Engineer Khurshid Alam -ইঞ্জিনিয়ার খুরশিদ আলম

  • Home
  • Bangladesh
  • Feni
  • Engineer Khurshid Alam -ইঞ্জিনিয়ার খুরশিদ আলম

Engineer Khurshid Alam -ইঞ্জিনিয়ার খুরশিদ আলম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engineer Khurshid Alam -ইঞ্জিনিয়ার খুরশিদ আলম, Digital creator, Nazir Road, Feni.

চোখে ঘুমের ভাব, একবারে ভোরে তোলা ছবি। সালাতুল ফজরের পরে শারীরিক ব্যায়ামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম । আর অপর পাশ থেকে কেউ...
20/10/2024

চোখে ঘুমের ভাব, একবারে ভোরে তোলা ছবি। সালাতুল ফজরের পরে শারীরিক ব্যায়ামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম । আর অপর পাশ থেকে কেউ একজন ছবিটি উঠাইছেন।

19/10/2024

জীবন নিয়ে কোনো অভিযোগ করা উচিত নয়। নিশ্চয়ই মহান আল্লাহ আপনার ব্যাপারে অবগত আছেন । এবং আল্লাহই উত্তম পরিকল্পনা কারী ।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিরাত মাহফিল একদিন পিছিয়ে দিয়ে পাঁচ তারিখ করা হয়েছে।৫ তারিখ বিকেল ৩ টায় সোহরাওয়ার্দী উদ্...
04/10/2024

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিরাত মাহফিল একদিন পিছিয়ে দিয়ে পাঁচ তারিখ করা হয়েছে।

৫ তারিখ বিকেল ৩ টায় সোহরাওয়ার্দী উদ্যানে সীরাত মাহফিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

খুবই ভালো কথা কিন্তু ৯ কোটি ৯১ লক্ষ্য ৫১ হাজার ২ শত ১৩ টাকা আপনারা ব্যাংকে জমা করে রাখছেন অথচ আমার নিজ এলাকার অনেক অসহায়...
02/10/2024

খুবই ভালো কথা কিন্তু ৯ কোটি ৯১ লক্ষ্য ৫১ হাজার ২ শত ১৩ টাকা আপনারা ব্যাংকে জমা করে রাখছেন অথচ আমার নিজ এলাকার অনেক অসহায় মানুষ ঘর বিহীন মানবেতর জীবন যাপন করছে । এই টাকা তো মানুষ দান করছে বন্যার্তদের জন্য । আপনারা কি তা সঠিক ভাবে ব্যয় করতে পারছেন? এখন বলতেছেন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিবেন আর গরিব অসহায় মানুষ গুলো মানবেতর জীপন-যাপন করছে ।

নিচের ছবিটি ভালো করে খেয়াল করে দেখুন এই ঘরে এখনো মানুষ রাতে ঘুমায় ।

আপনার মনের দুঃখ , কষ্ট মহান রবের নিকট সিজদায় কান্নাকাটি করে বলুন, দেখবেন একদিন মহান রব আপনার মনের সকল চাওয়া পুরুন করে দ...
23/09/2024

আপনার মনের দুঃখ , কষ্ট মহান রবের নিকট সিজদায় কান্নাকাটি করে বলুন, দেখবেন একদিন মহান রব আপনার মনের সকল চাওয়া পুরুন করে দিবেন ।

কর্ম ব্যস্ততার মাঝে ও নিজ গ্রামের কিছু অসহায় পরিবারের বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে গিয়েছিলাম । অনেক মানবেতর জীবন যাপ...
22/09/2024

কর্ম ব্যস্ততার মাঝে ও নিজ গ্রামের কিছু অসহায় পরিবারের বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে গিয়েছিলাম । অনেক মানবেতর জীবন যাপন করছে তারা । বন্যা শেষ হয়ে গেছে বেশ অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনো তারা দুঃচিন্তা আর হতাশা নিয়ে দিন রাত পার করছে । আমরা চেষ্টা করছি তাদের জন্য নূন্যতম থাকার ব্যবস্তা করার জন্য । আল্লাহর সাহায্য কামনা করছি , মহান রব যেন সহায় হন ।

#ফেনীরবন্যা

বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল (স:)...আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সা.
16/09/2024

বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল (স:)...
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ সা.

11/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল মসজিদের মাইক খুলে রেখেছিল তাদের ঘুমের ব্যাঘাত হওয়ার দোহাই দিয়ে ।

আজ বহুদিন পরে হল মসজিদে মাইক লাগানো হয়েছে। প্রকাশ্যে আজান দেয়া হচ্ছে, আল্লাহু আকবার।

ছাগলনাইয়া বন‍্যার পানি নেমে গেছে আজকে অনেক দিন হয়ে গেছে কিন্তু এখন ও ঘরের মালিক ঘরে ফিরতে পারে নাই। ঘর বসবাসের পুরাই অনু...
08/09/2024

ছাগলনাইয়া বন‍্যার পানি নেমে গেছে আজকে অনেক দিন হয়ে গেছে কিন্তু এখন ও ঘরের মালিক ঘরে ফিরতে পারে নাই। ঘর বসবাসের পুরাই অনুপুযোগী।
নিজের সীমাবদ্ধতা ও ব‍্যস্ততার মাঝে ও বিবেকের তাড়নায় মহান রবের সন্তুষ্ট অর্জনের লক্ষে কিছু সময় তাদের সাথে অবস্থান করছি। নিজের চোখে না দেখলে তাদের কষ্ট ও অনুভূতি বুঝা যাবেনা।

সামর্থবান ব‍্যাক্তিরা মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এগিয়ে আসুন। আপনার সামর্থ থাকলে কাউকে প্রকাশ‍্যে/ ঘোপনে একটি ঘর মেরামত করে দিন। ইন শা আল্লাহ্ মহান রব আপনার কঠিন সময় আপনার জন‍্য উত্তম জাযা দিবেন।

বন্যায় অনেকেরই তোষক , বালিশ নষ্ট হয়ে গেছে , যাদের কিনার সামর্থ নাই তাদেরকে সাহায্য করুন । ইন শা আল্লাহ এটার প্রতিদান মহা...
06/09/2024

বন্যায় অনেকেরই তোষক , বালিশ নষ্ট হয়ে গেছে , যাদের কিনার সামর্থ নাই তাদেরকে সাহায্য করুন । ইন শা আল্লাহ এটার প্রতিদান মহান রব আপনাদেরকে দিয়ে দিবেন ।

#ফেনীরবন্যা

Address

Nazir Road
Feni
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineer Khurshid Alam -ইঞ্জিনিয়ার খুরশিদ আলম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share