Tamjid Hasan

Tamjid Hasan Allah Almighty I am satisfied with Allah plan. Alhamdulillah thanks for what Allah has given me

10/07/2025
08/07/2025

একদিন মেঘদল বলল এসে,
চিরদিন থাকে নাকো কেউ তো পাশে।
ভেঙে যায় বাঁধন আর কোলাহল সব;
শুধু পাশে থেকে যান আমাদের রব।

সুখের জন্য ঘর চাড়া মানুষই জানেজীবনে সব চাইতে সুখের মুহুর্ত মূলত 'ঘরে ফেরা।💔😅
03/05/2025

সুখের জন্য ঘর চাড়া মানুষই জানে
জীবনে সব চাইতে সুখের মুহুর্ত মূলত 'ঘরে ফেরা।💔😅

23/01/2025

চাঁদ এবং সুদূর আকাশের অতিকায় তারকার এই দর্শন থেকে আমি খুব বড় একটা জিনিস শিখেছি। জীবনে ছোট কিংবা ক্ষুদ্র হওয়াটা মুখ্য বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো প্রিয় মানুষদের কতখানি কাছাকাছি আমরা থাকতে পারছি। চাঁদ অতিশয় ছোট, কিন্তু অতি নিকটে থাকার ফলে আমাদের জীবনে তার গুরুত্ব এবং ব্যাপ্তি অত্যন্ত বেশি। আমাদের প্রত্যাহিত জীবন জুড়ে থাকে সে-জোয়ার ভাটায়, গল্প ভাবনায়, ভাবের আতিশয্যে। কিন্তু অন্য তারকারা আয়তনে সুবিশাল হতে পারে, কাছাকাছি না থাকা আমাদের জীবনের সেগুলোর কোন গুরুত্ব নেই।

22/01/2025

মাঝে মাঝে আমি 'সময়' নিয়ে চিন্তা করি। কি দুর্দান্ত এক সম্পদ এই জিনিসটা! প্রতিদিন নিয়ম করে চব্বিশটা ঘন্টার ঝুটি হাতে নিয়ে সে আমাদের দুয়ারে চুপচাপ এসে দাঁড়ায়, কিন্তু কিছুই বলে না। যেন তার কথা বলতে মানা অথবা আমাদের ব্যাপারে সে খুব বেখেয়াল। সে শুধু ঝুড়িটা আমাদের সামনে তুলে ধরে আর বলে এই নাও তোমার আজকের দিনের চব্বিশ ঘণ্টা।

19/01/2025

একজীবনে কি পাচ্ছেন আর কি পাচ্ছেন না, কার কাছে পাচ্ছেন আর কার কাছে পাচ্ছেন না-এসব ভেবে যদি জীবন সাজাতে যান, তাহলে মানুষের ভুলগুলো বড় করে দেখা ছাড়া উপায় থাকবে না। মানুষের ভুলগুলো, ক্রটিগুলো যদি মনে রাখতে শুরু করেন, সেই নোট খাতা একদিন এনসাইক্লোপিডিয়ার সমান হয়ে দাঁড়াবে! চারপাশে আপনি তখন শত্রু ছাড়া আর কিচ্ছু দেখতে পাবেন না, কিন্তু এমন সংকীর্ণ হৃদয় নিয়ে বাঁচবার জন্য ইসলাম আপনাকে শেখায় না। ইসলাম আপনাকে উদার, মহৎ আর প্রশস্ত হৃদয় বানাতে শেখায়।

📖 এবার ভিন্ন কিছু হোক।

15/01/2025

অপ্রিয় সত্য 🙂

11/12/2024

জীবনের গোলকধাঁধায় আমরা মাঝেমধ্যেই পথ হারাই। মাঝে মাঝে ভীষণ শূন্যতাবোধে যখন হাহাকার করে ওঠে মন, জীবন যখন খুঁজে পায় না জীবনের মানে, তখন জীবন থেকে এক টুকরো ছুটি নিয়ে আমরা নিজেকে খুঁজতে বসি। ভাবতে বসি - কোথায় গিয়ে ঠিক খেই হারাচ্ছে সব? হুমায়ূন আহমেদের ভাষায় - আপনারে আমি খুঁজিয়া বেড়াই। সেই আপনাকে, অর্থাৎ নিজেকে খুঁজে পেতে হলে, খুঁজে পেতে হলে জীবনের সত্যিকার মানে, আমাদের ফিরতে হবে আমাদের রবের দেখানো পথে। সেই পথে, যে পথ গিয়ে মিশেছে অনন্ত অসীমে।

📖 এবার ভিন্ন কিছু হোক...

11/12/2024

সন্ধ্যেনামা মেঠোপথে সদাইপাতি নিয়ে শশ্যব্যস্ত পা-চালানো পথিকের মতই আমাদের জীবন। সূর্যাস্তের আগে ঘরে ফিরবার তাড়া! অনন্তের জন্য সওদা গুছিয়ে জীবনের অলিগলি ধরে বিরামহীন পথচলা...ক্ষণস্থায়ী জীবনের সওদা টুকুই পরকালের সম্বল। জীবনের লেনাদেনা সেটুকুন গোছাতে পারলেই সফলতা।

Address

Feni

Telephone

+8801825704218

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamjid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share