12/09/2024
সব কথার শেষ কথা হলো আপনি মানুষকে যত ছাড় দিবেন,যত কম্প্রোমাইজ করে যাবেন, মানুষ আপনারে তত গ্রান্টেড হিসেবে নিবে, তত আপনার উপর চাপাতে চাইবে,তত তাদের এক্সপেকটেশন বাড়বে এবং এক পর্যায়ে তারা এই কম্প্রোমাইজ টার জন্য কৃতজ্ঞ না হয়ে উল্টা ভাববে এটাই বুঝি আপনার দায়িত্ব!
তাই সব সময় আন্ডারস্ট্যান্ডিং হবেননা,সব সময় ছাড় দিবেন না,যারে ছাড় দিলেন সেও পরবর্তীতে সেইম সিচুয়েশনে আপনার জন্য কি করে সেটা অবজার্ভ করেন। যদি দেখেন সেইম ইফোর্ট সেও দিচ্ছে তাহলে তো হইলো! আর নাহলে সেই মুহূর্তেই সেলফিশ হয়ে যান।নিজের কথা ভাবেন।
সবাই আপনার ইফোর্ট ডিজার্ভ করেনা।