Zahidul Islam Munna

Zahidul Islam Munna [email protected]
Education : Feni government College
Home Twon : Feni Barisal, Bangladesh

15/07/2024

বলার কোন ভাষা পাচ্ছি না

কুরবানি আল্লাহর তাকওয়া অর্জনের জন্য, লোক দেখানোর জন্য না!🖤এভাবে কাউকে না জিজ্ঞেস করাই ভালো .........কারণ কোরবানি দেয়া  ...
15/06/2024

কুরবানি আল্লাহর তাকওয়া অর্জনের জন্য, লোক দেখানোর জন্য না!🖤
এভাবে কাউকে না জিজ্ঞেস করাই ভালো .........
কারণ কোরবানি দেয়া সকলের সমর্থ্য নেই........

  যদি অভিনয় ছেড়ে দিয়ে ৪ বছরে গ্র্যাজুয়েশন করতো তাহলে হয়তো তার আজকে একটা ২০-৩০ হাজার টাকার চাকরি থাকতো কিন্তু আজকের এই অব...
06/06/2024

যদি অভিনয় ছেড়ে দিয়ে ৪ বছরে গ্র্যাজুয়েশন করতো তাহলে হয়তো তার আজকে একটা ২০-৩০ হাজার টাকার চাকরি থাকতো কিন্তু আজকের এই অবস্থান (সেলিব্রেটি) ইনকাম হয়তো তার থাকতো না।👩‍🎓

যদি ক্রিকেট ছেড়ে দিয়ে ৪ বছরে গ্র‍্যাজুয়েশন করতো তাহলে আজকে সেও হয়তো ২০-৩০ হাজার টাকার চাকরি করতো৷ কিন্তু ১৪ বছরে গ্র‍্যাজুয়েশন শেষ করে সে আজ প্রায় ৪০০ কোটি টাকারও বেশি মালিক। 👨‍🎓

টাকা কামানোর জন্য পড়ালেখা করা আসলেই সবচেয়ে খারাপ ইনভেস্টমেন্ট (প্রমাণিত)।🌀

পড়াশোনা অবশ্যই প্রয়োজন তারাও গ্র্যাজুয়েশন শেষ করেছে, কিন্তু তারা যদি শুধু পড়াশোনার পেছনে পড়ে থাকতো আজকে তাদের কেউই চিনতো না,তারা তাদের ক্যারিয়ারের জন্য চিন্তা করে শুধু পড়াশোনায় পড়ে থাকে নাই,পড়াশোনার পাশাপাশিই ক্যারিয়ার গড়েছে, তাই পড়াশোনার পাশাপাশি ছাত্র/ছাত্রীদের কিছু একটা করা প্রয়োজন।

03/06/2024

ভারতের ছোট্ট কাঁচা বাদাম ব্যবসায়ীর গান যদি 95 পারছন মুসলমানের বাংলাদেশের মধ্যে ভাইরাল হয় আর এত সুন্দর নবীর শানে গজল ভাইরাল হয় না এতে বোঝা যায় দিল মে কুচ কালা হে বাদাম ভাইরাল মুসলিমের

স্যালুট সন্তান এমনি হওয়া উচিত মা নাসরীন রহামান স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ পাবেন না তাই দেশটির ইউনিভার্সিটি অফ ...
30/05/2024

স্যালুট
সন্তান এমনি হওয়া উচিত

মা নাসরীন রহামান স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ পাবেন না তাই দেশটির ইউনিভার্সিটি অফ হাডারসফিল্ডের সিনিয়র লেকচারারের লোভনীয় চাকরি ছেড়ে দিয়েছিলেন সিলেটের সৈয়দ আবিদুর রহমান। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব শারজায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি আবিদুর রহমান ছুটি কাটাতে দেশে এসেছেন।

সোমবার সন্ধ্যায় দেশের একটি অন্যতম দৈনিকের অফিসে এসছিলেন তিনি। যেখানে আলাপচারিতায় উঠে এসেছে তার জীবনের নানা গল্প। আবিদুর রহমান বাংলাদেশ, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ৫টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হাডারসফিল্ডের লোভনীয় চাকরি ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে আবিদুর রহমান বলেন, একটু পেছন থেকে শুরু করি- 'আব্বা যখন মারা যান তখন আমার আম্মার বয়স মাত্র ৩০ বছর। তিনি চাইলেই আরেকটা বিয়ে করে সংসার করতে পারতেন। তখন আমার বয়স ছিল ১০ বছর এবং আমার বোন হুমায়রার বয়স ৫। আম্মা তার এই ছোট দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের সব সুখ বিসর্জন দিয়েছেন। আম্মা আমাদের মানুষ করতে অনেক সংগ্রাম করেছেন। আব্বাকে তো সেভাবে পাইনি, তাই আমাদের কাছে আম্মাই ছিলেন 'আব্বা ও আম্মা'। ফলে আমার জীবনে যেকোনো সিদ্ধান্ত নিতে গেলে আম্মার কথাই প্রথমে মাথায় আসে'।

আবিদুর রহমান বলেন, 'আমি ২০২২ সালের শুরুতে ইউনিভার্সিটি অফ হাডারসফিল্ডে যোগ দেই। সে সময় আমি ওমানের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় সুলতান কাবুসে শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। সেই চাকরিতে ইস্তফা দিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমাই। ওমানে আম্মা, আমার স্ত্রী নায়লা শারমীন ও মেয়ে আলীয়া আমার সঙ্গেই থাকতেন। কিন্তু যুক্তরাজ্যে আমার স্ত্রী ও মেয়েকে নিয়ে যাওয়ার অনুমতি মিললেও তারা আম্মাকে ভিসা দেয় না। সত্যি বলতে আমি যে ধরনের ভিসা পেয়েছিলাম তাতে বাবা মাকে নিয়ে যাওয়ার সুযোগ ছিল না। ফলে আমি যুক্তরাজ্যে না যাওয়ার কথাই ভাবছিলাম, কিন্তু আম্মার পীড়াপীড়িতেই আমাকে যুক্তরাজ্যে যেতে হলো'।

আবিদুর রহমানের যুক্তরাজ্যে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। সেদিন তিনি স্ত্রী নায়লা শারমিনের সঙ্গে পরামর্শ করতে বসেন। তারা সিদ্ধান্ত নিলেন আবিদ একাই ওমান থেকে যুক্তরাজ্য যাবেন। আর তার স্ত্রী, মা এবং মেয়ে আলীয়া দেশে ফিরবেন। আবিদ যুক্তরাজ্য গিয়ে তার মায়ের ভিসা করার চেষ্টা করবেন এবং একসাথেই তাদের নিয়ে যাবেন। হাডারসফিল্ডে ২০২২ সালের জানুয়ারিতে আবিদ যোগ দেন সিনিয়র লেকচারার হিসেবে। তার জব ছিল ফুল টাইম এবং স্থায়ী সেই সাথে ছিল অবসরকালীন সুবিধাও। ফলে সব মিলিয়ে তার চাকরিটা ছিল লোভনীয়। কিন্তু আবিদ নানা চেষ্টার পর যখন মা নাসরীন রহমানের স্থায়ী ভিসা করতে ব্যর্থ হন তখন তিনি সেই চাকরি থেকে ইস্তফা নিয়ে শারজা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

আবিদ বলেন, আমি কয়েকবছর যুক্তরাজ্যে বসবাস করলে স্থায়ী বসবাসের অনুমতি পেয়ে যেতাম। আমার মেয়ে সেদেশের নাগরিক হিসেবে বড় হতো। কিন্তু আমি তো এমন সুখ চাইনি, যেখানে আমার মা সাথে থাকবেন না। আম্মা তো নিজের পুরো জীবন আমাদের জন্য সেক্রিফায়েস করলেন সেখানে আমি এটুকু করতে পারব না কেন? এই চিন্তাই সবসময় কাজ করত। তাই চাকরি ছেড়ে দেই।

মহান আল্লাহ সর্বদা উনাকে ভালো রাখুক-🤲আমিন।
বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন

এইরকম সন্তান আল্লাহপাক ঘরে ঘরে দান করুক যে কিনা আমাকে নিজের পরিবারের চেয়েও অনেক গুণ বেশি ভালোবাসে এটাই তো হওয়া উচিত আমাদের সকলের সারা দুনিয়া একদিক মা একদিন হওয়া উচিত।

পোস্টটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এর থেকে প্রত্যেক সন্তান শিক্ষা নিতে হবে।
copy post

প্রথমত আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো পোস্টটি পড়ুন* পুরুষের যৌনতাকে সম্মান কর।পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার ম...
22/04/2024

প্রথমত আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো পোস্টটি পড়ুন
* পুরুষের যৌনতাকে সম্মান কর।
পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো এবং মা হওয়ার যোগ্যতা রাখো মাতৃত্বের স্বাদ অনুভব করো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্পবসনা হয়ে যে সেলিব্রেটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকূলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালবাসে, সমীহ করে চলে।

পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটতো। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতোটাই ডমিনেটিং হতো যে নারীজাতি তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতো। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারীবিদ্বেষী।

সুতরাং, ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে পুরুষের চরিত্রের বিচার করার আগেই নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো। স্থান-কাল-পরিস্থিতিভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি।

Dr. Dipankar
.....Copy post....

Address

Feni
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahidul Islam Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahidul Islam Munna:

Share