কাতালিয়া আব্দুল হামিদ পাটোয়ারী যুব সমাজ

  • Home
  • কাতালিয়া আব্দুল হামিদ পাটোয়ারী যুব সমাজ

কাতালিয়া আব্দুল হামিদ পাটোয়ারী যুব সমাজ আসসালামু আলাইকুম,
সবাই আমাদের ফেইজ দি ফলো করে সাথে থাকুন,ধন্যবাদ।

30/07/2025

"কুল্লু নাফসিন জাইকাতুল মাউত"প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।আলোচকঃ-হাফেজ মাওলানা মোহাম্মদ শারাফাত উল্লাহ্।ইমাম ও খতিব আব্দুল হামিদ পাটোয়ারী জামে মসজিদ।

#ইসলামিক #কাতালিয়াপাটোয়ারিজামেমসজিদ ゚viralシfypシ゚viralシalシ #কাতালিয়া

ক্ষুধার কাছে সব ধর্ম, সব রাজনীতি, সব স্লোগান অর্থহীন।পেট যখন খালি থাকে, তখন কোনো জাতিসংঘ, কোনো সভ্যতা তার কান্না শুনতে প...
26/07/2025

ক্ষুধার কাছে সব ধর্ম, সব রাজনীতি, সব স্লোগান অর্থহীন।
পেট যখন খালি থাকে, তখন কোনো জাতিসংঘ, কোনো সভ্যতা তার কান্না শুনতে পায় না।
আজও পৃথিবীর বহু প্রান্তে মানুষ ক্ষুধার্ত, কিন্তু সবচেয়ে নির্মম চিত্রটা ফুটে উঠেছে ফিলিস্তিনে।

একটা জাতি দিনের পর দিন বন্দি জীবন কাটাচ্ছে খাদ্য, পানি, বিদ্যুৎহীন বন্দিশালায়।
এক টুকরো রুটি, এক মুঠো চাল, এক গ্লাস পানির জন্য কাঁদছে হাজারো শিশু, মায়ের চোখে শুকিয়ে যাচ্ছে দুধ।
এমনকি যুদ্ধের মাঝেও পৃথিবী থেমে যায় না, কিন্তু ক্ষুধার্ত এক শিশুর কান্নায় কাঁপে না কোনো সভ্যতা!

প্রতিটি ফেলে দেওয়া খাবার, প্রতিটি অপচয়—হয়তো গাজায় কোনো এক শিশুর মৃত্যু ডেকে আনছে।
আমরা সোশ্যাল মিডিয়ায় খাবারের ছবি দেই, আর ওরা খাবারের স্বপ্ন দেখে—কী ভয়ংকর বৈষম্য!
ক্ষুধার্ত ফিলিস্তিন শুধু খাদ্যের নয়, মানবতারও অপেক্ষায় আছে।

এই যে আমরা নীরব, এই যে আমাদের কৃত্রিম মায়া—
সবই ধ্বংস হয়ে যাবে একদিন, যদি এই পৃথিবী থেকে ক্ষুধার্তের আহাজারি থেমে না যায়।

আজ কথা বলার সময়—ক্ষুধার বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য।
কারণ নীরবতা কখনো নিরপেক্ষ থাকে না, সে হয়ে যায় অন্যায়ের পক্ষে।

জানেন, দু'আ একটি ইবাদত?রাসুল (ﷺ) বলেছেন, “দু'আই হল ইবাদতের মূল।” [তিরমিজি হাদীস: ৩৩৭১]। দু'আর সাথে যদি পিতা-মাতা সংশ্লিষ...
25/07/2025

জানেন, দু'আ একটি ইবাদত?
রাসুল (ﷺ) বলেছেন, “দু'আই হল ইবাদতের মূল।” [তিরমিজি হাদীস: ৩৩৭১]। দু'আর সাথে যদি পিতা-মাতা সংশ্লিষ্ট থাকে তাহলে সে ইবাদতের গুরুত্ব আরও বেড়ে যায়।

ইবাদত কবুল হওয়ার শর্ত হল, কুরআন এবং সুন্নাহর অনুসরণ। তাই, কুরআন ও সুন্নাহ অনুযায়ী, দু'আ করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি!

এই দু'আ গুলো হতে পারে আপনার জন্য সবচেয়ে উত্তম স্মরণিকা।

টাইমলাইনে রেখে দিন...!!🌻🍂

24/07/2025

কিসের এত অহংকার?

23/07/2025

🥹

19/07/2025

শুক্রবার সন্ধার বিরিয়ানি আয়োজন, প্রধান বাবুর্চি:- ইমাম সাহেব। আব্দুল হামিদ পাটোয়ারী মসজিদের আঙ্গিনায়,
゚viralシfypシ゚viralシalシ

14/07/2025

শেষ ঠিকানা যদি সাড়ে ৩ হাত মাটি হয়, তাহলে কিসের এত ক্ষমতার দাপট,ভোর ৫ টায় মৃত্যু, ৬টায় জানিয়ে দেওয়া হবে মসজিদের মাইকে ৮ টায় শেষ গোসল করানো হবে

সময়ের সদ্ব্যবহার!১: সময় আল্লাহ তা‘আলার অনেক বড় একটি নেয়ামত। নেয়ামত মানে কী? আল্লাহ তা‘আলা আমার উপকারের জন্য যা কিছু সৃষ্...
13/07/2025

সময়ের সদ্ব্যবহার!
১: সময় আল্লাহ তা‘আলার অনেক বড় একটি নেয়ামত। নেয়ামত মানে কী? আল্লাহ তা‘আলা আমার উপকারের জন্য যা কিছু সৃষ্টি করেছেন, সবই নেয়ামত। নেয়ামত শব্দের অর্থ: অনুগ্রহ, দান।

২: পুরো কুরআন কারীমে নেয়ামত শব্দটি নানা আকৃতিতে প্রায় ১৪০বার ব্যবহৃত হয়েছে। সূরা ফাতিহার আয়াতটা আমরা সবাই জানি। নামাযের প্রতি রাকাতে আয়াতটা তেলাওয়াত করি,

صِرَ ٰ⁠طَ ٱلَّذِینَ أَنۡعَمۡتَ عَلَیۡهِمۡ

ইয়া আল্লাহ, আমাকে......

-এক মিনিটে আমি কী কী আমল করতে পারি?

*** আমরা সারাদিনে নানা ব্যস্ততায় ফরয নামায ছাড়া বাড়তি কোনও তেমন কোন সময় পাই না। অল্প সময়ে বেশি আমল করার কোনও সহজ পদ্ধতি আছে?

= অবশ্যই আছে। আমরা চাইলে, এক মিনিটেও অনেক বড় বড় আমল করে ফেলতে পারি। যেমন:

(১) এক মিনিটে আমরা মনে মনে সূরা ফাতিহা ৩ বার পড়ে ফেলতে পারি। একবার সূরা ফাতিহা পড়লে ৬০০ টিরও বেশি নেকি পাওয়া যায়। তিনবারে ১৮০০ এর বেশি নেকি অর্জন হয়ে যাবে, এবং সেটা এক মিনিটেই।

(২) এক মিনিটে আপনি সূরা ইখলাস মনে মনে ২০ বার পড়তে পারি। এই সূরা একবার পাঠ করলে কুরআন শরীফের এক তৃতীয়াংশ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। এ হিশেবে ২০ বার সূরাতুল ইখলাস পাঠ করার অর্থ হলো:

= ৭ বার কুরআন খতম করার সমতুল্য। যদি এ সূরাটি প্রতিদিন এক মিনিটে ২০ বার করে পাঠ করি, মাসে ৬০০ বার পাঠ করা হবে, বছরে হবে ৭২০০ বার।

ফলাফল: ২৪০০ বার সম্পূর্ণ কুরআন কারীম পড়ার সমতুল্য।

(৩) এক মিনিটে আমি কুরআন কারীমের এক পৃষ্ঠা তিলওয়াত করতে পারি।

(৪) এক মিনিটে আমি কুরআন কারীমের ছোট একটি আয়াত মুখস্থ করতে পারি।

(৫) এক মিনিটে আমি নিম্নোক্ত দু‘আটা ২০ বার পড়তে পারি:

لَا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

= এই দু‘আ পড়লে, ইসমাঈল (আঃ) এর বংশের ৮ জন দাসকে মুক্ত করার সমান সওয়াব।

(৬) এক মিনিটে আমি

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِه

এই দু‘আটা ১০০ বার পড়তে পারি। এই দোয়াটি ১০০ বার পড়লে, সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়; যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়।

(৭) এক মিনিটে আমি

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ،

سُبْحَانَ اللهِ الْعَظِيمِ

= এ দুটি দু‘আ ৫০ বার পড়তে পারি। এ দুটি এমন বাক্য যা পড়তে খুব সহজ; আমলের পাল্লাতে অনেক ভারী হবে; রহমানের নিকটে অতি প্রিয়।

(৮) নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

-“সুব্হানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আক্বার পাঠ করা, যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে সে-সবকিছু থেকে আমার কাছে অধিক প্রিয়।” [মুসলিম শরীফ (২৬৯৫)]

= আমি চাইলে, এক মিনিটে বাক্যগুলো ১৮ বারের বেশি পড়তে পারি। এ বাক্যগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এগুলো সর্বোত্তম কথা এবং আমলের পাল্লাতে এগুলোর ওজন অনেক বেশি হবে।

(৯) আমি চাইলে

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

= এই দু‘আটা এক মিনিটে ৪০ বারের বেশি পড়তে পারি। এ বাক্যটির সওয়াব হবে, জান্নাতের জন্য সঞ্চিত এক অমূল্য রতœ; একই ভাবে এটি কষ্টসাধ্য দায়িত্ব বহন ও কঠিন কাজসমূহ আঞ্জাম দেয়ার ক্ষেত্রে এক মহৌষধ।

(১০) এক মিনিটে আমি চাইলে প্রায় ৫০ বার

لاَ إِلَهَ إِلاَّ الله

পড়তে পারি। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। এটি কালিমায়ে তাইয়্যেবা (উত্তম বাণী) ও সুদৃঢ় বাক্য। যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য সে জান্নাতে প্রবেশ করবে।

(১১) এক মিনিটে আমি চাইলে

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَى نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ

দোয়াটি ১৫ বারের বেশি পড়তে পারি। সাধারণ তাসবীহ ও যিকিরের চেয়ে এ বাক্যগুলো পাঠ করার সওয়াব অনেকগুণ বেশি।

(১২) এক মিনিটে আপনি আল্লাহর কাছে ১০০ বারের বেশি ইসতিগফার করতে পারি, অর্থাৎ (أَسْتَغْفِرُ اللَّهَ) পড়তে পারি। এর ফজিলত আপনার অজানা নয়। এটা ক্ষমাপ্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায়। এটি সুখময় জীবন, শক্তি বৃদ্ধি, বিপদ-আপদ রোধ, সকল কাজ সহজীকরণ, বৃষ্টি বর্ষণ, সম্পদ ও সন্তানের বৃদ্ধি ইত্যাদির মাধ্যম।

(১৩) এক মিনিটে আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারি, যা দ্বারা আল্লাহ তা‘আলা হয়ত এমন কোনও কল্যাণের পথ খুলে দিবেন যা আমি ভাবতেও পারিনি।

(১৪) এক মিনিটে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর ৫০ বার দরূদ পাঠ করতে পারি। শুধু “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” বাক্যটাই পড়তে পারি। এর প্রতিদানে আল্লাহ আমার ওপর ৫০০ বার সালাত (রহমত) পাঠাবেন। কারণ একবার দরুদ পাঠ করলে আল্লাহ ১০ বার এর প্রতিদান দেন।

(১৫) এক মিনিটে আমার মন আল্লাহর কৃতজ্ঞতা, তাঁর ভালবাসা, তাঁর ভয়, তাঁর প্রতি আশা এবং তাঁর প্রেমে উদ্বেল হয়ে উঠতে পারে। এর মাধ্যমে আমি উবূদিয়্যাহ্ (আল্লাহর দাসত্ব)-এর স্তরসমূহ অতিক্রম করতে পারবো; হতে পারে সে সময় আমি হয়ত বিছানায় শুয়ে আছি, অথবা কোন পথ ধরে হেঁটে যাচ্ছি।

(১৬) এক মিনিটে আমি সহজবোধ্য উপকারী কোনো বইয়ের দুই পৃষ্ঠার বেশি পড়তে পারি।

(১৭) এক মিনিটের টেলিফোন যোগাযোগের মাধ্যমে আমি ‘সিলাতুর রাহেম’ বা আত্মীয়তার সম্পর্ক রক্ষার আমল পালন করতে পারি।

(১৮) এক মিনিটে আমি দুই হাত তুলে ব্যাপক অর্থবোধক দু‘আগুলো হতে পছন্দসই কোন দু‘আ করতে পারেন।

(১৯) এক মিনিটে আমি কয়েকজন ব্যক্তিকে সালাম দিতে পারি ও তাদের সাথে মুসাফাহা করতে পারি।

(২০) এক মিনিটে আমি কোন ব্যক্তিকে একটি মন্দ কাজ থেকে নিষেধ করতে পারি।

(২১) এক মিনিটে আমি একটি ভাল কাজের আদেশ করতে পারি।

(২২) এক মিনিটে আমি একজন ভাইকে নসিহত করতে পারি।

(২৩) এক মিনিটে আমি একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিতে পারি।

(২৪) এক মিনিটে আমি পথ থেকে ক্ষতিকর কোন বস্তু অপসারণ করতে পারি।

(২৫) এই এক মিনিটের সদ্ব্যবহার অবহেলায় কাটানো বাকি সময়গুলোর সদ্ব্যবহার করার অনুপ্রেরণা হিসাবে কাজ করতে পারে।

ইমাম শাফেয়ী রাহিমাহুল্লাহ বলেন:

-“যখন ঘুমন্ত লোকেরা ঘুমিয়ে থাকে, তখন আমি আমার চোখের অশ্রু ফেলি এবং শ্রেষ্ঠ কবিতার একটি চরণ বারবার আওড়াতে থাকি।

= “কোন জ্ঞান অর্জন ছাড়া রাতগুলো কেটে যাবে এবং আমার জীবন থেকে হিসেব করা হবে- এটি কি সময়ের অপব্যয় নয়? ”

*** আমার ইখলাস (একনিষ্ঠতা) ও আল্লাহর নজরদারির অনুভূতির ভিত্তিতে আমার প্রতিদান বাড়বে, আমার নেকীর সংখ্যা বৃদ্ধি পাবে।

*** এই আমলগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই আমাকে তেমন কিছু করতে হবে না। এগুলোর জন্য আমার পবিত্রতার প্রয়োজন নেই, ক্লান্তি বা কায়িক শ্রম নেই। আমি এই আমলগুলো করতে পারি, যখন আমি পায়ে হেঁটে চলছি, অথবা গাড়িতে চড়ে কোথাও যাচ্ছি অথবা শুয়ে আছি অথবা দাঁড়িয়ে আছি অথবা বসে আছি অথবা কারও জন্য অপেক্ষা করছ।

*** একইভাবে এ আমলগুলো সুখী হওয়ার উপকরণ, আত্মপ্রশান্তির মাধ্যম, চিন্তা ও দুঃশ্চিন্তা দূর করার উপায়। আল্লাহ আমাদেরকে তাঁর সন্তুষ্টি অর্জন করার তাওফিক দান করুন। আমাদের নবীর প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।

-শায়েখ আতিক উল্লাহ হাফি.

12/07/2025

শুক্রবারের আয়োজন।

゚viralシfypシ゚viralシ

12/07/2025

উত্তাল ঢাকা শহর, চাঁদা লাগলে চাঁদা নে, ভাইকে আমার ফিরিয়ে দে স্লোগানে ঢাকা শহর উত্তাল।

10/07/2025

১০-০৭-২০২৫ বৃহস্পতিবার
কাতালিয়া ও পাটোয়ারী বাড়ি জামে মসজিদের আশেপাশের বর্তমান বন্যা পরিস্থিতি।
゚viralfbreelsfypシ゚viral

10/07/2025

ফুলগাজি ধর্মপুর।

Address

Home-Patowary House, Village-katalia, Post Office/Miyar Bazar-3900, Feni Sador Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাতালিয়া আব্দুল হামিদ পাটোয়ারী যুব সমাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share