
29/08/2025
নিশি রাতের হাওয়ায় প্রশান্তি নামে ধীরে,
আল্লাহর রহমতে জীবন কাটুক ঘিরে।
সুস্থ রাখুক দেহমন, মুছে দিক সব ভয়,
নেক হায়াত দান করুন, মিলুক অফুরান জয়।
নিরাপদ হোক প্রতিটি রাত, থাকুক দোয়ার ছোঁয়া,
ভালোবাসার আলো ছড়িয়ে যাক সর্বদা।