Rox Sobuj

Rox Sobuj নুসরাত জাহান 👈 ফলো করার অনুরোধ রইলো।
(2)

14/08/2025

এরকম বোন কতজনই বা হতে পারে জানা নেই, তাদের জন্য শুভ কামনা🥰

13/08/2025

অথচ নিজের বিছানা ছাড়া আমার ঘুম আসতে চায় না!🙂

13/08/2025

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাতে ডাক পরে মোঃ শামীম নামে এক যুবকের মৃ-ত্যু,,
ছেলেটির বাসা রামকৃষ্ণপুর বাগানপাড়ায়!

মোঃ মজ্জেল হোসেনের ৩য় পুত্র মোঃ শামীম হোসেন আনুমানিক ৩ ঘটিকার সময় বজ্রপাতে মৃ-ত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...

বিস্তারিত পাওয়া যায়নি, শে-য়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন 🙏❤️‍🩹

13/08/2025

বাবার জন্য এক টাকাও খরচ করতে রাজি নন সন্তান। অ্যাম্বুলে'ন্সের বদলে বাবার লা/শ নেওয়া হলো সিএনজি করে। সন্তানের জন্য বাবা রেখে গেলেন কোটি টাকার সম্পদ।

13/08/2025

নাম-লিমন, সে পেশায় একজন ভ্যান চালক,
সে জন্মগত ভাবে প্র-তিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের মুখে খাবার তুলে দিতো।

কে জানতো যে তার ইনকামের একমাত্র মাধ্যম ভ্যান তার জীবন টাই কেড়ে নিবে! কে বা কারা তাকে হ-ত্যা করে রেখে ভ্যান নিয়ে চলে যায়।
অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নে গত রাতে তার লাশ পাওয়া যায়।😢

জাতি হিসেবে কতই না জঘন্য নির্লজ্জ মোরা😭
প্লিজ সবাই পোস্টে শে-য়ার করুন 🙏😭

12/08/2025

প্রতিদিন একটা মেয়ে মা-র খায় তার স্বামীর হাতে। আজ যখন মেয়েটার নাক দিয়ে র-ক্ত পড়ছিল, তার অসহায় বাবা রিকশায় করে তাকে নিয়ে যাচ্ছিল, আর কাঁদতে কাঁদতে বলছিল আমার মেয়েটারে প্রতিদিন মা-রে...

বুকটা কেমন যেন ভার হয়ে গেল।
একটা মেয়ে ভালোবেসে বিয়ে করে স্বপ্ন দেখে সুখের, অথচ তার জীবনে নেমে আসে দুঃস্বপ্ন।
এই আমরা কেমন মানুষ? সমাজ হয়ে শুধু চুপচাপ দেখি?

নারীকে শুধু সহ্য করার শিক্ষা না দিয়ে, নিজের পায়ে দাঁড়ানোর সাহস শেখাও।
ভালোবাসা মানে কখনোই মার না—আর যেখানেই নারী নি-র্যা-তন, সেখানেই প্রতিবাদ জরুরি।

চলো, আর চুপ না থাকে মেয়েটার কান্না যেন আর কারো ভবিষ্যৎ না হয়।

নুসরাত জাহান

12/08/2025

এক সপ্তাহ আগে এই ভাই এর ভিডিও দেখছিলাম৷ তখনই মনে হইছিল উনার কপালে শনি আছে৷ ভাই এর বাড়ি চাঁদপুর৷ গরীব মানুষ এক হাতে দোকান চালান৷ উনার দোকানে আর কোনো লোক নাই৷ সবাই সবার মতন করে খেয়ে নিজেরাই আবার টাকা রেখে যায়৷ কিন্তু এই ফেসবুকে ভিউখোরেরা উনাকে ভালো থাকতে দিবে না৷ যখন দেখলো উনারে নিয়ে ভিডিও বানালেই ভিউ৷ ব্যাস! সবাই মিলে উনার হোটেলে গিয়ে উঠছে৷ অনেকটা ভাইরাল লিচু ব্যবসায়ী রনির মতন৷

আজকে লোকটার একটা ভিডিও দেখলাম৷ বেচারা কেঁদে কেঁদে বলতেছে, আমারে মাফ করেন! আমারে আর ভাইরাল কইরেন না৷ আগে লাভ থাকতো 1200 এখন বিক্রি বাড়ছে অথচ লাভ থাকে 400, পুলিশ আমার হোটেল ভেঙে দিবে বলতেছে৷ আমার অনেক টাকা ঋন আছে"

আসলে ভাইরাল সবার জন্যে আর্শিবাদ না৷ যারা ভাইরাল হতে চায় না তাদের ভাইরাল করে তাদের জীবন ত*ছন*ছ করে দিবেন না প্লিজ :)

!! অনেকে ভাইরাল হওয়ার নেশা আছে আর কেউ ভাইরাল হয়ে বিপদে আছে✨

বিশেষঃ শে-য়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন❤️

12/08/2025

আপনার কাছে আসল নায়ক কে হতে পারে রিয়েক্ট দিয়ে মতামত দিন...

11/08/2025

জরিপ চলতাছে রিয়েক্ট দিয়েন✨

10/08/2025

একই লোক, একই জায়গা, একই গাড়ি, ৫৫ বছরের ব্যবধান।

কিসের এত অহংকার 🙂

10/08/2025

এটার অর্থ শুধু লিজেন্ডরাই বুঝবে 🥱

09/08/2025

ডাব বের করে দেখাতে পারলেই ভাই'রাল 🙊

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Rox Sobuj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rox Sobuj:

Share

Category