ফেনীর আলো

  • Home
  • ফেনীর আলো

ফেনীর আলো a new leftest news

12/03/2024
13/10/2023

শুক্রবার বিকালে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেনীতে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম বিশেষ প্রতিনিধি:  আতঙ্কিত না হয়ে সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন' ...
31/07/2023

ফেনীতে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম

বিশেষ প্রতিনিধি:

আতঙ্কিত না হয়ে সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন' এশ্লোগানে ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ফেনী পৌরসভার আয়োজনে পৌর চত্বরে, প্রধান অতিথি হিসেবে র‌্যালীর উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী'র সভাপতিত্বে র‌্যালীতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

ফেনী জেলা স্বেচ্ছাসেবক সংগঠন ও ফেনীতে কর্মরত এনজিও সমূহের সহযোগিতায় পৌর চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শুরু হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০বিশেষ প্রতিনিধি ফেনীতে পদযাত্রায় পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে...
18/07/2023

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০
বিশেষ প্রতিনিধি
ফেনীতে পদযাত্রায় পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, বিএনপির নেতাকর্মী ও ১০ সাংবাদিকসহ অর্ধশত লোক আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে ফেনী শহরের জিরোপয়েন্ট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী শহরের ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে পদযাত্রা শুরু করেন। ইসলামপুর রোড় ও জিরোপয়েন্টে পৌঁছলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। খবর পেয়ে শহরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়। পুলিশ সুপার জাকির হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজনৈতিক পক্ষের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সংবাদ সংগ্রহের সময় মোহনা টিভির প্রতিনিধি তোফায়েল আহম্মদ নিলন, আকাশ, তানজিলা, মুস্তাফিজসহ ১০ সংবাদকর্মী আহত হন।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং ফেনী যমুনা ব্যাংক শাখা, সাউথ ইস্ট ব্যাংক শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধন করে। পুলিশ নিরাপত্তার জন্য ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল যুগান্তরকে বলেন, পদযাত্রা নিয়ে ইসলামপুর এলাকায় যাওয়ার পর হঠাৎ আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় নেতাকর্মীরাও ক্ষেপে ওঠে। সংঘর্ষ বেঁধে যায়। এতে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।

ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী যুগান্তরকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে শহরে আমাদের দলের পক্ষ থেকে শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। তার অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা শহরের জিরোপয়েন্টে সমবেত হলে বিএনপি তাদের ওপর বোমা হামলা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। বিএনপি নেতাদের ইট ও বোমার আঘাতে আমাদের প্রায় ২০ নেতাকর্মী ও পুলিশ আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি শান্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে।

এদিকে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ যুগান্তরকে বলেন, এ হাঙ্গামার জন্য বিএনপি দায়ী। তাদের উস্কানিতে সংঘর্ষ শুরু হয়েছে।

সোমবার দুপুরে ফেনী পরশুরাম উপজেলার কালির বাজার সড়কের নির্মানকাজ পরিদর্শন করেন দুদক টিম।
17/07/2023

সোমবার দুপুরে ফেনী পরশুরাম উপজেলার কালির বাজার সড়কের নির্মানকাজ পরিদর্শন করেন দুদক টিম।

ফেনীর বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির মূল হোতাসহ আটক ৬বিশেষ প্রতিনিধি : ফেনীর দাগনভূঞায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মূতহোতাস...
17/07/2023

ফেনীর বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির মূল হোতাসহ আটক ৬

বিশেষ প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মূতহোতাসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া ৬টি ট্রান্সফরমারসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

গ্রেফতাররা হলেন- চক্রের মূলহোতা নোয়াখালী সেনবাগ উপজেলার মাহাতাবপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে জসিম উদ্দিন (৪০), সুধারাম থানার লালপুর গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো. কামাল (৩১), একই থানার শালিপুর গ্রামের ঈসমাইলের ছেলে সিএনজিচালক ইলিয়াস (২৬), ভোলার বোরহান উদ্দিন থানার চরআলগী ইউনিয়নের দেয়ালা গ্রামের মো. আলমগীরের ছেলে মো. খোকন (৩৫), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসুদিহাত গ্রামের মো. আবুল বাশারের ছেলে সবুজ (২৭), ভাঙ্গারি ব্যবসায়ী মাহবুব ট্রেডার্সের স্বত্বাধিকারী সুধারামপুর থানার ধর্মপুর গ্রামের আবু তাহেরের ছেলে বোরহান উদ্দিন (২৮)। পুলিশ জানায়, সম্প্রতি চোর চক্রের সদস্যরা রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা ও সিলোনীয়াসহ বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পল্লী বিদ্যুতের দাগনভূঞা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এজিএম রাশেদুল ইসলামসহ একাধিক কর্মকর্তা বাদী হয়ে থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন।

পুলিশসুপার জানানএরি সূত্র ধরে পুলিশ রোববার রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।পুলিশ সুপার বলেন, গ্রেফতাররা দাগনভূঞা, সোনাগাজী, সেনবাগ, সোনাইমুড়ি এলাকায় ট্রান্সফরমার চুরি করে ভাঙ্গারি দোকানে বিক্রি করে। পরে সেখান থেকে ঢাকার মিটফোর্ড এলাকায় বিক্রি করতো। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, মামলার আসামিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।এসময় সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হোসাইন, দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম উপস্থিত ছিলেন।

সোনাগাজীতে স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী গায়ের সোনাগাজী উপজেলা প্রতিনিধি সোনাগাজীতে অভিনব কায়দায় প্রতারণা...
15/07/2023

সোনাগাজীতে স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী গায়ের

সোনাগাজী উপজেলা প্রতিনিধি

সোনাগাজীতে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে প্রবাসী স্বামীর ১৭ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে স্ত্রী সুলতানা রাজিয়া (৩৫)। এনিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

এই ঘটনায় স্বামী ফখরুল ইসলাম (৪৬) বাদী হয়ে স্ত্রী সুলতানা রাজিয়া,শশুর আবদুল হাদী,এবং শ্যালক দেলোয়ার হোসেন কে আসামী করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিলে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে মামলা এফআইআর হিসাবে গ্রহন করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়,উপজেলার চরচান্দিয়া আক্রাম উদ্দিন মিয়াজী বাড়ীর এনামুল হকের পুত্র ফখরুল ইসলামের সাথে ২০০৬ সালের দিকে একই উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের কোরবান আলী সেক্রেটারী বাড়ীর আবদুল হাদীর মেয়ে সুলতানা রাজিয়া কে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর জীবিকার তাগিদে স্ত্রীকে রেখে প্রবাসে চলে যায় স্বামী। সেখান থেকে স্ত্রীর একাউন্টে ব্যাবসা ও চাকুরীর মাসিক বেতনের টাকা পাঠান এবং প্রায় সময় ১২ ভরি স্বর্ণালংকার তার স্ত্রীকে দেওয়া হয়।

প্রবাস থেকে দেশে ফিরে ফখরুল ব্যাবসা বানিজ্য শুরু করার জন্য স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি ও প্রবাস থেকে ব্যাংক একাউন্টে পাঠানো টাকা উত্তোলনের জন্য স্ত্রী বলা হলে স্ত্রী টালবাহানা শুরু করে তার বাবা বাড়ীতে চলে যায়,স্বামী খোঁজ খবর নিয়ে জানতে পারেন স্ত্রী তার পিতা ও ভাইয়ের প্রলোভনে পড়ে নগদ টাকা ও স্বর্ণালংকার অন্যত্র সরিয়ে পেলে।

স্বামী নিরুপায় হয়ে গত ০৩ জুলাই তার শশুর বাড়ী গিয়ে টাকা ও স্বর্ণালংকারের খোঁজ নিতে চাইলে স্ত্রী শশুর ও শ্যালক তার উপর অতর্কিত ভাবে হামলা করে আহত করে।

স্বামী ফখরুল ইসলাম বলেন, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করে প্রবাস-জীবনে কঠোর পরিশ্রম করে আয় করা সব টাকা গুলো পাঠিয়েছি, কিন্তুু সে আমার সাথে প্রতারনা করে ১৭ লাখ টাকা ও ১২ স্বর্ণ নিয়ে চলে গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, আসামীরা ইতোমধ্যে বিজ্ঞ আদালত থেকে জামিন লাভ করায় গ্রেফতার করা সম্ভব হয়নি, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত চলছে।

সোনাগাজীতে যুগান্তরের চেয়ারম্যনের মৃত্যু বার্ষিকীতে শত শত হাফেজের মাঝে খাবার বিতরণ। মো: আব্দুর রহিম, সোনাগাজী(ফেনী) প্রত...
13/07/2023

সোনাগাজীতে যুগান্তরের চেয়ারম্যনের মৃত্যু বার্ষিকীতে শত শত হাফেজের মাঝে খাবার বিতরণ।

মো: আব্দুর রহিম, সোনাগাজী(ফেনী) প্রতিনিধি:
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের বরেণ্য শীর্ষ শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সোনাগাজীতে কোরান খতম, দোয়া মাহফিল, স্বরণসভা ও হাফেজদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী পৌরসভার আল হেলাল একাডেমি রোড এ রহমান কমপ্লেক্সে মারকাযুল কুরআন হিফজ মাদ্রাসার হাফেজ ও বিভিন্ন বয়সের ছাত্ররা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অংশ নেওয়া মাদ্রাসার ১২০ জন হাফেজ কুরআনের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
দৈনিক যুগান্তর সোনাগাজী (ফেনী) প্রতিনিধি মো: আব্দুর রহিমের সভাপতিত্বে ও দৈনিক আমাদের সময় সোনাগাজী প্রতিনিধি ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মু:খালেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁইয়া,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল।
দোয়া মাহফিল ও স্বরণ সভায় আরো উপস্থিত ছিলেন,মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা বেলায়েত হোসেন,সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী হানিফ, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন,আজকের পত্রিকা'র আলমগীর হোসেন রিপন,দৈনিক আমার ফেনী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান,দৈনিক প্রভাত আলো প্রতিনিধি হাবিবুল ইসলাম রিয়াদ,দৈনিক ফেনীর প্রতিনিধি আব্দুল্লাহ রিয়েল,দৈনিক স্টার লাইন সোনাগাজী প্রতিনিধি আবছার সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, বাংলাদেশের একমাত্র দেশবরেণ্য শীর্ষ শিল্পপতি নুরুল ইসলাম বাবুল সারাজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে ১৯৭৪ সালে যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের মাধ্যমে যমুনা গ্রুপ যাত্রা শুরু করে। দীর্ঘ এ যাত্রায় যমুনার গ্রুপের অধীনে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সরকার কে কর দিয়ে এবং বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে যমুনা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
টেক্সটাইল, রিয়েল এস্টেট থেকে শুরু করে ব্যবসায়িক খাতে যমুনা গ্রুপের প্রচুর বিনিয়োগ রয়েছে।
৩৪ বছরেরও বেশি সময় ধরে যমুনা গ্রুপ- বিদ্যুৎ, প্রকৌশল, রাসায়নিক, চামড়া, পোশাক, টেক্সটাইল, প্রসাধন সামগ্রী, পানীয়, রিয়েল এস্টেট, আবাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন খাতে দেশে-বিদেশে ব্যবসা করে যাচ্ছে এই গ্রুপ।

বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলে রুহের মাগফিরাত কামনা করেন দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের খতিব মুফতি শরীয়ত উল্যাহ ফরহাদ। এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিসহ তার পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।
উল্লেখ যে বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম বাবুল ২০২০ সালের ১৪ জুন ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when ফেনীর আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেনীর আলো:

  • Want your business to be the top-listed Media Company?

Share