Shanta Rani Das

Shanta Rani Das I am ready to give you full computer skill and freelancing service.

16/05/2023

নিজেকে পরিবর্তন করার জন্য ১০ টি গুরুত্বপূর্ণ বিষয়।

১।"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?

২।"আমার দ্বারা সম্ভব নয়"-> কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয়?

৩।"সব শেষ হয়ে গেছে"-> আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন?

৪।"অনেক সময় চলে গেছে"-> কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে?

৫।"আমার কেউ সাহায্যকারী নেই"-> সবাই নিজেকে নিয়েই ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে.....?

৬।"আমি অনেক কষ্টে আছি"-> একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি!

৭।"অনেক টাকার দরকার"-> টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন ! নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়- পরের টাকায় সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যায় না!

৮।"আমি দেখতে খারাপ"-> ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না- এমন নিশ্চয়তা কোথায় পেলেন?

৯।"আমার কপাল টাই খারাপ"-> কোন আয়নায় দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন?

১০। "আমি হতাশায় ভুগছি"->হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন.....?

নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন "কেন এমন হল !"

কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন....? নিজের মনের ভিতরে এক নিষ্ঠ ভাবে আত্ম মন্থন , আত্ম সমোলোচনা করেছেন...? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন "নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে- নতুন করে- নতুন ভাবে জেগে উঠতে হবে, আর সময়ের অপচয় করা যাবেনা এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন।

তাহলে আবার শুরু থেকেই প্রারম্ভ করুন।
বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে !!!

চলুন, শুরু করা যাক, নতুনভাবে পথচলা🤝✊





Collected

✅আসুন জেনে নেই একজন ফ্রিল্যান্সার আর আপনার মাঝে পার্থক্যঃ ✅আপনার কাছে একটি স্মার্ট ডিভাইস আছে তেমনি, ফ্রিল্যান্সার এর কা...
06/04/2023

✅আসুন জেনে নেই একজন ফ্রিল্যান্সার আর আপনার মাঝে পার্থক্যঃ

✅আপনার কাছে একটি স্মার্ট ডিভাইস আছে তেমনি, ফ্রিল্যান্সার এর কাছেও আছে।
✅আপনি অনলাইনে সময় ব্যয় করেন, একজন ফ্রিল্যান্সার ও একই কাজ করে।
✅আপনি অনলাইন ব্যবহার করতে টাকা খরচ করেন, তা ফ্রিল্যান্সার ও করে।
✅আপনি বলেন আমি ফেইসবুক ব্যবহার করি তেমনি এটা একজন ফ্রিল্যান্সার ও করে।

✅তাহলে পার্থক্য কোথায়...?
পার্থক্য হলো শুধু দক্ষতায়.
✅আপনি অনলাইনে সময় অপচয় করছেন, যা জীবন থেকে কেড়ে নিচ্ছে মূল্যবান অনেক সময়। আমি বলবো অনলাইন আপনি ব্যবহার করছেন না বরং অনলাইন আপনাকে ব্যবহার করছে..!

✅একজন ফ্রিল্যান্সার, অনলাইনে একই সময় ব্যয় করছে ইনকাম করার জন্য।
তাই সময় থাকতে দক্ষ হোন।

Collected

11/03/2023

আমি শান্তা রাণী দাস।আমি বিএসএস আধ্যায়নরত একজন ছাএী।এছাড়াও বর্তমানে আমি Success Biz Family এর ব্যাচ জানুয়ারি ২০ এর একজন ছাএী। আমি ডিজিটাল মার্কেটিংয়ের লেভেল -১ এর ক্লাস গুলোর শেষের দিকে আছি। এই ক্লাস গুলো থেকে আমি ডিজিটাল মার্কেটিংয়ের নিয়ে অনেক কিছু শিখতে পেরেছি।

এছাড়াও Success Biz Family আমাদের একটা সুযোগ দিয়েছেন স্কিল গুলো ডেভেলপ করে প্রজেক্ট মেম্বার হওয়ার।এই প্রজেক্ট মেম্বার হওয়ার জন্য আমাদের একটা স্কিল টেস্ট উর্ওীন হতে হবে।এই স্কিল টেস্ট হওয়ার আগে আমাদের গোল সেটআপ ক্লাস হয়েছে।সে ক্লাস গুলো আমি খুব নিখুঁত ভাবে সম্পন্ন করেছি।ক্লাস গুলোতে স্যার আমাদের বুঝিয়েছে। ইনকামের আগে সিস্টেমকে গুরুত্ব দিতে হবে।কারণ সিস্টেম ডেভেলপমেন্টর মাধ্যমে ইনকাম করা যায়। এছাড়াও ক্লাস গুলো থেকে ক্যারিয়ার গঠনের অনেক গুলো দিকনির্দেশনা পেয়েছি যেগুলোর মাধ্যমে আমি খুব ভালোভাবে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে পারবো।

গতকাল Rubayet Ul Karim স্যার আমাদের স্কিল টেস্টের উপর ক্লাস নিয়েছিলেন।স্যার ক্লাসে খুব ভালো ভাবে বুঝিয়েছেন কীভাবে স্কিল টেস্ট দিবো,মার্কস কত,সময় কতক্ষণ,এবং কি ভাবে প্রশ্নগুলো জমা দিবো। এছাড়াও স্কিল টেস্ট উর্ওীণ হওয়ার পর কী কী কাজ করতে হবে কীভাবে করতে হবে এই সম্পর্কে ধারণা দিয়েছেন।

স্যারকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ও সহজ ভাবে বোঝানোর জন্য।

স্বাস্থ্যই সম্পদ 👉👉সাধারণত স্বাস্থ্য বলতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেই বুঝায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বাস্থ্য হচ...
07/03/2023

স্বাস্থ্যই সম্পদ
👉👉সাধারণত স্বাস্থ্য বলতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেই বুঝায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বাস্থ্য হচ্ছে সম্পূর্ণ রূপে শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি অবস্থা, কেবল রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়।এছাড়াও স্বাস্থ্য বলতে আবেগগত এবং শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থতার একটি অবস্থাকে বোঝায়।

✅✅স্বাস্থ্য সকল সুখের মূল।স্বাস্থ্য একজন মানুষের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। কেননা একজন স্বাস্থ্যহীন ধনবান ব্যক্তির চেয়ে ধনহীন স্বাস্থ্যবান ব্যক্তি অধিকতর সুখী জীবন যাপন করে।যে ব্যক্তির শরীর ও মন দুই সুস্থ, সেই প্রকৃত স্বাস্থ্যবান ব্যক্তি। স্বাস্থ্যহীন একজন ব্যক্তির কাছে অর্থ,যশ,খ্যাতি,সন্মান, প্রভাব প্রতিপওি সবকিছু অর্থহীন।তাই স্বাস্থ্য যত্ন নেওয়া আমাদের একটি অন্যতম কর্তব্য।

✅✅এছাড়াও স্বাস্থ্য ভাল না থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন:স্বাস্থ্যহীন ব্যক্তির চিন্তাশক্তি ও স্মৃতিশক্তি লোপ পায়।স্বাস্থ্যহীন ব্যক্তির মেজাজ সব সময় খিটখিটে থাকে।সব সময় মানসিক ভাবে বিদ্ধস্ত থাকে।সব কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিতা করে।ছোট কোনো সমস্যা অনেক বড় মনে করে যার ফলে ব্যক্তি জীবনে অনেক বঁাধার সম্মুখীন হয় এবং সাংসারিক জীবনে সর্বপ্রকার উন্নতি অসম্ভবপর হয়ে ওঠে।অন্যদিকে স্বাস্থ্যবান ব্যক্তি সাংসারিক, বাহ্যিক সর্ব প্রকার উন্নতির শিখরে পোঁছে যায়।

🟢🟢স্বাস্থ্য দুই প্রকার।
১/শারীরিক স্বাস্থ্য।
২/মানসিক স্বাস্থ্য।
🫁🫁শারীরিক স্বাস্থ্য: শারীরিক স্বাস্থ্য বলতে প্রত্যকটি অঙ্গ, প্রত্যঙ্গ সঠিক ভাবে কাজ করাকে বুঝায়।শারীরিক সুস্থতার মধ্যে মানুষের শ্বাস-প্রশ্বাস, হৃদকার্য,পেশি শক্তি,নমনীয়তা ও দেহিক গঠন নির্ভর করে।শারীরিক সুস্থতা শরীরের বিভিন্ন রোগব্যাধি হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের স্বাস্থবিধি মেনে চলতে হবে।এছাড়াও প্রাত্যাহিক যোগাভ্যাস,ব্যায়াম,পুষ্টিকর আহার ও পর্যাপ্ত বিশ্রামের ফলে তা সম্ভব হয়।

🧠🧠মানসিক স্বাস্থ্য:মানসিক স্বাস্থ্য বলতে মানুষের আবেগিক,সামাজীক এবং মানসিক সুস্থতাকে বোঝায়।প্রত্যেকটি মানুষের মানসিক সুস্থতা তার নিজের উপর নির্ভর করে।একজন ব্যক্তি তার অবস্থার উপর কতটুকু খুশি সেটার উপর নির্ভর করে তার মানসিক সুস্থতা।একজন ব্যক্তি মানসিক ভাবে সুস্থ না হলে সে শারীরিক ভাবে সুস্থ থাকেনা।কারণ একজন মানুষের পরিপূর্ণ এবং সক্রিয়ভাবে জীবন যাপনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনীয়তা আবশ্যক।

✅✅আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুু হচ্ছে আমাদের সুস্বাস্থ্য।এই স্বাস্থকে রক্ষা করতে হলে স্বাস্থ্যবিধির সাথে সাথে আর কিছু কার্যকরী উপায় মেনে চলতে হবে।সেগুলো হলো:
১/পুষ্টি ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া।
২/পর্যাপ্ত পানি পান করা।
৩/যথেষ্ট পরিমাণে ঘুম ও বিশ্রাম করা।
৪/নিয়মিত শরীরচর্চা করা।
৫/পর্যাপ্ত আলো বাতাস গ্রহণ করা।
৬/স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করা।
৭/সব সময় হঁাসি খুশি থাকা।
৮/নিজের অবস্থার উপর ভরসা রাখা।

27/01/2023

✅✅বেকারত্ব দূরীকরণের ফ্রিল্যান্সিংয়ের গুরুত্ব :

🟢🟢ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন একজন শিক্ষিত বেকার, তাঁর পরিবার এবং দেশ।
ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং। অর্থের বিনিময়ে কাজ করা যোদ্ধাদের থেকে ফ্রিল্যান্সারদের উৎপত্তি।মুক্তভাবে কাজ করা যায় বলে বর্তমানে সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যেই ফ্রিল্যান্সিং বহুলভাবে প্রচলিত। প্রতিনিয়ত এর প্রসার বেড়েই চলেছে।

🟢🟢বাংলাদেশের ফ্রিল্যান্সাররা দেশের অর্থনীতিতে একটি বিশেষ ভূমিকা পালন করেছে৷ বাংলাদেশের ফ্রিল্যান্সারদের যে পরিমাণ আয় হয় তা সরকার রেমিটেন্স আকারে পায় ৷ বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর এর তথ্য অনুসারে বাংলাদেশের প্রায় প্রতি বছর ১০ কোটি মার্কিন ডলারের বেশি রেমিটেন্স আসে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ৷অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশ ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে দ্বিতীয়। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) জানিয়েছে, দেশে সক্রিয় ফ্রিল্যান্সারের সংখ্যা দেড় থেকে দুই লাখ।অর্থাৎ মোটাদাগে তরুণদের একটা বড় অংশ বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে যুক্ত আছে এবং দেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করে।

🟢🟢মানবসম্পদ হচ্ছে একটি দেশের সবচেয়ে সম্পদ। শিক্ষিত দক্ষ জনশক্তিকে বলা হয় মানব মূলধন। কারিগরি শিক্ষা দিয়ে জনগণকে দক্ষ করে তুললে তা হবে সবচেয়ে বড় অর্জন।তবে আইসিটি খাতকে আরো গতিশীল করতে এবং ফ্রিল্যান্সিংকে উৎসাহিত করতে সরকারের নানামুখী উদ্যোগ ও পদক্ষেপ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তবে এই উদ্যোগ আরো বেগবান হবে যদি রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় প্রতিটি শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিংয়ে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে তাদেরকে মানবসম্পদে পরিণত করা যায়। বাংলাদেশি তরুণরা অনেক আন্তর্জাতিক পরিমন্ডলে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। আপওয়ার্ক, ফাইভারের মত ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশি তরুণ ফ্রিল্যান্সরা, গুগলের মত প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছে বাংলাদেশি তরুণরা।শুধু ফ্রিল্যান্সিং দিয়েই বাংলাদেশের অর্থনীতিতে নতুন এক মাইলফলক তৈরি হতে পারে, যা একাধারে রাষ্ট্রকে স্বনির্ভর করে সমুন্নত রাখবে এবং দেশের বেকারত্বকে শুন্যের ঘরে নামিয়ে
শিক্ষিত বেকাররা আত্মকর্মসংস্থানে উৎসাহিত হবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে। তাই বাংলাদেশের শিক্ষিত বেকারত্ব দূরীকরণের ফ্রিল্যান্সিংকে অন্যতম সেরা সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত সরকার ও শিক্ষিত বেকারদের।

✅✅বেকারত্ব কী?🔴🔴বেকারত্ব একটি মারাত্মক সামাজিক সমস্যা। উন্নত-অনুন্নত নির্বিশেষে বেকারত্ব কমবেশি সব দেশেরই অন্যতম সামাজিক...
19/01/2023

✅✅বেকারত্ব কী?

🔴🔴বেকারত্ব একটি মারাত্মক সামাজিক সমস্যা। উন্নত-অনুন্নত নির্বিশেষে বেকারত্ব কমবেশি সব দেশেরই অন্যতম সামাজিক সমস্যা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এদেশের বেকার সমস্যা অত্যন্ত প্রকট। বেকারত্বের অভিশাপে জর্জরিত দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মক্ষমতা থাকা সত্ত্বেও কাজের সুযোগ না পেয়ে মেধা ও সামর্থ্যের অপচয় ঘটছে। ফলে তাদের পারিবারিক ও ব্যক্তিগত জীবন দুর্বিষহ হয়ে উঠছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক প্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

🔴🔴সাধারণত ব্যক্তির বেকার অবস্থাকেই বেকারত্ব বলা হয়। কর্মক্ষম ব্যক্তির কাজ করার ইচ্ছা থাক সত্ত্বেও যখন কাজ পায় না তখন সে অবস্থাকেই বেকারত্ব বলা হয়। সামাজিক দৃষ্টিতে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কর্মক্ষম ব্যক্তির কর্মসংস্থান না হওয়াকে বেকারত্ব বলে।

🔴🔴বেকারত্ব দূর করার অন্যতম মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং।ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশ থেকে বেকারত্বর মতো বড় সমস্যা দূর করা যায়।

✅✅কন্টেন্ট রাইটিং কি ? 🔴🔴কন্টেন্ট রাইটিং  হলো যেকোনো একটি বিষয়বস্তু যেটাকে লেখনের মাধ্যমে ব্যক্তিগত ভাবে তৈরি করা যেতে প...
18/01/2023

✅✅কন্টেন্ট রাইটিং কি ?

🔴🔴কন্টেন্ট রাইটিং হলো যেকোনো একটি বিষয়বস্তু যেটাকে লেখনের মাধ্যমে ব্যক্তিগত ভাবে তৈরি করা যেতে পারে।

🔴🔴কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে মূলত একটি বিশেষ keyword এর ওপরে লক্ষ্য করে কনটেন্ট লেখা হয়।
এবং সেই keyword এর মাধ্যমেই সেই কনটেন্ট টিকে বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলোতে খুঁজে পাওয়া যায়।

🔴🔴 কন্টেন্ট রাইটিং সাধারণত ৪ ধরনের হয়ে থাকে।

1)Audio content: ভয়েস বা শব্দের উচ্চারণ এর মাধ্যমে তৈরি বা রেকর্ড করা কনটেন্ট। যেমন, podcast, FM ইত্যাদি।

২)Video content: ভিডিওর মাধ্যমে তৈরি করা কনটেন্ট গুলোকে ভিডিও কন্টেন করা হয়। যেমন, YouTube video, web series, movies ইত্যাদি।

3) Text content: যেই কনটেন্ট গুলোকে লেখনের মাধ্যমে তৈরি করা হয় সেগুলোকে টেক্সট কনটেন্ট বলে। যেমন, article, books ইত্যাদি।

4)Image content: ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তু গুলোকে ইমেজ কনটেন্ট বলে। যেমন, logo, templates, graphics ইত্যাদি।

🔴🔴একজন সেরা কনটেন্ট রাইটার হতে পারলে আপনি একজন freelancer হিসেবে বিভিন্ন content writing jobs গুলো করতে পারবেন।এছাড়া, বর্তমান সময়ে এই কন্টেন্ট রাইটিং এর কাজ গুলো ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে করা হচ্ছে।

✅✅ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)🟢🟢ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্য...
14/01/2023

✅✅ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)

🟢🟢ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন একজন শিক্ষিত বেকার, তাঁর পরিবার এবং দেশ।
ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং। অর্থের বিনিময়ে কাজ করা যোদ্ধাদের থেকে ফ্রিল্যান্সারদের উৎপত্তি।মুক্তভাবে কাজ করা যায় বলে বর্তমানে সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যেই ফ্রিল্যান্সিং বহুলভাবে প্রচলিত। প্রতিনিয়ত এর প্রসার বেড়েই চলেছে। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ফাইভার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদি। এসব ওয়েবসাইটে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন, যার মধ্যে ডেটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ইত্যাদি।

যখন ইচ্ছা করবে তখন চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

Address

Dagonbhuiyan
Feni

Alerts

Be the first to know and let us send you an email when Shanta Rani Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanta Rani Das:

Share