AM SOHEL 123

AM SOHEL 123 ┏━━━•| � |•━━━┓


◢▔▔▔◣
╔╝�╚╗
╠☞AM. (SOHEL)☜╣
╚╗V.I.P╔╝
◥▂▂▂◤


●▬▬▬▬●
●▬▬▬●
┗━━•| � |•━━┛

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Isha Tahfim Muskan, Nur Aasyia, Md Omur M...
26/07/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Isha Tahfim Muskan, Nur Aasyia, Md Omur Miya, Babul Khan

এটা কোন মানুষ নাকি জানোয়ার। একজন মানুষের বেঁচে থাকার জন্য এতগুলো জিনিস প্রয়োজন?? হাজারো গরিব মানুষ এক টুকরো  কাপড়ের জ...
23/07/2025

এটা কোন মানুষ নাকি জানোয়ার। একজন মানুষের বেঁচে থাকার জন্য এতগুলো জিনিস প্রয়োজন??
হাজারো গরিব মানুষ এক টুকরো কাপড়ের জন্য......

আইডিটা সাথে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ

😭😭😭উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুন ...
21/07/2025

😭😭😭উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুন ধরে চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ব্যাপক হতাহতের আশঙ্কা। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তিনি যেন সবার সন্তানদেরকে হেফাজত করেন। আমিন,,

সম্প্রতি নতুন একটা অনলাইন ফাঁদ শুরু হয়েছে। যার ফলে একটা ছোট ভুলেই আপনার অনেককিছু চলে যেতে পারে। এই অনেককিছুর মধ্যে রয়েছে...
20/07/2025

সম্প্রতি নতুন একটা অনলাইন ফাঁদ শুরু হয়েছে। যার ফলে একটা ছোট ভুলেই আপনার অনেককিছু চলে যেতে পারে। এই অনেককিছুর মধ্যে রয়েছে আপনার সম্মান, অর্থ, আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য। চলুন দেখে নেই কীভাবে করে এই কাজ।

সুন্দরী কোন মেয়ের আইডি থেকে আপনাকে মেসেজ দিবে। আপনি সরল মনে সেখানে রিপ্লাই দিলেন। আপনাকে প্রথমেই বলবে "Please Send Me Your WhatsApp Number" আপনি ব্যবসায়ী কিংবা সামান্য পরিচিত ব্যক্তিত্ব হলেও এই স্বাভাবিক রিপ্লাই দিতেই পারেন। এই দেয়াটাই তার প্রাথমিক স্টেপে জয়ী হয়ে গেলো।

এবার

সে আপনাকে মেসেজ দিবে হোয়াটসএপে। সেখানে সে আপনাকে কয়েক প্রকারের আলাপ দিবে। প্রথমে আপনার প্রফেশন, আপনার অবস্থান, আপনার কিছু প্রথমিক তথ্য নিবে। মানে সে বুঝতে চাইবে আপনি আর্থিকভাবে ক্যাপাবল কিনা। যখন সে বুঝবে আপনি ক্যাপাবল তখন সে যাবে ৩য় ধাপে।

এই ধাপে এসে সে আপনাকে বেশ কিছু ছবি শেয়ার করবে। আপনিও একটু ভাল লাগলে সেখানে লাইক দিবেন। কিছু জিজ্ঞেসা করবেন। সে আপনাকে ভিডিও কলে নিবে। সবকিছুই খুলে দেখাবে আপনাকে। আপনি ফেঁসে গেলেন তার চরকিতে... কিন্তু

যারা ২য় ধাপে তার সাথে তাল মিলায়নি তাদেরকে তিনি অফার দিবেন চাকরির জন্য। তাকে অফার দিবে ভালো আয়েস মশলাতে। সেখানে তাকে লিংক দিবেন। সেই লিংকে আপনি ক্লিক দিলেই আপনি চলে গেলেন তার গর্তে। এবার শর্ত মানার পালা... কিন্তু

যারা প্রথমেই তাকে হোয়াটসেপ নাম্বার দেয়নি তাদেরকে কি করবেন? তাদের জন্য রয়েছে নতুন ব্যবস্থা। তাদেরকে সেই মেসেঞ্জারেই অফার করবে কলে আসতে। সেখানে না আসলে তাকে অফার দিবে এমন কিছুর যা আপনি বুঝবেনই না। মজার বিষয় সে আপনাকে তার কৌশলের কাছে ধরতে চাইবেই।

তবে এইসব সিস্টেম পুরোনো হয়েছে। এখানের আয় দিয়ে এখন পোষায়না। তাই সম্প্রতি তারা নতুন পদ্ধতি শুরু করেছে। তারা আগে আপনার সাথে ভিডিও কল করে ভিডিও দিয়ে ব্লাক মেইল করতো। এখন তারা আপনার পুরো হোয়াটসএপের এক্সেস নিয়ে যায়।

আপনাকে প্রথমে হোয়াটসএপ নাম্বার দিতে বলবে। আপনি দিয়ে দিলে তারা অনলাইনে WhatsApp Web ব্যবহার করে আপনাকে বলবে "আপনার কাছে একটা লিংক গেছে সেখানে Ok দিন। আপনি দিয়ে দিলে এবার ২য় ধাপে একটা পিন চেয়ে নিবে। আপনি তাও দিয়ে দিলে আপনার মোবাইলের পুরো এক্সেস চলে যাবে তার হাতে।

সে এবার আপনার ফেইসবুকের পাস চেঞ্জ করে নিবে। সে এবার আপনার মেইলের পাস চেঞ্জ করবে। আপনার ছবি থেকে শুরু করে আপনার সকল তথ্য চলে যাবে তার কাছে। কেননা আপনার জিমেইল থেকে শুরু করে সবকিছুর অধিপত্য নিয়ে যাবে। সব পালটিয়ে আপনার হোয়াটসএপ দিয়ে টাকা চাইবে এবং না পেলে আপনাকে ব্লাক মেইল করা শুরু করবে।

আপনি একটি ছোট্ট ভুলে জীবন হয়ে উঠবে বিষাদময়। শুধু না জানার কারনে, ছোট্ট ভুলে আপনার টাকা, সম্মান সহ অনেক তথ্যই চলে যাবে তাদের কাছে। কেননা এখন ফেবুর আইডিতে প্রায় সবারই হোয়াটএপ এড রয়েছে, এখানে নাম্বার বেকাপ থাকে, এখানে আপনার কার্ড সহ অনেক তথ্যের ব্যাকাপ থাকে। তাই সুন্দরী মেয়ের আইডি দেখামত্রই তথ্য দেয়া ও ভিডিও কলে যাওয়া থেকে বিরত থাকুন।

একটা বিষয় খেয়াল করবেন। এই আইডি বেশীরভাগ নারীদের ছবি ব্যবহৃত। এই নারীদের ছবিও বেশ সুন্দর। অধিকাংশ হিন্দু/সনাতন ধর্মীয় নাম। অধিকাংশের লোকেশন ভা/র/ত। তাদের আইডিতে কোন মেজর কিছুই নাই। খালি কয়েকটা খোলামেলা ছবি আর ভিডিও ছাড়া।

খুব খেয়াল না হইলে দেখাবে রান, নিয়ে যাবে সম্মানের সব ধান... এই ধরনের হ্যাকিং ফেইসবুক, হোয়াটসেপ ও ইমুতেও হতে পারে। তাই আসুন সচেতন হই, নিজে জানি ও অন্যকে জানিয়ে দেই। উঠতি বয়সের তরুনেরা এই ফাঁদে বেশী আটকাচ্ছে আজকাল।

আসুন সচেতন হই অনলাইনে।

(সংগৃহীত)

20/07/2025

Sushanta Das

স্বামীর ভুলে কখনো রাগ করতে নেই, 😅@সেরা ফ্যান Abu Taleb Elius Hossen Muhammad Kawsar
19/07/2025

স্বামীর ভুলে কখনো রাগ করতে নেই, 😅
@সেরা ফ্যান Abu Taleb Elius Hossen Muhammad Kawsar

17/07/2025

গোপালগঞ্জ বাসিরা, ভালো করেই জানে
বাঁচলে আপারে পাবেন, আর মরলে বাবারে পাবেন। 🤭

মনে থাকবে চিরকাল গোপালগঞ্জে পু*টকি লাল..
16/07/2025

মনে থাকবে চিরকাল
গোপালগঞ্জে পু*টকি লাল..

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের একমাত্র আমড়া গাছ, এবার আমড়া ধরেছে সেই লেভেলের! গাছ থেকে পেড়ে সব রুমে সমান হা...
12/07/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের একমাত্র আমড়া গাছ, এবার আমড়া ধরেছে সেই লেভেলের! গাছ থেকে পেড়ে সব রুমে সমান হারে বন্টন করে দিয়েছে শিক্ষার্থীরা!
দেশের সব প্রতিষ্ঠানে এমন রীতিনীতি চালু হোক।

Address


Alerts

Be the first to know and let us send you an email when AM SOHEL 123 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AM SOHEL 123:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share