অনামিকা

অনামিকা Photon in a double slit :):
🇧🇩🤍

"ধৈর্যশীলরা হারে না। হয় জিতে নাহয় শিখে!"শুভ রাত্রি🌼
22/09/2025

"ধৈর্যশীলরা হারে না। হয় জিতে নাহয় শিখে!"

শুভ রাত্রি🌼

How I love being a woman! 🤍
22/09/2025

How I love being a woman! 🤍

আকাশের এমন বৈরী রূপ বুকের ভেতরটা কেমন দুমড়েমুচড়ে ফেলে!আপনি কি তা উপলব্ধি করতে পারেন?এই বৈরী রূপ নাকি ভয়ংকর সৌন্দর্যের উপ...
22/09/2025

আকাশের এমন বৈরী রূপ বুকের ভেতরটা কেমন দুমড়েমুচড়ে ফেলে!আপনি কি তা উপলব্ধি করতে পারেন?

এই বৈরী রূপ নাকি ভয়ংকর সৌন্দর্যের উপাধি পায়?অথচ আমার বড্ড ভয় করে।।

আচ্ছা! আপনি কি আমার নির্মল আকাশ হবেন?

“যাদেরকে তুমি বুকে জড়িয়েছিলে, ঠিক তাদের হাতেই লুকিয়ে থাকে পিঠে ছুরির ঠোঁকা। বিশ্বাস করো, এই পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত...
22/09/2025

“যাদেরকে তুমি বুকে জড়িয়েছিলে, ঠিক তাদের হাতেই লুকিয়ে থাকে পিঠে ছুরির ঠোঁকা। বিশ্বাস করো, এই পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত আসে কাছের মানুষদের কাছ থেকে।”

লয়্যালিটি মেইনটেইনের চর্চা করাটা অত্যন্ত জরুরী।"কেউ বিশ্বাস করছে"- এই ব্যাপারটা নিছক ছেলেখেলা নয়। এটা অনেক বড় একটা প্রাপ...
22/09/2025

লয়্যালিটি মেইনটেইনের চর্চা করাটা অত্যন্ত জরুরী।
"কেউ বিশ্বাস করছে"- এই ব্যাপারটা নিছক ছেলেখেলা নয়। এটা অনেক বড় একটা প্রাপ্তি। অনেক বড় একটা অর্জন।
এই মানুষগুলোকে ঠকাতে নেই। এই মানুষগুলোর অগাধ বিশ্বাসের সুযোগ নিতে নেই। এদের আগলে রাখা লাগে। আটকে রাখা লাগে।

জীবনের এই গোলকধাঁধায় অনেক মানুষের সাথে তোমার দেখা হবে; অগাধ বিশ্বাস নিয়ে তোমাকে ভরসা করার মতন মানুষ তুমি বারবার পাবেনা।

মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিতে নেই। এত সুযোগ, এত অন্ধকার, এত এত সন্দেহের সমুদ্রে একটি বিশ্বাসের নৌকার দেখা পেয়েও সেই নৌকাতে নির্বিঘ্নে, নিশ্চিন্তায় না উঠতে পারার ব্যর্থতা নিয়ে তুমি ভাল থাকবেনা।

যখন কেউ বিশুদ্ধ বিশ্বাস সমর্পন করবে; তার বিপরীতে তুমি বিশ্বস্ততা ছড়িয়ে দিও।

_আসাদুজ্জামান জীবন

একদিন সব ব্যথার হবে অবসান!
22/09/2025

একদিন সব ব্যথার হবে অবসান!

22/09/2025
"প্রিয় মানুষের জন্য কিছু করতে চাইলে অপেক্ষা না করাই শ্রেয়।'
22/09/2025

"প্রিয় মানুষের জন্য কিছু করতে চাইলে অপেক্ষা না করাই শ্রেয়।'

"সূর্যের আলো আজও ঠিকরে পড়ে। সেই আলোয় পাতাগুলো সবুজ আর উজ্জ্বল দেখায়। কিন্তু, আমার মনে সেই আলো প্রবেশ করে না। আমার ভেতরে ...
22/09/2025

"সূর্যের আলো আজও ঠিকরে পড়ে। সেই আলোয় পাতাগুলো সবুজ আর উজ্জ্বল দেখায়। কিন্তু, আমার মনে সেই আলো প্রবেশ করে না। আমার ভেতরে শুধু অন্ধকার।"

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনামিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনামিকা:

Share