14/08/2025
সবাই ভাবে হাসিমুখ মানেই সুখী মানুষ…
কিন্তু কেউ দেখে না সেই হাসির আড়ালের লুকানো কান্না।
রাতের নীরবতায় যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়,
মন তখন হাজার প্রশ্ন করে—
“আমি কি সত্যিই কারো দরকারি?”
শিখে গেছি…
মানুষ শুধু ভালো সময়ে পাশে থাকে,
অন্ধকার সময়ে তোমার হাত ধরতে খুব কমই কেউ আসে।
তাই ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছি—
হয়তো এটাই ভালো… 🖤