
18/09/2025
এই বাচ্চা টা সাপের কামড়ে মারা গেছে,সাপে কামড়ানোর পর তাকে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে,তারা জানায় তাদের কাছে এন্টি ভেনম নেই। এন্টি ভেনম না থাকাটা
শুধু ব্যর্থতা না রীতিমতো অন্যায়,, এটার প্রতিবাদে সবাই কে এগিয়ে আসা উচিত।যারা চর অঞ্চলের মানুষ ক্ষেত খামারে ফসল উৎপাদন করে খেতে হয়, সাপে কাটার রিক্স অনেক বেশি আমাদের। এর জন্য এন্টি ভেনম খুবই প্রয়োজন,,প্রতিবছরই সাপের কামড় খায় মানুষ, মারা ও যায় অনেকেই। সবার জায়গা থেকেই প্রতিবাদ করা উচিত।😭😭