
21/07/2025
বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। প্রতি বর্গকিলোমিটারে এখানে প্রায় ৪৪,০০০ মানুষ বসবাস করেন। প্রথমে রয়েছে ম্যানিলা (ফিলিপাইন) – ৪৬,০০০, এরপর ঢাকা (বাংলাদেশ) – ৪৪,০০০, বাগদাদ (ইরাক) – ৩২,৮০০, মুম্বাই (ভারত) – ৩২,৩০০, এবং কায়রো (মিশর) – ১৯,৩০০ জন।