27/10/2025
আমরা মেয়েরা বিয়ের আগেই পার্ফেক্ট থাকি।কারন কি জানেন তখন আমরা বাবার বাড়িতে থাকি। আর যখনই বিয়ে হয়ে যায় তখন থেকেই শুরু হয়ে যায় আমাদের দোষ বের হওয়া। বিয়ে না হলে তো আমরা জানতামই না যে আমাদের এতো এতো দোষ আছে, আমদের এতো ট্রুটি আছে।কিন্তু যারা এতো দোষ খুঁজে বের করে তাদেরও কিন্তু মেয়ে আছে তারাও শ্বশুর বাড়িতে যায় বা একদিন যাবে তখন কি হবে সেটা ভাবে না একটা বারও।