Rox Sobuj

Rox Sobuj নুসরাত জাহান 👈 ফলো করার অনুরোধ রইলো।
(1)

15/07/2025

অভিনেত্রী নুপুর, হেডলাইট দুটো বের করে রাজকে খুঁজে বেড়াচ্ছেন।

12/07/2025

চাঁ-দা চাইলে দিয়ে দিয়েন ভাই, ছেলে মেয়ের এতিম করার দরকার নাই...🥹🥲😭

11/07/2025

২ মাস ধরে হু'মকি দিয়েছে। এরপর মা'রতে মা'রতে উ'ল'ঙ্গ করেছে। মাথায় পাথর মে'রে খু'ন করেছে। বাট লা'শ লুকায়নি।

বরং হাত পা ধরে লা'শ বাজারের মাঝখানে এসে রেখেছে। তারপর স্লোগান দিতে দিতে সেই উ'ল'ঙ্গ লা'শের উপর উঠে নৃত্য করেছে।

যাতে সবাই বোঝে চাঁ'দা না দেওয়ার পরিণাম কী হতে পারে। আর এখন? এখন এসে সেই খু'ন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে।

না, দলটার নাম আওয়ামী লীগ না। দলটার নাম বিএনপি। যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ।

এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী? চাঁ'দার টাকা রেডি করেন। নাহলে নিজের লা'শে'র উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।

আর হ্যাঁ, ওরা মন চাইলে রে'প করবে, মন চাইলে খু'ন করে সেই লা'শে'র উপর উইঠা নাচবে। তাদের কিছুই বলা যাবে না।

বললেই আপনি শিবির, আপনি খুব খারাপ, আপনি মিডিয়া ট্রায়াল করছেন।
যাই হোক, এসব বাদ দিয়ে ৩১ দফাটা মুখস্ত করে ঘুমান।

পারলে শে-য়ার করুন ❤️

10/07/2025

মায়ের পরকিয়া প্রেমের বলি মেয়ে ময়না। তদন্ত রিপোর্টে প্রমান না পাওয়ার পরেও রিমান্ডে ইমাম মুয়াজ্জিন। ছি-হ, ধিক্কার জানাই এমন বিচার ব্যবস্থাকে।

বিস্তারিত শুনেনঃ
ময়নার মা পর*কী*য়ায় জড়িত ময়নার চাচার সাথে।
গত ৩ দিন আগে যেদিন ময়না নি*খোঁ*জ খবর প্রকাশ পেলো,ঐদিন দুপুর বেলা মা ও ময়নার চাচা উ*ল*ঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না।🤬

ময়না তাদের আকাম প্রকাশ দিবে বলাই এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কা*টেন তারপর দেওয়ালের সাথে তাকে ধা*ক্কা দিয়ে আ*ঘা*ত করতে থাকেন,তখনো ময়না ম*রে না,তাই চাচা ময়নার ল*জ্জাস্হানের ভিতরে র*ড ডুকিয়ে দেই তখন ময়না তিব্র য*ন্ত্র*ণায় মা*রা যায়।😭

তারপর তার চাচা মসজিদের হুজুরকে পা*শা*নোর জন্য মসজিদে ময়নার লা*শ রেখে আসেন।

#জানতে পারলাম শাহবাজপুরের এক প্রতিনিদি থেকে।

অপরাধ প্রমাণ না করে বেআইনি ভাবে সম্মানি ইমাম এবং মুয়াজ্জিন রিমান্ডে তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।😓

আপনার কাছে একটাই রিকোয়েস্ট বেশি বেশি করে পোস্টটি শে-য়ার করুন 😭🙏

09/07/2025

"১০-২০ বছর নয়, একশো বছর প্রবাসে থেকেও পরিবারকে সন্তুষ্ট করা যায় না।
আমরা প্রবাসীরা আসলে দুঃখী—হাসি মুখে বিদায় নেই, বুকভরা কান্না নিয়ে ফিরে যাই।
জীবনের সব সুখ বিসর্জন দিয়ে যাদের মুখে হাসি দেখতে চাই,
সবচেয়ে বেশি ভুল বোঝে তারাই…"

09/07/2025

আমরা কোথায় নিরাপদ বাংলাদেশে,একটা জীবনের চাইতে কি একটা গাড়ির মূল্য অনেক বেশি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭😭😭

স্ক্রিনশট দেয়া ভিডিওটা হয়তো অনেকেই দেখেছেন,বা দেখবেন। ঘটনা যতদুর জানলাম, ঢাকার বাহির থেকে ট্যুর শেষ করে ঢাকায় ফিরছিলেন,হেলমেট সহ অন্যান্য গিয়ার্স পড়া ছিলো,বিকেল আনুমানিক ৫ ঘটিকায় গজারিয়া বাউশিয়াংশে মধ্য বসিয়া বাস স্ট্যান্ডে জ্যাম থাকার কারনে বাইক নিয়ে দাড়িয়ে ছিলো একটি বাসের পেছনে।

পেছন থেকে বেপরো-য়া গতিতে আসা অন্য একটি বাস তাদের বাইক সহ দুজনকেই থেত-লে দিয়েছে,এমন ভাবে আ-ঘাত করছে যে,বাইকার ১ সেকেন্ড সময়ও পায়নি কিছু করার
আরও দুটি তাজা প্রা-ণ গেলো চলে।
অথচ পরিবার ছিলো অপেক্ষায় 😭😭😭

বেশি বেশি শে- য়ার করুন যাতে, গাড়ি চালক শিগগিরি ধ-রা পড়ে আইনের আওতায়।

09/07/2025

বাঁচার আর কোনো আশা নেই...

ঘর নাই, ভাত নাই—সব কিছু ডুবে গেছে।
মা কাঁদে, বাবা চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে... পানির নিচে শুয়ে আছে আমাদের সব স্বপ্ন, শুয়ে আছে ছোট ছোট হাসিমুখ।

এই ছবিটা শুধু একটি মুহূর্ত নয়—এটা হাজারো অসহায় মানুষের কান্নার প্রতিচ্ছবি।
এই কষ্ট কেউ বোঝে না, কেউ দেখে না… শুধু আমরা যারা ভাসি, ডুবে যাই, তারা বুঝি।

এটা কোনো সিনেমা না—এটা আমাদের বাংলাদেশ।
একবার নয়, বারবার ডুবে যায় গ্রাম, ভেসে যায় জীবন, তবুও কেউ কিছু বলে না।

একটুখানি সহানুভূতি যদি থাকে… দয়া করে চুপচাপ স্ক্রল করে চলে যাবেন না।
এই পোস্টটা শে-য়ার করুন—যেন কেউ বোঝে আমরা কতটা কষ্টে আছি।

---

#বন্যা #বাংলাদেশ #কষ্টেরচিত্র #মানবতা #আমারগ্রাম

09/07/2025

ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত দশটি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় মঙ্গলবার (৮ জুলাই) বিকেল থেকে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা, নোয়াপুর, শালধর এলাকায় তিনটি, ফুলগাজী উপজেলার দেড়পাড়ায় দুইটি, নাপিত কোনায় একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া সিলোনিয়া নদীর মির্জানগর ইউনিয়নের পশ্চিম গদানগর, জঙ্গলঘোনা, উত্তর মনিপুর দাসপাড়া ও মেলাঘর কবরস্থানের পাশে চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে অন্তত ১৫ গ্রামের হাজারো মানুষ।

শে-য়া-র করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

09/07/2025

ফেনিতে ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত…
বেড়িবাঁধ ভেঙে গিয়ে ছুটে এসেছে দুর্যোগ, আর সেই সাথে হাজারো মানুষের চোখের পানি।

ঘুম থেকে উঠে কেউ দেখেছে, তাদের ঘরের ভেতরে নদী ঢুকে গেছে।
কেউ দেখেছে, তাদের শেষ সম্বল গরুটা পানিতে ভেসে যাচ্ছে।
শিশুর কান্না, বৃদ্ধের নীরবতা, মায়ের আতঙ্ক—সব মিলিয়ে এক নিষ্ঠুর বাস্তবতা।

পানি এসেছে শুধু মাঠে নয়, মানুষের বুকেও।
ভেসে গেছে চালের ডালা, বইখাতা, শাড়ি-লুঙ্গি, সংসারের সব স্বপ্ন।

এই তো ফেনি—আমাদেরই এক টুকরো ভালোবাসার শহর, আজ জলমগ্ন, করুণামগ্ন।

আমরা যারা শুকনো জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের দায় আছে তাদের পাশে দাঁড়ানোর।
একটা কম্বল, এক মুঠো চাল, এক বোতল বিশুদ্ধ পানি—কোনো কিছুই ছোট নয়,
কারণ আজ যারা ডুবে আছে, কাল সেই জায়গায় আমরা থাকতেও পারি।

দয়া করে চোখ ফেরাবেন না…
কারণ এই কান্না কিন্তু আমাদেরই মানুষের।

09/07/2025

বন্যার পানিতে ভেসে যাচ্ছে শুধু ঘর-বাড়ি নয়, ভেসে যাচ্ছে মানুষের স্বপ্ন, কষ্ট আর বেঁচে থাকার শেষ ভরসাটুকু।

আজ অনেকেই ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ছুটছে। কারও ঘরে পানি কোমর সমান, কারও আবার বুক সমান। খাবার নেই, নিরাপদ পানি নেই, শিশুদের কাঁদা থামছে না, বয়স্ক মানুষ গলা ভিজিয়ে পা ফেলছে ভবিষ্যতের অনিশ্চয়তার দিকে।

সবচেয়ে কষ্ট হয় যখন দেখি গরীব মানুষ তার শেষ সম্বল গরুটা হারিয়ে চোখের পানি ফেলছে। কেউ বলছে, “গরুটাই ছিল সংসারের অবলম্বন…” কেউ আবার চোখের পানি মুছে বলছে, “এবার আর কিছুই রইল না।”

পানি শুধু ঘরে ঢুকে আসেনি, ঢুকে পড়েছে বেঁচে থাকার সাহসটুকুর ভেতরে।

যে মানুষগুলো দিন এনে দিন খায়, তাদের কাছে এই বন্যা যেন এক স্থায়ী মৃ-ত্যু।

এই দুঃসময়ে আসুন, আমরা যার যা আছে তাই নিয়ে পাশে দাঁড়াই। একটা চিনি দান করলেও হয়তো কারও মুখে হাসি ফুটবে, একটা পশু রক্ষা করলেই বাঁচবে একটা পরিবার।

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Rox Sobuj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rox Sobuj:

Share

Category