Farhana Akther

Farhana Akther একমাত্র আল্লাহই আপন...!!��

Feni, College! 💙
09/08/2023

Feni, College! 💙

15/04/2023

আজ ফেনীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস!

28/03/2023
11/03/2023

নিশ্চয় আমার রব আমাকে তার দয়া থেকে বঞ্চিত করবেন না।

Surely my Lord will not deprive me of His mercy.

10/03/2023

নীরবতাও অনেক কথা বলে। তবে তা শোনা যায় না, অনুভব করতে হয়।

10/03/2023

রসূল (সাঃ) বলেন
انا خاتم النبيين لا نبي بعدى
আমিই শেষ নবী, আমার পরে আর কোন নবী আসিবে না ।

10/03/2023

কম কথা বলা লোককে যারা অহংকারী মনে করে,
তারা হয়তো জানে না চুপ থাকা একটা পরিশ্রমহীন ইবাদত।

(তিরমিযি: ২৫০১)

09/03/2023

নিশ্চয়ই সালাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।
সুতরাং যে ব্যক্তি নামাজ পড়া সত্ত্বেও গুনাহ থেকে বেঁচে থাকে না, বুঝতে হবে, তাঁর নামাজের মধ্যেই ত্রুটি বিদ্যমান।

08/03/2023

"আমার অভিভাবক তো আল্লাহ,যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনিই সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন।"
[সূরা -আ'রাফ:১৯৬]

08/03/2023

"হে আমার প্রতিপালক!ক্ষমা করো ও দয়া করো, তুমিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।"

08/03/2023

"আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।"

08/03/2023

জেনে রাখো,
নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর এবং আল্লাহ পরম ক্ষমাশীল,পরম দয়ালু। [সূরা-মায়িদা:৯৮]

08/03/2023

তিনিই তো আল্লাহ, তোমাদের প্রতিপালক; তিনি ব্যতীত কোন ইলাহ নেই। তিনিই সবকিছুর স্রষ্টা; সুতরাং তোমরা তাঁর ইবাদত কর; তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক।
[সূরা -আন'আম:১০২]

07/03/2023

নিজেকে উপলব্ধি করুন,
যদি বুঝেন আপনি গুনাহগার তবে তাওবা করুন।নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাওবা কবুলকারী।

“পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ।”--উইলিয়াম শেক্সপিয়ার।
03/03/2023

“পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ।”

--উইলিয়াম শেক্সপিয়ার।

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhana Akther posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share