Fenian Thugs

Fenian Thugs The Prophet (ﷺ)

12/09/2024

সব কথার শেষ কথা হলো আপনি মানুষকে যত ছাড় দিবেন,যত কম্প্রোমাইজ করে যাবেন, মানুষ আপনারে তত গ্রান্টেড হিসেবে নিবে, তত আপনার উপর চাপাতে চাইবে,তত তাদের এক্সপেকটেশন বাড়বে এবং এক পর্যায়ে তারা এই কম্প্রোমাইজ টার জন্য কৃতজ্ঞ না হয়ে উল্টা ভাববে এটাই বুঝি আপনার দায়িত্ব!

তাই সব সময় আন্ডারস্ট্যান্ডিং হবেননা,সব সময় ছাড় দিবেন না,যারে ছাড় দিলেন সেও পরবর্তীতে সেইম সিচুয়েশনে আপনার জন্য কি করে সেটা অবজার্ভ করেন। যদি দেখেন সেইম ইফোর্ট সেও দিচ্ছে তাহলে তো হইলো! আর নাহলে সেই মুহূর্তেই সেলফিশ হয়ে যান।নিজের কথা ভাবেন।

সবাই আপনার ইফোর্ট ডিজার্ভ করেনা।

18/07/2024

আমি কোটার পক্ষে কথা বলবো নাকি অশিক্ষিত মূর্খ বলবে ?
যারা কোটার বিপক্ষে তারা সবাই অশিক্ষিত মূর্খ,আসলে তারা জানেই না যে কোটা ব্যবস্থা বাংলাদেশের সাধারণ মানুষের উপর কতটুক প্রভাব ফেলে/কতটুক হয়রানির মধ্যে ফেলে।
প্রাথমিক বিদ্যালয়ে পড়া লেখা শেষ করা মূর্খ কেমনে বুঝবে কোটার অপব্যবহার।
অন্যায় এর বিরুদ্ধে কথা বলতে কিসের ভয়, কীসের জবাবদিহি?
ছাত্র আন্দোলন ৫২ তেও বৃথা যায় নি ৬৬ তেও যায় নি, এবার ও যাবে না ভবিষ্যৎয়েও যাবে না।

যদি ছাত্রের গণতান্ত্রিক অধিকার আদায়ে কথা বলার অধিকার এই না থাকে তাহলে এই জাতির মতো বেহায়া নির্লজ্জ জাতি পৃথিবীর বুকে আর নাই।
ধিক্কার জানাই এই জাতির প্রতি,মনুষ্যত্বহীন মানুষ ধ্বংশ হোক।

17/07/2024

প্লিজ টুইটারে হ্যাশট্যাগ টুইট করেন, টুইটারের মতো শক্তিশালী বিকল্প আর কিছু নাই। টুইটারের ট্রেন্ডিং এ একটু পর পর বিষটা নিউজ ট্রেন্ডিং থেকে নামছে উঠছে, এইটাকে ধরে রাখতে আরো টুইট দরকার। I repeat টুইটারের মতো শক্তিশালী বিকল্প আর কিছু নাই।




✅ ✅ ✅
✅ ✅
✅ ✅ ✅
✅ ✅ ✅ ✅
✅ ✅ ✅
✅ ✅
Please save our university Brothers 🙏 🇧🇩

17/07/2024

যখন অশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের বিবেকবোধ ও হিতাহিত জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে তখন বুঝতে হবে দেশের অবস্থা ভালো নেই,দেশটা অপশক্তির হাতে চলে যাচ্ছে আস্তে আস্তে,এইসব অপশক্তি কে অবশ্যই সময় থাকতে রুখে দেয়া দরকার,যারা বঙ্গবন্ধুর আদর্শকে পুজি বানিয়ে রাজনৈতিক বাণিজ্যে লিপ্ত হয় তারাই প্রকৃত দেশদ্রোহী,যারা বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ পড়েছেন তারা সবাই জানেন ওনার আদর্শ কেমন ছিলো?হিংসাত্মক আচরণ পশুর মতো বিবেকহীন কর্মকাণ্ডে উনি কখনো কাউকে ছাড় দেন নাই,কোনো অশিক্ষিত পশুর বাচ্চার যায়গা ওনার রাজনৈতিক মাঠে হয়নাই।

16/07/2024

UNCLE 💥

16/07/2024

চোখে কি পড়ে না?
আমার এই বোনের আর্তনাদ?

16/07/2024

বরিশাল বিএম কলেজের ছাত্রলীগ সারা জীবনের জন্য বহিষ্কার ঘোষনা করলেন!
🗣️: অধ্যক্ষ, বিএম কলেজ

16/07/2024

বর্তমানে,
প্রশাসন = ছাত্রলীগ
(প্রমাণিত) 😂

16/03/2024

সব হারাচ্ছি❤️‍🩹

31/10/2023

আরে কী কয়...🙂
Fenix*gang-bang🤤.

❤️‍🩹
25/09/2023

❤️‍🩹

16/09/2023

যে-ভাবে একপাশ দিয়ে পুরো পৃথিবী কে দেখা যায় না,
তেমনই একপাশ দিয়ে কখনো কিছু হয় না।🤍

15/09/2023

যারা পাশে থাকার,
তারা সারা জীবন থাকে।❤️‍🩹

14/09/2023

বোঝানোর সাধ্য...!🤍

05/09/2023

কারো কাছে বিরক্ত কর চরিত্র হওয়া স্বাভাবিক ব্যাপার ❤️‍🩹

Address

Feni

Telephone

+8801610385833

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fenian Thugs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fenian Thugs:

Share