24/03/2024
আসুন নিজ দেশের সম্পদ ব্যয় করি ভিনদেশের সম্পদ প্রত্যাখ্যান করি।
দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন।পণ্য কিনলে মান বাড়বে,কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে। কিছু না হোক,অন্তত আমার ব্যয়ের একটা টাকা কোনো ইহুদী আর হিন্দুর হাতে যাবে না।
নিচে দেশী পণ্যের কিছু নাম দেয়া হয়েছে। কিছু নাম হয়তো বাদ যেতে পারে ভুলবশত। তবে পণ্য কেনার সময় সচেতনতা কাম্য।
সাবান—মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৭৭৭, Lifeguard, Cute
বাথরুম পরিষ্কার—Shakti, Clean Master, Finis, Amana, Xtreme
টুথপেষ্ট—Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste
চুলের তৈল—জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute
গুড়োদুধ— Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship
ডিটারজেন্ট—কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet
চা—ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)
শ্যাম্পু—কেয়া, Cute, Revive, Meril, Select Plus
সয়াবিন তৈল—পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh
Petrolium Jelly—Meril, Tibet, Cute, SMC,
মশা নিরোধ সামগ্রী—Xpel, Sepnil, Xtreme -
Room Freshner—Spring, Basundhara
ময়দা, আটা—Teer, Basundhara, Fresh
নুডলস—কোকোলা, বসুন্ধরা, Foodi
চাল—পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer
চিনি—Teer, Fresh, আখের চিনি
সরিষার তৈল—রাধুনি, পুষ্টি, Teer
বিস্কুট—Radisho, Olympic
লবণ—Teer, ACI, Fresh
পানি—Jibon, MUM,safe
টিস্যু—বসুন্ধরা, Fresh