Oyahab Shobuz

  • Home
  • Oyahab Shobuz

Oyahab Shobuz Put your trust in Allah♥ but not in mankind nor in any other creation.

11/07/2025

Truee Line...!

ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য লজ্জাশীল মা দিতে পারবেন না।
09/07/2025

ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য লজ্জাশীল মা দিতে পারবেন না।

08/07/2025

মায়া থাকা ভালো কিন্তু ভুল জায়গায় নাহ..!

অতি বৃষ্টিতে ফেনী শহরের অবস্থা! বৃষ্টি এখনো চলমান....ছবি:সংগ্রহকৃত
08/07/2025

অতি বৃষ্টিতে ফেনী শহরের অবস্থা!
বৃষ্টি এখনো চলমান....

ছবি:সংগ্রহকৃত

যাবেন নাকি!😶সোনাইছড়ি ট্রেইল, মীরসরাই চট্টগ্রাম।
20/06/2025

যাবেন নাকি!😶
সোনাইছড়ি ট্রেইল, মীরসরাই চট্টগ্রাম।

ওকে??🫠
11/06/2025

ওকে??🫠

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:পুরাতন দলিলে ব্যবহৃত অন...
11/06/2025

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

বিঃদ্রঃ
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।

© জীবন_চক্র

দুনিয়াতে অসুখী মানুষের সংখ্যাই বেশি৷ আর, মানুষের একটা স্বভাব হলো—সে অন্যের সুখ সহ্য করতে পারে খুবই কম।আপনার সংসারে যদি স...
11/06/2025

দুনিয়াতে অসুখী মানুষের সংখ্যাই বেশি৷ আর, মানুষের একটা স্বভাব হলো—সে অন্যের সুখ সহ্য করতে পারে খুবই কম।

আপনার সংসারে যদি সুখের ফোয়ারা বহমান থাকে, যদি আপনার বাবা-মা, স্ত্রী, সন্তান—সকলকে নিয়ে আপনি একটা সুখের রাজ্যে বাস করে থাকেন, আমার বিনীত অনুরোধ, মানুষকে সেই সুখের গল্প বলে বেড়ানো থেকে দূরে থাকুন।

কারণ, বদনজর সত্য।

আপনার সুখের গল্প শুনে কারও মনে যদি তার অতৃপ্তি আর অপ্রাপ্তির বিষাদ জেগে উঠে, সে যদি ঈর্ষাপ্রবণ হয়ে পড়ে, এই একটা সাধারণ ঘটনাই আপনার সুখের জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে।

সুতরাং, আপনার সংসারের সুখের গল্পটাকে আপনার ঘরের চার দেয়ালে বন্দী রাখুন।

© আরিফ আজাদ

চারপাশে আপনি যাদের সাথে মেশেন, হেসে কথা বলেন, সুখ-দুঃখের গল্প করেন, সবাই কিন্তু আপনার সত্যিকার শুভাকাঙ্খী নয়।পরেরবার থেক...
11/06/2025

চারপাশে আপনি যাদের সাথে মেশেন, হেসে কথা বলেন, সুখ-দুঃখের গল্প করেন, সবাই কিন্তু আপনার সত্যিকার শুভাকাঙ্খী নয়।

পরেরবার থেকে, আপনার ব্যবসা যদি খুব ভালো করতে শুরু করে, যদি আপনার খুব দ্রুত প্রমোশান হয়, কিংবা যদি আপনার আয় উপার্জনের ক্ষেত্রগুলো উন্নতি করতে শুরু করে, সার্কেলের সকললে সেই কথা বলে বেড়ানো থেকে বিরত থাকুন।

প্রথমত, মানুষ অন্যের উন্নতি সহ্য করতে পারে খুবই কম। ইবলিশ আদম আলাইহিস সালামের মর্যাদা আর উন্নতিকে সহ্য করতে পারেনি। আদম আলাইহিস সালামের দুই সন্তান, হাবিল আর কাবিলের মাঝে দ্বন্ধের সূত্রপাত ঘটেছে উন্নতি আর মর্যাদা সহ্য করতে না পারার ঘটনা থেকে৷

দ্বিতীয়ত, আপনার উন্নতি আর সমৃদ্ধি সম্পর্কে যদি সকলে জ্ঞাত থাকে, তাহলে তাদের অনেকবেশি প্রত্যাশা জন্মাবে আপনার উপর। সেই প্রত্যাশা যদি আপনি পূরণ করতে না পারেন, সেখান থেকে সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে এবং তা অনেকসময় শত্রুতাতেও পরিণত হতে পারে।

সুতরাং, আপনার উন্নতি আর সমৃদ্ধির গল্প যথাসম্ভব গোপন রাখুন।

© আরিফ আজাদ

Address


Telephone

+8801825620064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oyahab Shobuz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share