02/10/2025
দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, লাকী রোডের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সুগন্ধা পরিবহনের বাস উল্টে রাস্তার পাশের দোকানের উপর পড়ে যায়।
এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর আশপাশের স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছে।