Techbd19

Techbd19 This is a Tech Related Page
graphics design, video editing, 2d/3d Animation and software solution
(1)

24/09/2025

একাধিক কারেক্টার দিয়ে ছবি জেনারেট করার অসাধারণ একটি ফ্রী এআই টুল

21/09/2025

যে সিক্রেট এআই টুল বর্তমানে সবাই ব্যবহার করছে। LMArena free AI Tool bangla tutorial

Gemini Nano Banana     Prompt :আপলোড করা যুবকটি দিয়ে একটি হাস্যকর, আলোক-বাস্তববাদী ছবি তৈরি করো। একটি ধূসর বিড়াল তার কা...
19/09/2025

Gemini Nano Banana

Prompt :
আপলোড করা যুবকটি দিয়ে একটি হাস্যকর, আলোক-বাস্তববাদী ছবি তৈরি করো। একটি ধূসর বিড়াল তার কাঁধে বসে আছে এবং তার থাবা দিয়ে যুবকটির চোখ ঢেকে রেখেছে। বিড়ালটি চোখ টিপছে এবং দুষ্টুমি করে জিভ বের করছে। আধুনিক ইউটিউব ষ্টুডিও রুমের পটভূমি, অতি-তীক্ষ্ণ বিবরণ, মজার দৃশ্য। যুবকটি একটি কালো টিশার্ট পরে আছে এবং চোখ বন্ধ করে আছে। তার চোখে চশমা থাকবেনা।

17/09/2025

veo 3 এখন সবার জন্য ফ্রী ! veo 3 free video generate bangla tutorial

15/09/2025

Motion tracking tutorial in capcut । capcut mobile video editing tutorial full course in bangla

10/09/2025

Adobe premiere pro এর সবচেয়ে সেরা ১০টি Text Effect
premiere pro Tutorial in bangla

02/09/2025

Cinematic map animation in capcut pc । capcut pc tutorial in bangla

Image Blending -এ কে এগিয়ে আছে? Nano Banana নাকি GPT-5?
02/09/2025

Image Blending -এ কে এগিয়ে আছে? Nano Banana নাকি GPT-5?

31/08/2025

Nano banana দিয়ে মন যা চায় তাই হবে । google anno banana Free ai tool in bangla
গুগলের সর্বশেষ ইমেজ জেনারেশান মডেল নেনো ব্যানানা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জেনেছেন ।এটি খুবই পাওয়ারফুল একটি মডেল, বিশেষ করে চেহারার সাথে হুবহু মিল রেখে কনসিসটেন্ট ইমেজ জেনারেট করা এবং একাদিক কারেক্টার রেফারেন্স দিয়ে একসাথে ইমেজ তৈরি করার জন্য সবচেয়ে সেরা একটি এআই টুল।

এছাড়াও এখানে খুবই সহজে যে কোন ইমেজকে এডোবি ফটোশপের মত করে একদম রিয়েলিস্টিকভাবে এডিট যায়।

💥 AI দুনিয়ায় হৈ চৈ ফেলে দিলো গুগল-এর নতুন এআই মডেল 'ন্যানো ব্যানানা' (Gemini 1.5 Flash)! 🍌⚡বিশেষ করে যারা কনটেন্ট ক্রিয়ে...
30/08/2025

💥 AI দুনিয়ায় হৈ চৈ ফেলে দিলো গুগল-এর নতুন এআই মডেল 'ন্যানো ব্যানানা' (Gemini 1.5 Flash)! 🍌⚡
বিশেষ করে যারা কনটেন্ট ক্রিয়েটর 📸🎥, তাদের জন্য গেম চেঞ্জিং 🚀 হতে চলেছে Google-এর এই নতুন AI ইমেজ জেনারেটর 'ন্যানো ব্যানানা' (Gemini 1.5 Flash)।
এটি খুবই পাওয়ারফুল 💪 একটি মডেল, বিশেষ করে চেহারার সাথে হুবহু মিল রেখে কনসিসটেন্ট ইমেজ জেনারেট করা 😊 এবং একাধিক ক্যারেক্টার রেফারেন্স দিয়ে একসাথে ইমেজ তৈরি করার জন্য। 👨‍👩‍👧‍👦
এছাড়াও এখানে খুবই সহজে যে কোনো ইমেজকে এডোবি ফটোশপের মতো করে একদম রিয়েলিস্টিকভাবে এডিট করা যায়। 🖌️✨ এককথায়, একটা ছবিকে আপনার মন যা চায়, তাই করতে পারবেন! 🪄💖
✅ ধারাবাহিক চরিত্র: 📖 নিজের বা যেকোনো রেফারেন্স ছবির ক্যারেক্টারকে বিভিন্ন পোশাকে 👕, বিভিন্ন পরিবেশে 🏞️ দেখিয়ে পুরো একটা স্টোরি তৈরি করতে পারবেন। চেহারার মিল থাকবে হুবহু! 👍
✅ একাধিক চরিত্র এক ফ্রেমে: 🖼️ বিভিন্ন রেফারেন্স থেকে একাধিক ব্যক্তিকে একসাথে করে একটা নতুন ছবি তৈরি করা এখন মিনিটের ব্যাপার। ⏳
✅ ছবি এডিটিং-এর জাদু: 🪄 যেকোনো ছবি থেকে অবজেক্ট মুছে ফেলা 🧼, নতুন চরিত্র যোগ করা 🧍‍♂️, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা 🌄, এমনকি পোশাকের রঙ বা ডিজাইন বদলে ফেলা 🎨—সবকিছুই সম্ভব!
✅ সিনেমাটিক থাম্বনেইল: 🎬 মাত্র কয়েক সেকেন্ডে আপনার ভিডিওর জন্য তৈরি করুন প্রফেশনাল এবং আকর্ষণীয় থাম্বনেইল। টেক্সট, ক্যারেক্টার—সবকিছু থাকবে আপনার নিয়ন্ত্রণে। 😎
✅ প্রোডাক্ট ফটোগ্রাফি: 🛍️ সাধারণ একটি পণ্যের ছবিকে বানিয়ে ফেলুন আকর্ষণীয় কমার্শিয়াল শট। আপনার পণ্যের জন্য মডেলের প্রয়োজন? AI-ই এখন আপনার মডেল হয়ে যাবে! 🤖💃
একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ঘণ্টার পর ঘণ্টা থাম্বনেইল বানানো বা স্টক ইমেজ খোঁজার দিন প্রায় শেষ। ⏳❌ এই টুল একাই আপনার সময় ⏰ এবং খরচ 💸 দুটোই বাঁচিয়ে দেবে, আর ক্রিয়েটিভিটির দরজা খুলে দেবে বহুগুণ! 💡🚪
এই অসাধারণ টুল নিয়ে খুব শীঘ্রই আমার চ্যানেলে একটি বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও আসছে। 📢🎬 চোখ রাখুন! 👀
আপনারা এই টুল দিয়ে প্রথম কোন জিনিসটা তৈরি করতে চান? 🤔 কমেন্টে জানান! 👇💬

25/08/2025

windows 10 special 20 tips and tricks in bangla tutorial

😎 আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হন এবং Windows 10 ব্যবহার করেন, তাহলে এই পোস্টটা আপনার জন্য। 🎁 এই ছোট ছোট পরিবর্তনগুলো ...
25/08/2025

😎 আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হন এবং Windows 10 ব্যবহার করেন, তাহলে এই পোস্টটা আপনার জন্য।

🎁 এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার ঘণ্টার পর ঘণ্টা সময় বাঁচিয়ে দিতে পারে!

➡ টিপসগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যাতে আপনার বুঝতে সুবিধা হয়।

পারফর্মেন্স ও স্পিড (Performance & Speed)
ভিডিও এডিটিং এর জন্য পিসির সর্বোচ্চ পারফর্মেন্স দরকার। এই টিপসগুলো আপনার পিসিকে দ্রুততর করবে।
১. আলটিমেট পারফর্মেন্স মোড (Ultimate Performance Mode):
এটি উইন্ডোজের একটি হিডেন পাওয়ার প্ল্যান যা হার্ডওয়্যারকে সর্বোচ্চ পারফর্মেন্স দেওয়ার জন্য অপ্টিমাইজ করে। রেন্ডারিং বা ভারী কাজ করার সময় এটি চালু করুন।
• কীভাবে করবেন: Command Prompt (Admin) চালু করে লিখুন powercfg -duplicatescheme e9a42b02-d5df-448d-aa00-02f044ac6d27 এবং Enter চাপুন। এরপর Power Options-এ গিয়ে "Ultimate Performance" সিলেক্ট করুন।
২. গ্রাফিক্স পারফর্মেন্স অপ্টিমাইজ করুন (Optimize Graphics Performance):
আপনার ভিডিও এডিটিং সফটওয়্যারকে সরাসরি হাই-পারফর্মেন্স GPU ব্যবহার করার নির্দেশ দিন।
• কীভাবে করবেন: Settings > System > Display > Graphics settings-এ যান। আপনার এডিটিং সফটওয়্যারটি (যেমন Adobe Premiere Pro) ব্রাউজ করে যোগ করুন এবং Options থেকে "High performance" সিলেক্ট করুন।
৩. স্টার্টআপ অ্যাপ বন্ধ করুন (Disable Startup Apps):
পিসি চালু হওয়ার সময় অনেক অপ্রয়োজনীয় অ্যাপ চালু হয়ে RAM এবং CPU নষ্ট করে।
• কীভাবে করবেন: Task Manager (Ctrl + Shift + Esc) খুলুন, Startup ট্যাবে যান এবং অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে Disable করুন।
৪. ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করুন (Turn off Background Apps):
অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা সিস্টেমকে স্লো করে।
• কীভাবে করবেন: Settings > Privacy > Background apps-এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিন।
৫. ভিজ্যুয়াল এফেক্টস কমান (Reduce Visual Effects):
উইন্ডোজের অ্যানিমেশন এবং শ্যাডো বন্ধ করলে পারফর্মেন্স বাড়ে।
• কীভাবে করবেন: System Properties > Advanced > Performance Settings-এ যান এবং "Adjust for best performance" সিলেক্ট করুন।

ওয়ার্কফ্লো ও মাল্টিটাস্কিং (Workflow & Multitasking)
একাধিক সফটওয়্যার ও ফাইল নিয়ে কাজ করার জন্য এই টিপসগুলো অসাধারণ।
৬. ভার্চুয়াল ডেস্কটপ (Virtual Desktops):
কাজের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে একাধিক ডেস্কটপ ব্যবহার করুন। যেমন: একটি ডেস্কটপ এডিটিংয়ের জন্য, একটি স্ক্রিপ্টিং এবং আরেকটি ব্রাউজিংয়ের জন্য।
• কীভাবে করবেন: Win + Tab চেপে Task View খুলুন এবং উপরে "New desktop" এ ক্লিক করুন। ডেস্কটপ পরিবর্তন করতে Ctrl + Win + Left/Right Arrow ব্যবহার করুন।
৭. স্ন্যাপ অ্যাসিস্ট (Snap Assist):
স্ক্রিনে দুটি বা চারটি উইন্ডোকে পাশাপাশি রেখে কাজ করার জন্য এটি দারুণ। স্ক্রিপ্ট দেখার পাশাপাশি এডিটিং করার জন্য এটি খুব দরকারি।
• কীভাবে করবেন: একটি উইন্ডোকে স্ক্রিনের ডানে বা বামে টেনে ধরুন অথবা Win + Left/Right Arrow ব্যবহার করুন।
৮. ক্লিপবোর্ড হিস্ট্রি (Clipboard History):
একাধিক টেক্সট, লিঙ্ক বা ছবি কপি করে রাখুন এবং পরে প্রয়োজনমতো পেস্ট করুন।
• কীভাবে করবেন: Settings > System > Clipboard-এ গিয়ে "Clipboard history" চালু করুন। এরপর Win + V চেপে ক্লিপবোর্ড হিস্ট্রি দেখুন।
৯. ফোকাস অ্যাসিস্ট (Focus Assist):
গুরুত্বপূর্ণ কাজ বা রেন্ডারিংয়ের সময় নোটিফিকেশন বন্ধ রেখে মনোযোগ ধরে রাখুন।
• কীভাবে করবেন: Action Center (স্ক্রিনের ডানদিকের কোণায়) থেকে Focus Assist টাইলটিতে ক্লিক করুন অথবা Settings > System > Focus Assist থেকে সেট করুন।
১০. টাইমলাইন (Timeline):
আগের দিনে বা সপ্তাহে কোন কোন ফাইল বা ওয়েবসাইট খুলেছিলেন তা দেখতে এবং খুলতে পারবেন।
• কীভাবে করবেন: Win + Tab চাপুন, Task View-এর নিচে আপনার রিসেন্ট অ্যাক্টিভিটি দেখতে পাবেন।

ফাইল ম্যানেজমেন্ট ও অর্গানাইজেশন (File Management & Organization)
বড় বড় ভিডিও ফাইল ও প্রজেক্ট ম্যানেজ করার জন্য এই টিপসগুলো আবশ্যক।
১১. কুইক অ্যাক্সেস পিন করুন (Pin to Quick Access):
আপনার প্রজেক্ট ফোল্ডার, ফুটেজ, অ্যাসেট এবং রেন্ডার ফোল্ডারগুলোকে File Explorer-এর Quick Access-এ পিন করে রাখুন।
• কীভাবে করবেন: ফোল্ডারের উপর রাইট-ক্লিক করে "Pin to Quick Access" সিলেক্ট করুন।
১২. প্রিভিউ প্যান (Preview Pane):
File Explorer-এ ভিডিও বা ছবির থাম্বনেইল বড় করে দেখুন, ফাইল না খুলেই।
• কীভাবে করবেন: File Explorer-এ View ট্যাবে ক্লিক করে "Preview pane" চালু করুন।
১৩. স্টোরেজ সেন্স (Storage Sense):
ড্রাইভের জায়গা খালি রাখতে এটি স্বয়ংক্রিয়ভাবে টেম্পোরারি ফাইল এবং রিসাইকেল বিন খালি করে।
• কীভাবে করবেন: Settings > System > Storage-এ গিয়ে Storage Sense চালু করুন।
১৪. লাইব্রেরি তৈরি করুন (Create Libraries):
একাধিক ড্রাইভ বা ফোল্ডারে থাকা ফুটেজ বা মিউজিক ফাইলকে একটি ভার্চুয়াল "লাইব্রেরি"-তে একত্রিত করুন।
• কীভাবে করবেন: File Explorer-এ বাম দিকে Libraries ফোল্ডারের উপর রাইট-ক্লিক করে New > Library তৈরি করুন।
১৫. ফাইল রিনেম করার দ্রুত পদ্ধতি (Quick File Renaming):
একাধিক ফাইলকে দ্রুত রিনেম করতে একটি ফাইল সিলেক্ট করে F2 চাপুন, নাম দিন, তারপর Tab চেপে পরবর্তী ফাইলে যান।

বিল্ট-ইন টুলস ও শর্টকাট (Built-in Tools & Shortcuts)
উইন্ডোজের কিছু লুকানো টুলস ও শর্টকাট আপনার জীবন সহজ করে দেবে।
১৬. অ্যাডভান্সড স্ক্রিনশট (Advanced Screenshot):
স্ক্রিনের নির্দিষ্ট অংশ দ্রুত ক্যাপচার করার জন্য এটি সেরা।
• কীভাবে করবেন: Win + Shift + S চাপুন। স্ক্রিনটি ডার্ক হয়ে যাবে এবং আপনি 원하는 অংশ সিলেক্ট করতে পারবেন।
১৭. স্ক্রিন রেকর্ডিং (Xbox Game Bar):
ছোটখাটো টিউটোরিয়াল বা স্ক্রিন অ্যাক্টিভিটি রেকর্ড করার জন্য কোনো থার্ড-পার্টি সফটওয়্যার ছাড়াই কাজ চালানো যায়।
• কীভাবে করবেন: Win + G চেপে Game Bar খুলুন এবং রেকর্ড বাটন চাপুন।
১৮. ইমোজি কিবোর্ড (Emoji Keyboard):
ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন বা থাম্বনেইলের টেক্সটে ইমোজি ব্যবহার করতে পারবেন।
• কীভাবে করবেন: Win + . (ফুলস্টপ) বা Win + ; (সেমিকোলন) চাপুন।
১৯. নাইট লাইট (Night Light):
দীর্ঘ সময় ধরে কাজ করার সময় চোখের ওপর চাপ কমাতে স্ক্রিনের ব্লু লাইট ফিল্টার করুন।
• কীভাবে করবেন: Settings > System > Display-এ গিয়ে Night Light চালু করুন।
২০. ফাইল হিস্ট্রি (File History):
আপনার প্রজেক্ট ফাইলগুলোর একটি অটোমেটিক ব্যাকআপ রাখার জন্য এটি একটি সহজ উপায়। একটি এক্সটার্নাল ড্রাইভ লাগিয়ে এটি সেট করুন।
• কীভাবে করবেন: Settings > Update & Security > Backup > Add a drive-এ যান।
২১. গড মোড (God Mode):
উইন্ডোজের সমস্ত কন্ট্রোল প্যানেল সেটিংস একটি ফোল্ডারে অ্যাক্সেস করার জন্য এটি একটি দারুণ ট্রিক।
• কীভাবে করবেন: ডেস্কটপে একটি নতুন ফোল্ডার তৈরি করুন এবং এর নাম দিন GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}।
২২. দ্রুত সেটিংস অ্যাক্সেস (Quick Settings Access):
Win + I চেপে সরাসরি সেটিংস খুলুন।
২৩. দ্রুত ফাইল এক্সপ্লোরার (Quick File Explorer):
Win + E চেপে সরাসরি ফাইল এক্সপ্লোরার খুলুন।
২৪. দ্রুত ডেস্কটপ দেখুন (Show Desktop Quickly):
Win + D চেপে সমস্ত উইন্ডো মিনিমাইজ করে ডেস্কটপ দেখুন।
২৫. উইন্ডো ম্যাক্সিমাইজ করুন (Maximize Window):
Win + Up Arrow চেপে বর্তমান উইন্ডোটি ম্যাক্সিমাইজ করুন।

সিস্টেম মেইনটেন্যান্স ও স্ট্যাবিলিটি (System Maintenance & Stability)
আপনার সিস্টেমকে স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি, বিশেষ করে রেন্ডারিংয়ের সময়।
২৬. উইন্ডোজ আপডেট পজ করুন (Pause Windows Updates):
গুরুত্বপূর্ণ কাজের মাঝে উইন্ডোজ যাতে অটোমেটিক রিস্টার্ট না নেয়, তার জন্য আপডেট ৭ দিনের জন্য পজ করে রাখতে পারেন।
• কীভাবে করবেন: Settings > Update & Security > Windows Update > Advanced options-এ গিয়ে "Pause updates" সেট করুন।
২৭. সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরি করুন (Create a Restore Point):
নতুন কোনো ড্রাইভার বা সফটওয়্যার ইনস্টল করার আগে একটি রিস্টোর পয়েন্ট তৈরি করুন। সিস্টেমে কোনো সমস্যা হলে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।
• কীভাবে করবেন: সার্চ বারে "Create a restore point" লিখে সার্চ করুন।
২৮. ডিস্ক ক্লিনআপ (Disk Cleanup):
সিস্টেম ড্রাইভ (C:) থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে জায়গা খালি করুন এবং সিস্টেমের গতি বাড়ান।
• কীভাবে করবেন: সার্চ বারে "Disk Cleanup" লিখে সার্চ করুন।
২৯. টাস্ক ম্যানেজারে প্রসেস প্রায়োরিটি সেট করুন (Set Process Priority):
রেন্ডারিংয়ের সময় আপনার এডিটিং সফটওয়্যারের প্রায়োরিটি "High" করে দিন। এতে সিপিইউ ওই সফটওয়্যারকে বেশি গুরুত্ব দেবে।
• কীভাবে করবেন: Task Manager (Ctrl + Shift + Esc) > Details ট্যাবে যান > সফটওয়্যারের .exe ফাইলের উপর রাইট-ক্লিক করে Set priority > High সিলেক্ট করুন।
৩০. সিস্টেম ফাইল চেক করুন (Check System Files):
সিস্টেম ক্র্যাশ বা স্লো হয়ে গেলে করাপ্ট সিস্টেম ফাইল আছে কি না তা চেক করুন।
• কীভাবে করবেন: Command Prompt (Admin) চালু করে লিখুন sfc /scannow এবং Enter চাপুন।
আশা করি এই ৩০টি টিপস আপনার ভিডিও কনটেন্ট তৈরির কাজকে আরও সহজ, দ্রুত এবং আনন্দদায়ক করে তুলবে।

Address

Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Techbd19 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share