21/11/2022
কনটেন্ট রাইটিং
আসলামুআলাইকুম, আমি বেলাল হোসেন মিদুল আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আলোচনার বিষয়ঃকনটেন্ট রাইটিং তো চলুন শুরু করা যাক,,।
বর্তমানে ইন্টারনেটের এই যুগে বিভিন্ন কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের প্রোডাক্ট বা সার্ভিস গুলো অনলাইনে প্রচার করার জন্য কনটেন্ট মার্কেটিং এ ব্যবহার করে থাকে।আর এই প্রক্রিয়াতে বিজনেস,প্রডাক্ট, সার্ভিস বা ব্রান্ড এর উপর আর্টিকেল লেখা হয়।
কনটেন্ট শব্দটির নাম শুনিনি এমন কোন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সবার কাছে এখন বেশি পরিচিত একটি শব্দ হলো কন্টেন্ট।
কনটেন্ট রাইটিং কি এ বিষয়ে ভালো ভাবে জানার জন্য প্রথমে জানতে হবে কনটেন্ট কি?সেই সম্পর্কে। এখানে বাংলাতে কনটেন্ট এর মানে হলো বিষয় বস্তুু।
সহজ ভাবে বললে,আপনি যখন সম্পূর্ণ নিজের অভিজ্ঞতায় এবং জ্ঞান ব্যবহার করে কোন বিষয়ের উপর আর্টিকেল লিখেন তখন সেটিকে কনটেন্ট বলে।
কনটেন্ট ৪ ধরনের হয়ে থাকে
Audio content
Text content
Image content
Video content
তা হলে আমরা একটি একটি করে ৪ টি বিষয় সম্পর্কে জানবো চলুন বন্ধুরা।
প্রথমে বলা যাক Audio content :শব্দ বা ভয়েসের মাধ্যমে মাধ্যমে রেকার্ড করা কনটেন্ট। যেমনঃFM,podcast ইত্যাদি
এবার আসুন আমরা যেনে নি Text content:যে কনটেন্ট লিখার মাধ্যমে তৈরি করা হয় সে কনটেন্ট গুলাকে টেক্সট কনটেন্ট বলে।যেমনঃআর্টিকেল বা বই ইত্যাদি
এবার জানবো আমরা lmage content :বিভিন্ন ধরনের ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তুকে ইমেজ কনটেন্ট বলে। যা এখন প্রায় সবাই করে থাকে।যেমনঃgraohic,logo,template ইত্যাদি
সব শেষে আমরা জানবো Video content :বিভিন্ন ধরনের ভিডিও একসাথে যুক্ত করে যে কনটেন্ট তৈরি করা হয় তাকে ভিডিও কনটেন্ট বলে। যেমনঃYouTube Video,moves,web series
আমরা প্রতিনিয়তই কনটেন্ট তৈরি করে থাকি যেমনঃলিখিত কনটেন্ট, ভিডিও কনটেন্ট, ছবি কনটেন্ট, পিডিএফ ইত্যাদি। তবে সব চেয়ে জনপ্রিয় কনটেন্ট হলো লিখিত কনটেন্ট বা রাইটিং কনটেন্ট বা ভিডিও কনটেন্ট।
তা হলে আমরা এখন জানবো রাইটিং কনটেন্ট সম্পর্কে।
রাইটিং কনটেন্টঃ–কোন একটি বিষয়ের উপর তথ্য বা উপাত্ত সংগ্রহ করে সকল তথ্যগুলোকে সাজিয়ে–গুছিয়ে বিভিন্নভাবে রূপান্তর করে লেখার মাধ্যমে উল্লেখ করাই হলো কনটেন্ট রাইটিং। আর সেই সকল বিষয়বস্তুকে লেখার মাধ্যমে রুপান্তর করে সাজিয়ে গুছিয়ে প্রবন্ধ বা রচনা আকার লেখা হয় সেগুলোকে বলা হয় তথ্যসমৃদ্ধ আর্টিকেল। বর্তমান ডিজিটাল মার্কেটিং এর একটি চাহিদা সম্পূর্ণ কাজ হচ্ছে কনটেন্ট রাইটিং।
শুধু ওয়েবসাইট বা ব্লগসাইট নয়।বর্তমানে ফেসবুক পেজ,গুরুপ,টুইটার, ইনস্টাগ্রাম,পার্সোনাল আইডি,পিন্টারেস্ট, লিংকদীনে মাধ্যমে ও বিভিন্ন লিখিত বিষয়বস্তু উল্লেখ করা যায় এবং এর চাহিদা ও রয়েছে প্রচুর পরিমানের।মানুষ এখন দিন দিন অনলাইনমুখি।অনলাইনে পড়াশোনা করছে।গুগলে ফেসবুকে টুইটারে,ইনস্টাগ্রামে বিভিন্ন বিষয়ের উপর সার্চ করে পড়াশোনা করছে।এগুলো সবই এক একটা আর্টিকেল।
এই সব বিষয় গুলোকে কনটেন্ট রাইটিং। আসা করি বুঝতে পারছেন।
আমাদের সকলের উচিত আমরা যখন কনটেন্ট তৈরি করবো। যে বিষয়ে কনটেন্ট তৈরি করবো সেই বিষয়ের সঠিক তথ্য গুলো তুলে ধরা।
সেটি হতে পারে লেখা কিংবা ভিডিওর মাধ্যমে।যাতে মানুষ পজিটিভ তথ্য পেতে পারে জ্ঞান অর্জন করতে পারে।।।।