কবিতাッ

  • Home
  • কবিতাッ

কবিতাッ your favourite কবিতা 💖nam to suna hi hoga 💗👀

যখন আমরা এমন কিছু নিয়ে বারবার চিন্তা করি যার কোনো সমাধান আমাদের হাতে নেই তখন শরীরের স্ট্রেস প্রতিক্রিয়া ব্যবস্থা সারাক্ষ...
20/07/2025

যখন আমরা এমন কিছু নিয়ে বারবার চিন্তা করি যার কোনো সমাধান আমাদের হাতে নেই তখন শরীরের স্ট্রেস প্রতিক্রিয়া ব্যবস্থা সারাক্ষণ সক্রিয় থাকে। একে বলা হয় ক্রনিক স্ট্রেস বা দীর্ঘস্থায়ী মানসিক চাপ। এই চাপ শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলে, ফলে শরীর সহজেই নানা অসুখে আক্রান্ত হয়। এই মানসিক চাপের সময় শরীরে কর্টিসল নামের একটি হরমোনের পরিমাণ বেড়ে যায়। কর্টিসল বেশি হলে হজমের সমস্যা, গা ও পেশিতে ব্যথা, মাথাব্যথা দেখা দেয়। দীর্ঘমেয়াদে এই হরমোন উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো জটিল রোগের কারণ হতে পারে।

তবে সমস্যাটা শুধু শারীরিক নয়। মানসিক চাপের কারণে মানুষ অনেক সময় ভুলভাবে নিজেকে সামলাতে চেষ্টা করে। যেমন—অতিরিক্ত খাওয়া, ধূমপান বা নেশাদ্রব্য গ্রহণ যা শরীরের ওপর আরও খারাপ প্রভাব ফেলে। এইভাবে মানসিক চাপ এক ভয়ংকর চক্রে পরিণত হয়, যেটা থেকে বের হওয়া কঠিন মনে হলেও পুরোপুরি সম্ভব। থেরাপি, মেডিটেশন, কিংবা জীবনের ছোটখাটো পরিবর্তন—এই জিনিসগুলো চাপ কমাতে সাহায্য করে।

Someone : Tumi ki chao? *Me : এক বালতি Ice-cream...🥹
19/07/2025

Someone : Tumi ki chao? *

Me : এক বালতি Ice-cream...🥹

💯
17/07/2025

💯

15/07/2025

সবর সহজ নয়, সবর হলো কান্না, একা অনুভব করা, সবর হলো অপমান গ্রাস করা, সবর হলো চোখের পানি ঢেকে রাখা হাসি, সবর হলো আল্লাহর সাড়া পাওয়ার জন্য কান্না।❤️🦋

"নিশ্চয়ই আমি স"ন্নি"কটবর্তী"
[সূরা: আল- বাকারা আয়াত: ১৮৬]

জীবনে অনেক জিনিস খুব করে চেয়েও পাইনি। আল্লাহ আমায় দেন নি। খুব কষ্ট পেয়েছি বারেবারে। মনে হয়েছে এই দুনিয়ার আর কোনো মূল্যই ...
15/07/2025

জীবনে অনেক জিনিস খুব করে চেয়েও পাইনি। আল্লাহ আমায় দেন নি। খুব কষ্ট পেয়েছি বারেবারে। মনে হয়েছে এই দুনিয়ার আর কোনো মূল্যই নেই আমার কাছে। এরপর ধীরে ধীরে সেই অপূর্ণতার গল্প ভুলতে না ভুলতে আবার নতুন অপূর্ণতা এসে কষ্টের তরীটার দিক পাল্টিয়েছে। হতাশ হয়েছি, ভেঙে পড়েছি।

এই ব্যাপারটা চলছেই। জানিনা কতদিন চলবে। এতো জিনিসকে যত্ন করে মনে সাজিয়ে নিয়ে, স্বপ্ন এঁকে হারানোর যন্ত্রণাটা সত্যিই ভয়াবহ। তবে আশা রাখি, কারো প্রতি অন্যায়, অবিচার বা কারো ক্ষতি হোক সেটা কখনোই চাইনা বা করিওনা। নিজেকে নিয়ে এই জায়গাটাতে বেশ প্রশান্তির অনুভূতি আসে। আর তাই মনে হয়, সৃষ্টিকর্তা হয়তো সকল অপূর্ণতার বিনিময়ে এমন কিছু দিবেন যেটার জন্য হয়তো আমি প্রস্তুতই থাকবো না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।

আল্লাহ জানেন কে কেমন, আর কতোটা পথের ক্লান্ত পথিক।

সবশেষে সকলের স্বার্থহীন ভালবাসা আর দোয়া নিয়েই যেন জীবনের ইতি ঘটে! এতেই আমি চিরসন্তুষ্ট। 🖤🥀

14/07/2025

একটা সময় খুব চেষ্টা করতাম সবার কাছে নিজের ইমেজ বাঁচানোর,

সবসময় খেয়াল রাখতাম কেউ যাতে আমার নামে খারাপ না বলতে পারে, সবার সব কথা শুনতাম, যে যা বলতো করতাম, "So called ভালো" হয়ে থাকতাম,

বড্ডো বো/কা ছিলাম, তখন সবাই যে নিজের প্রয়োজনে, স্বার্থে কাজে লাগাতো এটাই বুঝতাম না, সবাইই taken for granted হিসেবে নিতো,

কিন্তু এখন, যে যা খুশি বলুক, I don't care. যে আমার মানসিক শান্তির কারন হবে সেই আমার প্রিয়জন, বাকি কাউকে চাই না, কাউকে চিনি না!❤️🌸

13/07/2025

শরীরের সৌন্দর্য দিয়ে বেশিদূর যেতে পারবেন নাহ৷ মনের সৌন্দর্য্য টা আসল। শরীরের সৌন্দর্য্য হারিয়ে যাবে ৪০ বছরের মধ্যে, কিন্তু মনের সৌন্দর্য্য ভালো হলে মৃত্যুর পরও মানুষ আপনাকে মনে রাখবে। 🌸

More than money could ever buy.💌❤️
13/07/2025

More than money could ever buy.💌❤️

ভাই/বোনের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করা আমাদের ফুফু/ খালাগত অভ্যাস..🫶🌸
12/07/2025

ভাই/বোনের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করা আমাদের ফুফু/ খালাগত অভ্যাস..🫶🌸

12/07/2025

Someone's mood right now

কেউ যখন আপনার কাছে সাহায্যের জন্য আসে, মনে রাখবেন আল্লাহ তার মনে আপনার নাম দিয়েছেন। আপনি সমাধান নন, আপনি শুধু একজন যারই...
12/07/2025

কেউ যখন আপনার কাছে সাহায্যের জন্য আসে, মনে রাখবেন আল্লাহ তার মনে আপনার নাম দিয়েছেন। আপনি সমাধান নন, আপনি শুধু একজন যারইয়া। আসলে সাহায্য করেন একমাত্র আল্লাহ।

তাই কারো উপকার করে কখনো অহংকার করবেন না। বরং বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তাঁর রহমতের জন্য ব্যবহার করেছেন!'❤️🌸

©️ Simra Khan

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিতাッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share