।
আলহামদুলিল্লাহ।

তখন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনা এবং কারো ভালো দেখে আমি আফসোসও করি না। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোসও করবোনা কোনদিন। আমি শান্তির একটা দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা কারন এই অধিকার আল্লাহ তায়ালা কাউকেই দেননি।

"রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না।

আলহামদুলিল্লাহ।

মায়েরা সন্তানদের সুখের জন্য সব করতে পারেন।আজ বলবো তেমন একটা ঘটনা। একজন মায়ের গল্প -তিনি হলেন মেরি অ্যান বেভান যিনি "পৃথি...
12/02/2024

মায়েরা সন্তানদের সুখের জন্য সব করতে পারেন।

আজ বলবো তেমন একটা ঘটনা। একজন মায়ের গল্প -তিনি হলেন মেরি অ্যান বেভান যিনি "পৃথিবীর সবচেয়ে কুশ্রী মহিলা" হিসাবে পরিচিত ছিলেন কিন্তু আপনি তার সমন্ধে জানবেন, তখন আপনি তাকে "পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি" এবং সুন্দরী মা বলে ডাকবেন।"(প্রজাপতি)

ম্যারি অ্যান অ্যাক্রোমেগালিতে ভুগছিলেন যার কারণে তার মুখের অস্বাভাবিক বৃদ্ধি ছিল এবং মুখ ছিল লম্বা আকৃতির

তার স্বামীর মৃত্যুর পর, ঘরে কোন উপার্জনকারী না থাকায়, ঋণ জমা এবং তার চার সন্তানের আর্থিক চাহিদার কারণে, তিনি অপমানজনক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং "বিশ্বের সবচেয়ে কুশ্রী মহিলা" এর আপত্তিকর খেতাব জিতেছিলেন।

পরে তাকে একটি সার্কাস পার্টিতে নিয়োগ দেওয়া হয়েছিল।, যেখানে তিনি বিভিন্ন শহরে ভ্রমণ করতেন এবং লোকেরা তাকে হাসতে এবং অপমান করতো তাকে দেখলেই। মানুষ সন্তানদের জন্য কিনা করতে পারে ভাবুন তো।

তিনি তার সন্তানদের লালন-পালন করতে এবং তাদের একটি উন্নতমানের জীবন দেওয়ার জন্য অন্যদের উপহাস, অপমান রোজ সহ্য করেছিলেন। তিনি 1933 সালে মারা যান। .."(প্রজাপতি)

আজ অবধি, সমাজ মানুষকে তাদের শারীরিক গঠনের উপর বিচার করে, আমাদের চোখ যদি দেহের অসুন্দর চেহারার পরিবর্তে তার আত্মা সৌন্দর্য দেখতে পেত, তবে মেরি অ্যান বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতেন। আমার চোখে তিনি সবচেয়ে সুন্দর মানুষ এবং মা। মায়েরা কখনও অসুন্দর হয়না

ঠিক
11/02/2024

ঠিক

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wareesha Manaal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wareesha Manaal:

Share