Abdullah Al Abir

Abdullah Al Abir 'সত্য ধারণকারীর বুকে থাকে না তিরস্কারের ভয়'।

24/03/2024

আসুন নিজ দেশের সম্পদ ব্যয় করি ভিনদেশের সম্পদ প্রত্যাখ্যান করি।
দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন।পণ্য কিনলে মান বাড়বে,কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে। কিছু না হোক,অন্তত আমার ব্যয়ের একটা টাকা কোনো ইহুদী আর হিন্দুর হাতে যাবে না।
নিচে দেশী পণ্যের কিছু নাম দেয়া হয়েছে। কিছু নাম হয়তো বাদ যেতে পারে ভুলবশত। তবে পণ্য কেনার সময় সচেতনতা কাম্য।

সাবান—মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৭৭৭, Lifeguard, Cute

বাথরুম পরিষ্কার—Shakti, Clean Master, Finis, Amana, Xtreme

টুথপেষ্ট—Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste

চুলের তৈল—জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute

গুড়োদুধ— Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship

ডিটারজেন্ট—কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet

চা—ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)

শ্যাম্পু—কেয়া, Cute, Revive, Meril, Select Plus

সয়াবিন তৈল—পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh

Petrolium Jelly—Meril, Tibet, Cute, SMC,

মশা নিরোধ সামগ্রী—Xpel, Sepnil, Xtreme -

Room Freshner—Spring, Basundhara

ময়দা, আটা—Teer, Basundhara, Fresh

নুডলস—কোকোলা, বসুন্ধরা, Foodi

চাল—পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer

চিনি—Teer, Fresh, আখের চিনি

সরিষার তৈল—রাধুনি, পুষ্টি, Teer

বিস্কুট—Radisho, Olympic

লবণ—Teer, ACI, Fresh

পানি—Jibon, MUM,safe

টিস্যু—বসুন্ধরা, Fresh


08/01/2024

.

তোমায় সাজানোর কোনো ইচ্ছে আমার নেই──
তুমি তোমার সাজেই থেকো;ঠিক যেমন চাঁদ থাকে।

❐ সাজহীনা চাঁদ।

08/01/2024

.

এখন আর একাকিত্বের হতাশা বয়ে বেড়াই না। সেই এক থেকে আজ এতদূর অতিক্রমের সুযোগ যিনি দিয়েছেন,তিনি সাথে আছেন বলেই তা সম্ভব হয়েছে। পথিমধ্যে কতো আপন-স্বজন আর স্বপক্ষে প্রতিশ্রুতির লাইন বলা মানুষকেই দেখলাম। কেউই আজ পাশে নেই,পাশে থাকার আশাকে নিরাশার রূপান্তরক তারা-ই। এরা তারা; যারা প্রতিশ্রুতি দিয়েছিলো কিংবা যাদের উপর ছিলো অগাধ আস্থা। এদের কেন্দ্র করে মন খারাপ হ‌ওয়াটা স্বাভাবিক। তবে যারা আস্থাতীত কিংবা স্বপক্ষে অপ্রতিশ্রুত,তাদের কেন্দ্র করে মন ভাঙার কোনো মানেই হয় না। তবুও তাদের দিকে যে আশার নাঁও ভাসিয়েছি তা ভুলবশত। নিজেই নিজের কাছে ক্ষমাপ্রার্থী।
জনৈক কবি বলেছিলেন—
আমি ভুল করে কাঁদি,ভুলে বাঁধি ঘর,
আমার সকল ভুলের তো আমিই কারিঘর।

✍🏻 Abdullah Al-Abir

08/01/2024

.

মানুষ সদা-সর্বত্র‌ই একজন ছাত্র,মায়ের কোল থেকে আলাদা হয়ে গোরস্থানের বিছানায় শোয়া অবধি পুরো সময় ও স্থান তার শিক্ষাঙ্গন। প্রাথমিক অবস্থায় বাবা মা তার শিক্ষক। প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিষ্ঠানের শিক্ষকদের সে ছাত্র। চলাফেরা,ভ্রমণ ইত্যাদিতে প্রকৃতি তার শিক্ষক। পৃথিবীর প্রতিটি সময়,স্থান আর তাতে ঘটতে থাকা প্রতিটি ঘটনা তার শিক্ষক।

এভাবে আমিও সবকিছুর‌ই ছাত্র!প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখছি,সমগ্র বিশ্ব থেকে। মানুষ হোক কিংবা প্রকৃতি। নিজেকে অমুক-তমুক দাবী করার কোনো ইচ্ছে আমার নেই। শিক্ষাজীবনে যেমন ছাত্র ছিলাম শিক্ষকতার জীবনেও তেমনি ছাত্র হয়েই থাকতে চাই। আজীবন হয়ে থাকতে চাই একজন 'ছাত্র'।

আমার চেয়ে বড় জ্ঞানী আছে,তারচে বড় জ্ঞানীও আছে, এভাবে ধারাবাহিকভাবে সবার‌ই তার চেয়ে বড় জ্ঞানী আছে। আল্লাহ্ তাআ'লা সূরা ইউসুফের ৭৬ নং আয়াতে বলেছেন— و فوق كل ذى علم عليم .
প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছে একজন মহাজ্ঞানী।


✍🏻 Abdullah Al-Abir

07/01/2024

.

এই আঙুল আর মনে কলঙ্কের দাগ না লাগুক,ঈমান যতদিন আছে ততদিন কোনো তাগুতের পক্ষে ভোট না হোক। ওয়াল্লহি! মনে তন্ত্র-মন্ত্র লালনকারী কোনো শকুন জান্নাতের ঘ্রাণ পাবে না। বদ দু'আস্বরূপ বলতে চাই, আল্লাহ্ তাদেরকে পদে পদে লাঞ্ছিত-অপদস্থ করুক।

আরে আমরা তো শাহাদাত আঙুল উঁচিয়ে أشهد أن لا إله إلا الله বলে প্রতিদিন অসংখ্যবার শাহাদাত তথা সাক্ষী (ভোট) দিয়ে থাকি মহান আল্লাহ্‌কে। প্রকৃতপক্ষেই যিনি তার যোগ্য। তবে কেন ফের কোনো তন্ত্র-মন্ত্রবাদী তাগুতকে ভোট দিয়ে ঈমান আর হাতের আঙুলে কলেঙ্কের দাগ লাগাবো?

কোনো তন্ত্র-মন্ত্র উম্মাহ্‌র কল্যাণ আনতে পারেনি,পারবে না। ফিরিয়ে আনতে হবে সেই খোলাফায়ে রাশেদীনের যুগ। আবারো না হয় নিঃশেষ করে দেয়া হোক সব বাতিলকে। প্রয়োজনে আবারো কায়েম হোক বদর,উহুদ আর খন্দক! আমরা তো তাদেরই উত্তরসূরী যারা বলেছিলেন–
نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الْجِهَادِ مَا بَقِينَا أَبَدًا
❝আমরা তারাই যারা মুহাম্মাদের হাতে বাই’আত করেছি জি'হা'দের;যদ্দিন আমরা বেঁচে আছি।❞

আমরা তো শুধু জানি এবং বিশ্বাস করি,হুকুম চলবে তো একমাত্র আল্লাহ্‌র‌ই হুকুম চলবে!

إن الحكم إلا لله ─


✍🏻 Abdullah Al-Abir

07/01/2024

.

গণতন্ত্র তুমি ঝলসে যাওয়া বাবা'র আর্তনাদ──
মামলা–হামলা দুর্নীতি আর হয়রানিময় ফাঁদ।

তুমি কোটি মানুষের হৃদয়ে লালিত ঘৃণা,নিন্দাবাদ।

❐ হারাম গণতন্ত্র।

22/12/2023

তোমায় দেখবো বলে নিদকালেও দরূদ জপে র‌ই──
তবু র‌ওজাদ্বারে মুখ উঁচিয়ে দেখার আমেজ ক‌ই?
মন ভাঙানো ক্লান্তিকালে কাটে যবে রাত-বিরাত──
স্বস্তি আনে ক্লান্তমনে মুক্তোঝরা সীরাত।

ব্যাকুল হয়ে অশ্রু ছেড়ে বেড়াই তোমায় খুঁজে──
প্রেম পিয়াসীর মন-যাতনা কোন্ সে-জন‌ই বুঝে?
মুষ্টিপুরো প্রেম জমিয়ে মাদীনাপানে ভাসাই──
উম্মতের ঐ ভীষণ ভীড়ে আমায় চেনার আশায়।

তাই,ফের তোমায়‌ দরূদে স্বরি;তোমাতেই যত উম্মাদনা—
হাবীবে খোদা তুমি,তুমি মুহাম্মাদ; তুমিই সায়্যিদুনা।

❐ দরূদ ফুলের মালা ❁

10/09/2023

.

এজন্ ও-জন তোমার গুণ গেয়েই বেড়ায়────

মাতাল করা চন্দ্রিমা না সুনয়না হুর;তা-ই ফেলেছে দ্বিধায়।

.মন খারাপে আকাশ দেখি,রবকে বলি ব্যথার যত হিস‌্সা আছে জমা── স্বরণে নিয়ে–“ক্বদ নারা' তাক্বাল্লুবা ওয়াজহিকা ফিস্-সামা'″Ash...
09/09/2023

.

মন খারাপে আকাশ দেখি,রবকে বলি ব্যথার যত হিস‌্সা আছে জমা──

স্বরণে নিয়ে–“ক্বদ নারা' তাক্বাল্লুবা ওয়াজহিকা ফিস্-সামা'″

Ashadur Rahman ভাইয়ের কাজ 🌼🖤

31/08/2023

.

খালি হাতে একলা পথে তোমায় লাগে বড্ড বেমানান──

দু'জনায় আঁকড়ে ধরে হাত;চলো যাই ভালোবাসা যেথায় বহমান।

30/08/2023

ফুলের কানে গুঁজে দিয়ে গুল───

বলবো,আজি হয়ে যাও অতীতের সব মাশুল।

12/08/2023

যদি মুজিব হত্যার বিচার চলে ৫০ পেরোবার পরেও,
তবে জেনে রাখো,মুহাম্মাদের বীর-সেনানি‌ও অদম্য,চির অজেয়।

বন্ধুর ভূষণে যদি আসহাব দিতে পারে শত তাজা প্রাণ,তবে ভাইয়ের ভূষণে ভূষিত মোরাও মর্যাদা তার হতে দেবো না ম্লান।

কোনো নাস্তিক,গোস্তাখ,খোদাদ্রোহী কভু পায়নি রেহাই কিংবা ছাড়,এসো,আজো তবে নামিয়ে দিই তাদের উঁচিয়ে তোলা বিদ্বেষী সেই ঘাড়।

—শপথ নিই,রাসূলের মুখনিঃসৃত পাথেয় দিয়ে জীবন সাজাই। নবী-প্রেম সর্বার্ধ্বে রাখি।

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share