ভন্ড 2.0

ভন্ড 2.0 MD Shakib I'd
ভন্ড 1st page

30/05/2025

❛ হাসি এক, অর্থ দুই ❜

সন্তানের দিকে তাকিয়ে হাসি
= মাতৃত্ব। স্নেহ। মমতা।

স্বামীর দিকে তাকিয়ে হাসি
= সতীত্ব। ভালবাসা। বিশ্বস্ততা।

একজন নারী একটি জাতি।

—লেখা: আতীক উল্লাহ হাফিযাহুল্লাহ

30/05/2025

শখের মানুষ ত্যাগ করেছি বস।
এখন যাকে দেখি তাকেই ভাল্লাগে!🙂

30/05/2025

– দরুদ পড়তেছেন তো ⁉️

জুম'আর দিনে এবং রাতে বেশি বেশি দরুদ পাঠ করুন। রাসূল (ﷺ) বলেন,
তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হল জুম'আর দিন। এই দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ কর। যেহেতু তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়ে থাকে।

— [সুনানে আবু দাউদ, হাদিস নং - ১৫৩১]

29/05/2025

জীবন তখন সুন্দর ছিলো, যখন এক ঘুমে সকাল হতো.😅

One dress. One direction.🤍
29/05/2025

One dress. One direction.🤍

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী)  নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাক...
28/05/2025

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী) নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনিরা তাকে শান্তনা দিয়ে বলেন" মন খারাপ করোনা,আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি। -লোকটি উত্তর দেয়,আমি হজ্জের নিয়তে এসেছি,আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে। পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারনে বিমান পুনরায় ফেরত আসছে।

আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেইন তাকে না নিয়ে প্লেন নিয়ে ২ বারের মতো উড়াল দেয়।

এরপর ঝড়ের কারনে বিমান আবার ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরন করেন। এরপর ক্যাপ্টেইন ওই যাত্রীকে বলেন " আল্লাহর কসম আমি আর উড়বোনা,যতোক্ষণ না আপনি প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে রওনা দেয়।💗

27/05/2025

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী) নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়।
তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাকেন।
নিরাপত্তা বাহিনিরা তাকে শান্তনা দিয়ে বলেন" মন খারাপ করোনা,আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি।
-লোকটি উত্তর দেয়,আমি হজ্জের নিয়তে এসেছি,আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে।
পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারনে বিমান পুনরায় ফেরত আসছে।

আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেইন তাকে না নিয়ে প্লেন নিয়ে ২ বারের মতো উড়াল দেয়।

এরপর ঝড়ের কারনে বিমান আবার ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরন করেন।
এরপর ক্যাপ্টেইন ওই যাত্রীকে বলেন " আল্লাহর কসম আমি আর উড়বোনা,যতোক্ষণ না আপনি প্লেনে উঠেন।
অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে রওনা দেয়।।

পেইজের পরবর্তী আপডেট পেতে পেইজটি লাইক/ফলো করুন এবং সংযুক্ত থাকুন,ধন্যবাদ।👉 ভন্ড 2.0

আগামীকাল সন্ধার আগে চুল কেটে ফেলুন। কারন পয়গম্বরে আরাবী (সঃ) বলেন জিলহজ্জ মাসের এক তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত হাতের নখ,...
27/05/2025

আগামীকাল সন্ধার আগে চুল কেটে ফেলুন।
কারন পয়গম্বরে আরাবী (সঃ) বলেন জিলহজ্জ মাসের এক তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত হাতের নখ,মাথার চুল,ও অন্যান্য গোপন অঙ্গের চুল, ( না কাটাই হলো সুন্নত) ঈদের নামাজের পর ঐ সমস্ত চুল নক কাটলে পশু কুরবানির সাওয়াব পাওয়া যায়।
❤️ ছাওয়াবের উদ্দেশ্যে আমল টা সবাই করার চেষ্টা কারবো ইনশাআল্লাহ ❤️

🫣
26/05/2025

🫣

26/05/2025

رَبَّنَا اغْفِرْ لِى وَلِوٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
হে আমার প্রতিপালক! যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং বিশ্বাসীদেরকে ক্ষমা করো।’
সূরা ইবরাহীম (আয়াত, ৪১)

26/05/2025

হাসবুনাল্লাহু ওয়া'নিমাল ওয়াকীল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।☝️🤍

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভন্ড 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share