Feni Sonagaziyan, King Of BD

Feni Sonagaziyan, King Of BD সকল ক্ষমতার মালিক আল্লাহ...

একটা শরীর। ১৮/২০ জন পুরুষ।১১৩ টা কামড়ের দাগ। ১৫০ গ্রাম বীর্য।জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখল...
15/08/2024

একটা শরীর।

১৮/২০ জন পুরুষ।

১১৩ টা কামড়ের দাগ।

১৫০ গ্রাম বীর্য।

জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে?

এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।

চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’

আহারে আহারে 🙂

13/08/2024
13/08/2024

সোনাগাজী বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওসির ফেইজবুক পোস্ট

(হুবহু)

সৃষ্টিকর্তা মহান
আসসালামু আলাইকুম / আদাব, আমি, আমার সকল সহকর্মী ভালো আছি। আমাদের, জনগনের ও রাস্ট্রের সম্পদ অর্থাৎ সোনাগাজী মডেল থানাও নিরাপদ আছে। ভয়ংকিত / আতংকিত সময় সম্মানিতরা আমাদেরসহ সোনাগাজী মডেল থানাকে নিরাপত্তার চাদরে ডেকে রেখেছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা না জানালে নিজেকে অপরাধী মনে হচ্ছে,তাই একটু লিখলাম। নিরাপদ চাদরে কয়েকজন সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন,আপনাদের নাম আলাদা ভাবে লিখলাম না, কারণ অন্তরেই লিখা হয়ে গেছে। দেশের পুলিশ হিসাবে সেবা প্রাথীদের যেন আস্থা অর্জন করতে পারি,সবার নিকট আশীর্বাদ ও দোয়া প্রার্থী। একটি মর্মান্তিক মৃত্যুও কারো কাম্য নয়,খুবই হৃদয় বিদারক ও মর্মান্তিক। কিছু সহকর্মী মানসিকভাবে ভেঙে পড়ায়,সবার মনোবল ফিরিয়ে দ্রুত দেশের সেবায় নিয়োজিত হয়ে যাবো,নিশ্চিত । থানার অফিসিয়াল কাজে আমরা আরো পূর্ব হতে নিয়োজিত আছি। সৃষ্টিকর্তা,বাবা-মা,মুরুব্বিয়ানদের দোয়া ও আশীর্বাদ এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমই সোনাগাজী মডেল থানা ও থানার আওতাধীন তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির প্রায় ১০০ জন সদস্য জনসাধারণের সেবা ও নিরাপত্তার দায়িত্বে দ্রুত নিয়োজিত করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

🥲 ১০০ জন সদস্যই আমার দিকে তাকিয়ে ছিল 🥲

03/08/2022





Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Sonagaziyan, King Of BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share