Umme Juwayriya Tasnim

Umme Juwayriya Tasnim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Umme Juwayriya Tasnim, Digital creator, Feni.

22/08/2023

#বিনোদন

--> স্বামী বাজার থেকে বউকে “ লাক্স ” সাবান এনে দিলো |

বউ :- সাবান কেন ?

স্বামী :- আজকে তোমার আমার ম্যারেজ ডে তো তাইতোমাকে আমি একটা গোলাপ দিতে পারি নি ?

তাইতো হাজারো গোলাপের সুগন্ধে ভরা লাক্স সাবান দিলাম।

বউ :- [ মিষ্টি হাসি মুখে বললো ] ওগো, রোদ থেকে এতো ক্লান্ত হয়ে এসেছেন একটু বসুন আপনাকে লেবুর শরবত করে দিচ্ছি

স্বামি :- আচ্ছা !!

★ কিছুক্ষণ পর.............

স্বামী :- ও বউ এটা কি শরবত ? গলাটা মনে হয় জ্বলে গেল

বউ :- আপনি আমার একমাত্র প্রাণ প্রিয় স্বামী

আপনাকে আমি একটা লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে পারি বলুন তো ?
তাই তো « ভিম-বার » দিয়ে শরবত করে দিলাম কারণ এতে আছে হাজারো লেবুর শক্তি

01/08/2023

আখিরাতের কল্যাণের জন্য দুআ [৩:১৯১-১৯৪]

رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তুমি পবিত্র মহান। সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা কর

رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِيْنَ مِنْ أَنْصَارٍ

হে আমাদের রব, নিশ্চয় তুমি যাকে আগুনে প্রবেশ করাবে, অবশ্যই তাকে তুমি অপমান করবে। আর যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই

رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِيْ لِلْإِيْمَانِ أَنْ آمِنُوْا بِرَبِّكُمْ فَآمَنَّا ۚ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ

হে আমাদের রব, নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে, যে ঈমানের দিকে আহবান করে যে, ‘তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আন। তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদূরিত করুন আমাদের ত্রুটি-বিচ্যুতি, আর আমাদেরকে মৃত্যু দিন নেককারদের সাথে

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ

হে আমাদের রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে। আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না

সূরা আলে ইমরান - ৩:১৯১-১৯৪

15/07/2023

#ফানি_পোস্ট

দেখি"কে মরিচ বের করতে পারে"
দামী ফোন ছাড়া"সম্ভব না🤣😅🤣
🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️

14/07/2023

🌺❤️জুমার দিনে আসর থেকে মাগরিবের মধ্যে দোয়া কবুলের সময়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে ভুলবেন না।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জুমুআহর দিনের বার ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত রয়েছে, তখন কোন মুসলমান আল্লাহর নিকট যেই দুআ’ করে আল্লাহ তাই কবুল করেন। তোমরা সেই মুহূর্তটিকে আসরের শেষে অনুসন্ধান কর।”
[সুনানে নাসাঈ, সুনানে আবু দাউদঃ ১০৪৮, হাদীসটি সহীহ, শায়খ আলবানী (রহঃ)🌺

12/07/2023

- .আমি বললাম পাপ করায় আমি অভ্যস্ত হয়ে গেছি। আল্লাহ বললেন আমি বার বার তওবা করার সুযোগ দিয়েছি।

-সুবহান আল্লাহ

10/07/2023

তওবা করে ফিরে আসলে আল্লাহ্ তার পূর্বের গুনাহ গুলো নেকিতে পূর্ণ করে দেন।
[সূরা ফুরকান-৭০]

💗সুবহানাল্লাহ💗

09/07/2023

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُور

উচ্চারণঃ আল-‘হামদু লিল্লা-হিল লাযী আ‘হইয়া-না- বা‘দা মা- আমা-তানা ওয়া ইলাইহিন নুশূর।

অর্থঃ “সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জীবিত করেছেন মৃত্যুর (ঘুমের) পরে, আর তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে।”

#হুযাইফা ইবনুল ইয়ামান (রাঃ) ও আবু যার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সা.) ঘুম থেকে উঠে উপরের যিকরটি বলতেন।
[সহীহ বুখারি ৫/২৩৬, ২৩২৭, ২৩৩০, ৬/২৬৯২, নং ৫৯৫৩, ৫৯৫৫, ৫৯৬৫, ৫৯৫৯, সহীহ মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১।]

08/07/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
দুনিয়াতে সবচেয়ে বড় আজাবগুলোর মধ্যে একটি হলো , আপনি জানেন আপনি গুনাহ করতেছেন অথচ ছাড়তে পারতেছেন না!

07/07/2023

আসসালামু আলাইম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।

বেশি পরিমাণে এ দোয়া পাঠ করবেন।

আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়ূউমু,ওয়া আতূবু ইলাইহি।

অর্থ:আমি তাওবা করছি আল্লাহর কাছে,যিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই; তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী।

আবূ দাউদ/১৫১৭

মুহুরী প্রজেক্ট ☺️
04/07/2023

মুহুরী প্রজেক্ট ☺️

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Juwayriya Tasnim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share